|
|
|
|
থানা ঘেরাও সিপিএমের |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এক বিধবা মহিলার শ্লীলতাহানির অভিযোগে ধৃত এক দলীয় কর্মী নির্দোষ বলে দাবি করে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল সিপিএম। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার লোয়ার ভানুনগর এলাকায়। ডাবগ্রাম-ফুলবাড়ি জোনাল কমিটির সম্পাদক দিলীপ সিংহের নেতৃত্বে বিক্ষোভ হয়। পুলিশের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। পুলিশ জানায়, ভানুনগরের এক মহিলা সন্ধ্যা রায় শুক্রবার শিলিগুড়ি থানায় প্রতিবেশী মানিক সাহার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। ওই দিন রাতেই সিপিএম কর্মী মানিকবাবুকে গ্রেফতার করে পুলিশ। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার ও জি পাল বলেন, “অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে।” দিলীপবাবু বলেন, “মানিক খুব ভাল ছেলে। তাঁকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে। তদন্ত করলেই ঘটনার সত্যতা জানতে পারবে পুলিশ। উল্টে ওই এলাকার এক বাসিন্দা মানিকবাবুর স্ত্রীর শ্লীলতাহানি করেন। সে অভিযোগ পেয়েও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।”
মানিকবাবু শিলিগুড়ি পুরসভার অস্থায়ী কর্মী। সন্ধ্যাদেবী পুলিশকে অভিযোগ করেছেন, সম্প্রতি তিনি বিধবা ভাতার ফর্ম পূরণের জন্য মানিকবাবুর কাছে যান। সেই সময় তাঁর শ্লীলতাহানি করেন মানিক। সন্ধ্যাদেবীর পাশে দাঁড়িয়েছেন এলাকার তৃণমূল কর্মী সূর্য সুব্বা। মানিকবাবুর স্ত্রী ছবিদেবী বলেন, “আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। প্রতিবাদ করাতে শুক্রবার রাতে সূর্যবাবু আমাকে নিগ্রহ করেন। থানায় সব জানিয়েছি।” সূর্যবাবু বলেন, “সন্ধ্যাদেবী আমার কাছে মানিকবাবুর বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছিলেন। আমি থানায় যাই। তাতেই ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।”
পুরসভা সূত্রের খবর, ৪৩ নম্বর ওয়ার্ড সিপিএমের দখলে। এলাকার বিধবা ভাতার ব্যাপারে ফর্মপূরণ-সহ বিভিন্ন সাহায্য করেন মানিকবাবু। বাসিন্দাদের একাংশের দাবি, বিধবা ভাতার ব্যাপারে মানিকবাবু সন্ধ্যাদেবীকে সাহায্য করছিলেন না বলে অভিযোগ ছিল ওই মহিলার। তাতেই ক্ষুব্ধ হয়ে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন সন্ধ্যাদেবী। ওই ওয়ার্ডের কাউন্সিলর রাগিণী সিংহ বলেন, “মানিকবাবু পড়াশোনা জানেন। সে জন্য ভাতা-সহ বিভিন্ন ব্যাপারে মানুষকে সাহায্য করেন। সন্ধ্যাদেবীর বিধবা ভাতার ফর্মপূরণ করে পুরসভায় জমা দিয়েছেন। কিন্তু এখনও ভাতা বরাদ্দ হয়নি। ক্ষুব্ধ হয়ে ওই মহিলা অভিযোগ করেছেন।” এ দিকে, এ দিন আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ নিয়ে প্রধাননগর থানায় স্মারকলিপিও দেয় সিপিএম। |
|
|
|
|
|