ক্লাব ভাঙা নিয়ে উত্তেজনা বাদুড়িয়ায় |
একটি ক্লাবঘর ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাদুড়িয়ার বাগজোলা পঞ্চায়েতের হায়দরপুর গ্রামে। অভিযোগ, পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে দুষ্কৃতীরা বোমাবাজি করে ক্লাবটি ভেঙেছে। অভিযোগ ভিত্তিহীন দাবি করে প্রধান আব্দুল রজ্জাক জানান, স্কুলের জমিতে ক্লাব করায় ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রতিবাদ জানান। উভয়পক্ষের অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে হায়দরপুর গ্রামে ৬ শতক জমি স্থানীয় বাসিন্দা আরশাদ মণ্ডল এবং তাঁর স্ত্রীকে পাট্টা দেওয়া হয়। ক্লাবের সদস্যদের দাবি, পাট্টা পাওয়ার আগে থেকেই ওই জমির একটা অংশে ক্লাবঘর ছিল। তা জানতে পেরে আরশাদ অর্ধেক জমি ক্লাবকে দান করেন। তাঁদের অভিযোগ, ওই জমির পাশ দিয়ে নিয়ম বহির্ভূতভাবে রাস্তা তৈরি করাচ্ছেন প্রধান। প্রতিবাদ করায় তাঁদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার বাদুড়িয়া থানায় প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ক্লাবের সদস্যেরা। তার জেরেই শুক্রবার সকালে বোমাবাজি করে ক্লাব ভাঙা হয়েছে বলে অভিযোগ। প্রধান বলেন, “প্রশাসনের দেওয়া ওই জমির তিন শতক পাট্টাদার শিশুশিক্ষাকেন্দ্রের জন্য ছেড়ে দিয়েছেন। স্কুলবাড়ি তৈরির জন্য টেন্ডার ডাকাও হয়েছে। সব জেনেও কয়েকজন ছেলে সেখানে ক্লাব করায় গ্রামবাসীরা তা সরিয়ে দেন। সেখানে আমার যাওয়ার প্রশ্নই নেই। রাস্তা তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন।”
|
দুই ধুরপাচারকারী-সহ ১০ জন বাংলাদেশিকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ। শুক্রবার ভোরে স্থানীয় ফুলবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃত ১০ বাংলাদেশিদের মধ্যে ৩ জন মহিলা। তাদের বাড়ি সাতক্ষীরা জেলার পাতুলিয়া গ্রামে। পুলিশ জানায়, দালালকে টাকা দিয়ে চোরাপথে তারা এ দেশে ঢুকেছিল। অন্যদিকে বৃহস্পতিবার গাইঘাটার আকরাইল সীমান্ত থেকে ৪ ভারতীয়-সহ ৮ জন বাংলাদেশিকে আটক করে বিএসএফ।
|
প্রেমে বাধা পেয়ে প্রেমিকার কাকা-কাকীমাকে আক্রমণ করেছিল এক যুবক। কাকা মনোতোষ রায় কোনওরকমে প্রাণে বাঁচলেও মারা যান কাকীমা রেখা রায়। ১৯৮৯ সালের ১৫ জানুয়ারি উত্তর ২৪ পরগনার বাগদহ থানার চাঁপারুই এলাকায় ঘটনাটি ঘটে। শুক্রবার চন্দ্রশেখর মণ্ডল নামে ওই যুবককে খুনের দায়ে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন বারাসত আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা দায়রা বিচারক কমল দে।
|
বউভাতের নিমন্ত্রণ সেরে ফেরার পথে কনেযাত্রীদের গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে গত সোমবার রাতে একই পরিবারের চার সদস্য-সহ পাঁচ জনের মৃত্যু হয়। বনগাঁ-চাকদহ রোডে সন্তোষপুরে ওই দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে চাকদহের সিলিন্দায় একটি গ্যারাজ থেকে ট্রাকটি আটক করে পুলিশ।
|
প্রায় ১০০ গ্রাম হেরোইন-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গাইঘাটা থানার পুলিশ স্থানীয় ঢাকুরিয়া কালীবাড়ি এলাকা থেকে বিশ্বজিৎ রায় নামে ওই ব্যক্তিকে ধরে। ধৃতের বাড়ি গোপালনগর থানার মামুদপুরে। |