|
|
|
|
সিপিএম কর্মী সমর্থকদের মারধর, অভিযুক্ত তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কৃষকসভার সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে ৩ জন সিপিএম কর্মী-সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় পিংলার মালিগ্রামে। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি, এ সবই অপপ্রচার।
শুক্রবার পিংলার মুণ্ডুমারিতে কৃষকসভার ব্লক সম্মেলন ছিল। ফেরার পথে মানিক বেরা, সুকুমার বেরা ও ইন্তাজউদ্দিন নামে সিপিএমের ৩ জন কর্মী সমর্থককে মারধর করা হয় বলে অভিযোগ। এঁদের মধ্যে মানিকবাবু কৃষকসভার মালিগ্রাম অঞ্চল কমিটির সম্পাদক। সিপিএমের পিংলা জোনাল কমিটির সম্পাদক নয়ন দত্ত বলেন, “সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে ওঁদের মারধর করা হয়েছে। তৃণমূলের লোকজনই মারধর করেছে।” তবে তৃণমূলের পিংলা ব্লক সভাপতি গৌতম জানার দাবি, “এমন কোনও ঘটনা ঘটেনি। তবে ব্যক্তিগত ভাবে কারও সঙ্গে কারও বিবাদ থেকে কোনও ঘটনা ঘটলেও ঘটতে পারে।” তাঁর কথায়, “যদি গোলমালই করব, তাহলে কৃষকসভার সম্মেলন যেখানে হয়েছে, সেখানে গিয়েই করতে পারতাম।”
অন্যদিকে, খড়্গপুর লোকাল থানা এলাকার কনিখা সতীশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতি নির্বাচনের মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করেও গোলমাল হয়েছে তৃণমূল ও সিপিএমের মধ্যে। নির্বাচন ১৬ ডিসেম্বর। আজ, শনিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সিপিএমের খড়্গপুর গ্রামীণ জোনাল কমিটির সম্পাদক কামের আলির অভিযোগ, “আগে মনোনয়ন দিতে গেলে হুমকি দিয়ে মনোনয়নপত্র ছিঁড়ে দেওয়া হয়। শুক্রবারও ৩ জনকে জোর করে ফিরিয়ে দেওয়া হয়েছে।” সিপিএমের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে তৃণমূল। দলের জেলা নেতা অজিত মাইতির সাফ কথা, “এমন কোনও ঘটনা ঘটেনি।” |
|
|
|
|
|