টুকরো খবর
পিংলায় মারধরে অভিযুক্ত তৃণমূল
কৃষকসভার সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে ৩ জন সিপিএম কর্মী-সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় পিংলার মালিগ্রামে। শুক্রবার পিংলার মুণ্ডুমারিতে কৃষকসভার ব্লক সম্মেলন ছিল। ফেরার পথে মানিক বেরা, সুকুমার বেরা ও ইন্তাজউদ্দিন নামে সিপিএমের ৩ জন কর্মী সমর্থককে মারধর করা হয় বলে অভিযোগ। এঁদের মধ্যে মানিকবাবু কৃষকসভার মালিগ্রাম অঞ্চল কমিটির সম্পাদক। সিপিএমের পিংলা জোনাল কমিটির সম্পাদক নয়ন দত্ত বলেন, “সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে তৃণমূলের লোকজনই ওঁদের মারধর করেছে।” তবে তৃণমূলের পিংলা ব্লক সভাপতি গৌতম জানার দাবি, “এমন কোনও ঘটনা ঘটেনি। তবে ব্যক্তিগত ভাবে কারও সঙ্গে বিবাদ থেকে কোনও ঘটনা ঘটলেও ঘটতে পারে।”

লোক উৎসব মহিষাদলে
লুপ্তপ্রায় লোক-সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে লোক উৎসব ও মেলা শুরু হল হলদিয়ার মহিষাদলে। শুক্রবার এলাকার বাসুলিয়া গণমৈত্রী ময়দানে এই অনুষ্ঠাণের আয়োজন করে তাম্রলিপ্ত লোক-সংস্কৃতি উন্নয়ন সমিতি। উৎসব চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। শুক্রবার বিকেলে উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলার মৎস্য কর্মাধ্যক্ষ বুদ্ধদেব ভৌমিক, পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা মিশ্র প্রমুখ। অনুষ্ঠানের ৮ম বর্ষ উপলক্ষে শুক্রবার দুপুরে এলাকার হাসপাতাল মোড় থেকে রথতলা পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। লোকবাদ্য সহযোগে এই শোভাযাত্রার আকর্ষণ ছিল জগঝম্প, বহুরূপী ও রণ-পা নৃত্য। পাঁচ দিন ব্যাপী এই উৎসবে লোক সংস্কৃতির নানা আঙ্গিক ফুটিয়ে তোলা হয়। কবিগান থেকে তরজা, লোকনাটক থেকে লোকসঙ্গীত পরিবেশিত হবে উৎসবে। বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে, ট্রেনের গায়ক হিসেবে পরিচিত বাঁকুড়ার লোকসঙ্গীত শিল্পী গোপীনাথ মণ্ডলের গান, মুর্শিদাবাদের সনাতন হাজরার পাতার বাঁশি, মুর্শিদাবাদের বুলবুল আলকাপ গোষ্ঠীর আঞ্চলিক নাটক ইত্যাদি। শেষ দিনে থাকছে হারিয়ে যাওয়া পিঠে-পুলির প্রদর্শনী।

জানুয়ারিতে পূর্বে বুদ্ধ
কৃষকসভার জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসেবে পূর্ব মেদিনীপুরে আসছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। আগামী ৫ জানুয়ারি নন্দীগ্রাম লাগোয়া চণ্ডীপুরে ওই সমাবেশ হওয়ার কথা। সেখানেই থাকবেন বুদ্ধদেব ভট্টাচার্য। থাকবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, কৃষকসভার রাজ্য সহ-সভাপতি বিনয় কোঙারও। শুক্রবার চণ্ডীপুরে কৃষকসভার ব্লক সম্মেলন ও জেলা সম্মেলনের প্রস্তুতি সভায় এসে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব সাংবাদিকদের এই কথা জানান। তিনি বলেন, “সভায় সারা জেলা থেকে কৃষকসভার সদস্য সমর্থক-সহ সাধারণ মানুষ আসবেন।” তিনি আরও বলেন, “তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী ২৪ নভেম্বর খেজুরিতে এক সভায় হুমকি দিয়ে বলেছেন সেখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি করা যাবে না, তিনিই ভোট করাবেন। এটা গণতন্ত্র বিরোধী। রাজ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি।” রবীনবাবুর অভিযোগ, “আমাদের দলীয় নেতা-কর্মী-সমর্থকদের নানা ভাবে হুমকি দিচ্ছে তৃণমূল। কৃষকসভার সমাবেশে আমাদের নেতাদের আসতে বাধা দেওয়ার চক্রান্তও করছে ওরা। আমরাও সতর্ক থাকছি।”

