সিঙ্গুর নিয়ে বাম সরকারের সমালোচনায় ফব |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার জন্য আইন তৈরি করতে গিয়ে রাজ্য সরকারের এত তাড়াহুড়ো করা উচিত হয়নি বলে মন্তব্য করলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি। শুক্রবার ফরওয়ার্ড ব্লকের পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন উপলক্ষে তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধ প্রাঙ্গণে আয়োজিত প্রকাশ্য সমাবেশে হাফিজ আলম সাইরানি বলেন, “সিঙ্গুরের জমি ফেরত দেওয়ার জন্য এত তাড়াহুড়ো করে আইন তৈরি করা উচিত হয়নি। রাজ্য সরকার ধীরেসুস্থে আইন করে ব্যবস্থা নিলে ভাল হত। এখন পুরো পরিস্থিতি জটিল হয়ে গিয়েছে।” |
|
ফরওয়ার্ড ব্লকের সমাবেশ। ছবি: পার্থপ্রতিম দাস। |
এ দিন দলের প্রকাশ্য সমাবেশে দলের কৃষক সংগঠন অগ্রগামী কিসানসভার রাজ্য সাধারণ সম্পাদক সাইরানি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ফব কেন্দ্রীয় কমিটির সদস্য নরেন দে রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনা করে বলেন, ‘‘কৃষকদরদী বলে নিজেদের দাবি করলেও এই রাজ্য সরকারের কোনও কৃষিনীতি নেই। ফলে কৃষকদের উন্নয়নের জন্য কোনও কর্মসূচিও নেই।” সমাবেশে দলের জেলা সম্পাদক গোপাল মাইতি, জেলা সভাপতি বিশ্বনাথ সিংহ প্রমুখও বক্তব্য রাখেন। |
|