খুনের হুমকি নিয়ে চাপানউতোর |
রায়গঞ্জ ইউনির্ভাসিটি কলেজের টিচার্স কাউন্সিলের সম্পাদককে খুনের হুমকি দেওয়ায় অভিযুক্ত ছাত্র সংসদ সাধারণ সম্পাদককে ধরার দাবিতে আন্দোলনে নেমেছে তৃণমূল ছাত্র পরিষদ। কলেজ সূত্রে খবর, টিচার্স কাউন্সিল সম্পাদক অশোক দাস তৃণমূল সমথর্ক বলে পরিচিত। অন্য দিকে কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তুষারকান্তি গুহ ছাত্র পরিষদের দায়িত্বে থাকার পাশাপাশি রায়গঞ্জ লোকসভা যুব কংগ্রেসের সহ সভাপতি। মঙ্গলবার বিকেলে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করে অশোকবাবু দাবি করেন ছাত্র সংসদের সম্পাদক তাঁকে খুনের হুমকি দিয়েছেন। তুষারবাবুও পাল্টা খুনের হুমকি দেওয়ার অভিযোগ পুলিশে দায়ের করেন। তৃণমূল ছাত্র পরিষদের উত্তর দিনাজপুর জেলা সভাপতি অজয় সরকার বলেন, “তুষারবাবুকে ধরার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্যবস্থা না নিলে কলেজ চত্বরে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু হবে।” ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবাশিস বিশ্বাস বলেন, “দু’জনই থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন। তাই যা ব্যবস্থা নেওয়ার পুলিশই নেবে। এখানে আমার কিছু করার নেই।” আর এ প্রসঙ্গে রায়গঞ্জ থানার আইসি সমীরকুমার পাল জানান, অশোকবাবু ও তুষারবাবুর অভিযোগের ভিত্তিতে তদন্তের কাজ শুরু করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
|
সভা করে তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন দলের একাংশ কর্মী সমর্থকরা। শুক্রবার মেখলিগঞ্জের নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হলঘরে ওই সভা হয়। বর্তমান ব্লক সভাপতি লক্ষ্মীকান্ত সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁর পরিবর্তে নতুন ব্লক সভাপতির নামও ঘোষণা করা হয়েছে সভায়। ২৭ জনের নতুন ব্লক কমিটির সদস্য ও পদাধিকারীদের নামও ওই সভা মঞ্চ থেকেই ঘোষণা করা হয়। অজিত সাহাকে নতুন ব্লক সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। অন্যদিকে বর্তমান ব্লক সভাপতি লক্ষ্মীকান্ত সরকার পাল্টা বলেন, “ভিত্তিহীন অভিযোগ তুলে ফরওয়ার্ড ব্লকের মদতপুষ্ট কিছু লোক বিভ্রান্তি ছড়াতে চাইছে। ওরা আগেই দল থেকে বহিষ্কৃত।” তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “যাঁরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।”
|
সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে স্কুল শিক্ষকদের কাছ থেকে মোটা টাকা চাঁদা তোলার অভিযোগ উঠেছে কেপিপির বিরুদ্ধে। মালদহের হবিবপুর ও বামনগোলার একাধিক প্রধানশিক্ষক ও সহকারী শিক্ষকরা পুলিশে জানানোর পরেও চাঁদা তোলা বন্ধ হয়নি বলে অভিযোগ। ঘটনায় ক্ষুব্ধ মালদহের দুই মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী ও সাবিত্রী মিত্র। ১০ ডিসেম্বর হবিবপুরের মানিকোড়া হাইস্কুলে কামতাপুর পোগ্রেসিভ পার্টির সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তার নামেই টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ। যাদের বিরুদ্ধে চাঁদা তোলার অভিযোগ উঠেছে, সেই কেপিপি’র জেলা সভাপতি সুকুমার রায় বলেন, “জোর করে কারও কাছ থেকে চাঁদা আদায় হচ্ছে না। সংগঠনকে বদনাম করার জন্য কেউ এটা করতে পারে।” জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “যে সমস্ত স্কুলে জোর করে চাঁদা তোলার চেষ্টা হচ্ছে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।”
|
স্কুলের কাছে ব্যাখ্যা চাইল আদালত |
স্কুল পরিচালন সমিতির নির্বাচন কেন স্থগিত রাখা হবে না তা স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে জানতে চাইল আদালত। শুক্রবার দিনহাটার আবুতারা হাইস্কুলের পরিচালন সমিতির নির্বাচন স্থগিত রাখার আর্জি জানিয়ে এলাকার এক বাসিন্দা প্রফুল্ল বর্মনের দায়ের করা অভিযোগ গ্রহণ করে আদালত ওই ব্যাখা চেয়েছে। ৯ ডিসেম্বর ওই স্কুলে নির্বাচন হওয়ার কথা রয়েছে। মামলকারী প্রফুল্লবাবুর আইনজীবী অজিত দাস জানান, প্রফুল্লবাবুর ছেলে ওই স্কুলের নবম শ্রেণিরর ছাত্র। অথচ ভোটার তালিকায় তাঁর নাম নেই। অভিযোগ জানিয়ে লাভ হয়নি। প্রধান শিক্ষক দ্বিজেন্দ্রনাথ বর্মন বলেন, “ওই ব্যাক্তির ছেলে স্কুলের বর্তমান ছাত্রই নয়। তা আদালতে জানিয়ে দেব।”
|
বি আর অম্বেডকর মেধা পুরস্কার পেলেন কোচবিহারের ৪৩ জন ছাত্র-ছাত্রী। শুক্রবার অনগ্রসর কল্যাণ দফতরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। বনমন্ত্রী হিতেন বর্মন, জেলাশাসক মোহন গাঁধী, অতিরিক্ত জেলাশাসক সুদীপ মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।
|
প্রাথমিক শিক্ষকদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে শুক্রবার ইসলামপুরে বিক্ষোভ দেখালেন প্রাথমিক শিক্ষকেরা। |