জেল হাজতে মা-ছেলে
দীর্ঘ দিন পলাতক থাকার পর নারী পাচারে অভিযুক্ত মা ও ছেলেকে জেল হাজতে পাঠাল আদালত। শুক্রবার সকালে মহিষাদল থানার পুলিশ চকদাড়িবেড়িয়া থেকে অর্চনা মাইতি ও তাঁর ছেলে সুব্রত মাইতিকে গ্রেফতার করে। ধৃতদের আদালতে হাজির করা হলে এসিজেএম দেবকুমার সুকুল ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। পুলিশের দাবি, দীর্ঘ দিন ধরেই নারী পাচারের ব্যবসায় জড়িত এই পরিবার। গত বছর জুন মাসে সিআইডির একটি দল ওই বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজন যুবতী ও কিশোরীকে গ্রেফতার করেছিল। ২২ জুন সিআইডি ওই পরিবারের বিরুদ্ধে নারী পাচারের একটি মামলা রজু করে চার্জশিট জমা দেয় হলদিয়া মহকুমা আদালতে। সেই সময় গ্রেফতার হয়েছিলেন অর্চনাদেবীর স্বামী লক্ষ্মীকান্ত মাইতি। বেশ কিছু দিন জেলে থাকার পর এখন তিনি জামিনে মুক্ত। এতদিন ধরে পলাতক তাঁর স্ত্রী ও ছেলেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করল পুলিশ।

সিপিএম-তৃণমূল সংঘর্ষে জখম ৭
সিপিএম-তৃণমূল সংঘর্ষে চন্দ্রকোনার কৃষ্ণপুর সংলগ্ন ইঁদা গ্রামে জখম হলেন ৭ জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সিপিএম-তৃণমূলে মারধর, বোমাবাজি হয় বলে অভিযোগ। ঘটনার জেরে ফের শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বসানো পুলিশ পিকেট। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “ইঁদা গ্রামের গণ্ডগোলের তদন্ত শুরু হয়েছে।” সিপিএমের চন্দ্রকোনা-১ জোনাল কমিটির সম্পাদক সুনীল চক্রবর্তী বলেন, “বৃহস্পতিবার ক্ষীরপাই শহরে আমাদের পথসভা ছিল। ইঁদা গ্রামের কয়েকজন সমর্থক হাজির ছিলেন সেই সভায়। সভা থেকে ফেরার পর তাঁদের মারধর করে তৃণমূলের লোকেরা। এর প্রতিবাদ করে তৃণমূলের এক পক্ষ। এরপরই তৃণমূলের দু’পক্ষের মধ্যে গণ্ডগোল বাধে।” যদিও তৃণমূলের চন্দ্রকোনা-১ ব্লক সভাপতি চিত্ত পাল বলেন, “সিপিএমের মারধরেই আমাদের একজন আহত হয়। স্থানীয় নেতা-কর্মীরা এর প্রতিবাদ করায় সিপিএমের লেঠেল বাহিনী বোমাবাজি করে।”

ঘাটালে বার্ষিক প্রতিযোগিতা
প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের মহকুমা স্তরের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হল শুক্রবার। ঘাটাল শহরের অরবিন্দ স্টেডিয়ামে মহকুমার মোট ১১টি চক্রের ৪২টি ইভেন্টের জন্য ৩৬৬ জন ছাত্রছাত্রী যোগ দেয়। এ দিনের প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীরা এ বার জেলাস্তরের প্রতিযোগিতায় যোগদান করবে। অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি স্বপন মুর্মু। এ ছাড়াও ছিলেন ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী, বিডিও দেবব্রত রায়, জেলা পরিষদের অধ্যক্ষ অরুণ মুখোপাধ্যায়-সহ বিশিষ্ট ব্যক্তিরা। আগামী ১২ ডিসেম্বর জেলা স্তরের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

লেভেল ক্রসিং ভেঙে বিপত্তি
ট্রেনের ওভারহেডের তারে লেভেল ক্রসিং ভেঙে পড়ায় অবরুদ্ধ হল জাতীয় সড়ক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হলদিয়ার রানিচক মোড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ১২টা ১৫মিনিট নাগাদ আসানসোল-হলদিয়া এক্সপ্রেস পার হওয়ার আগে লেভেল ক্রসিং পড়ছিল। সেই সময়ে হঠাৎই রেল গেট ভেঙে পড়ে লাইনের ওভারহেডের তারের ওপর। এর পর হলদিয়া থানার পুলিশ এসে ওই সড়কের যান চলাচল বন্ধ করে দেয়। প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ হয়ে পড়ে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক। পরে রেলের ইঞ্জিনিয়রা এসে রেলগেট মেরামত করলে স্বাভাবিক হয় যান চলাচল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেলগেটের মেরামতের অভাবেই এই বিপত্তি।

বার্ষিক চক্র-ক্রীড়া
ঝাড়গ্রাম পশ্চিম চক্রের প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয় সমূহের বার্ষিক চক্র-ক্রীড়া প্রতিযোগিতা হল বুধবার। ঝাড়গ্রাম শহরের রাজবাড়ি ময়দানে আয়োজিত ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝাড়গ্রামের বিডিও অনির্বাণ বসু। প্রতিযোগিতায় যোগ দেয় ৮৩টি প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের মোট ১৬৭ জন ছাত্রছাত্রী। সাংস্কৃতিক প্রতিযোগিতায় যোগ দেয় দেড়শো পড়ুয়া। ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সহকারি বিদ্যালয় পরিদর্শক পূর্ণেন্দু উত্থাসিনি, ঝাড়গ্রাম বাণীভবন প্রাথমিক শিক্ষিকা প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি শিবেন্দ্রবিজয় মল্লদেব, ঝাড়গ্রাম পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভাশিস মিত্র, ঝাড়গ্রাম পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নবেন্দুবিকাশ গিরি, ঝাড়গ্রামের পুরপ্রধান প্রদীপ সরকার প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা
জেলাস্তরের ক্রীড়া প্রতিযোগিতার চক্রভিত্তিক বাছাই শুরু হয়ে গেল শুক্রবার। হলদিয়া ও মহিষাদল পূর্ব চক্রের আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ দিন হলদিয়ার দুর্গাচক স্টেডিয়ামে হলদিয়া চক্রের ৬৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৮০ জন পড়ুয়া অংশগ্রহণ করে। মহিষাদলের রাজ ময়দানে মহিষাদল পূর্ব চক্রের ৮২টি প্রাথমিক ও ৩৮টি শিশুশিক্ষা কেন্দ্রের প্রায় ৩৬০ জন পড়ুয়া যোগ দেয়। ১২ এবং ১৩ ডিসেম্বর জেলা স্তরের প্রতিযোগিতা হবে।

সদ্যোজাতের দেহ
কাঁচের পাত্রে ভরা দুই সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে কোলাঘাট থানার পানশিলা গ্রামে দেহাটি সেতুর কাছে ঘটনাটি ঘটেছে। ৬ নম্বর জাতীয় সড়কের পাশে কাচের পাত্রের ভিতরে শিশুপুত্র ও শিশুকন্যার দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

জয়ী তৃণমূল
দুটি স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। শুক্রবার নির্বাচন ছিল কাঁথি-৩ ব্লকের সরপাই মডেল ইনস্টিটিউশন ও খেজুরি-২ ব্লকের খেজুরি বালিকা বিদ্যাপীঠে। বিরোধীরা কোনও প্রার্থী না দেওয়ায় দুটি স্কুলেই তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.