টুকরো খবর
অম্বেডকর পুরস্কার
তফসিলি জাতি-উপজাতি সম্প্রদায়ভুক্ত কৃতী মাধ্যমিক পরীক্ষার্থীদের বি আর অম্বেডকর পুরস্কার দেওয়া হল শুক্রবার। অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের উদ্যোগে এই পুরস্কার দেওয়া হয়। এই উপলক্ষে মেদিনীপুর শহরের জেলা পরিষদ হলে এক অনুষ্ঠানেরও আয়োজন হয়েছিল। ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রজতকুমার সাইনি, অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের জেলা আধিকারিক রাহুল নাথ প্রমুখ। সবমিলিয়ে ১৩৮ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়েছে।

জল নিয়ে ক্ষোভ
পানীয় জল মিলছে বটে কিন্তু ঘোলাটে। আর তা নিয়েই ক্ষোভ দেখা দিয়েছে মেদিনীপুর শহরের একাংশ বাসিন্দাদের মধ্যে। শুক্রবার সকালে শহরের বিস্তীণর্র্ এলাকায় পাইপ লাইনের মাধ্যমে যে জল সরবরাহ হয়েছে, তা ঘোলাটে। ফলে অনেকে জল ব্যবহারই করতে পারেননি। ঘটনার কথা মানছেন পুরসভার জল দফতরের পুরপ্রধান পারিষদ বিশ্বনাথ পাণ্ডবও। তাঁর কথায়, “মাস্টার প্ল্যান প্রকল্পের জল শহরের যে যে প্রান্তে যায়, সেখানেই এই সমস্যা হয়েছে। পরিস্কার জল পৌঁছয়নি। কেন এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।” দু’বেলা মেদিনীপুর পুরসভা পানীয় জল সরবরাহ করে। রাস্তার পাশে কল রয়েছে। একাংশ বাড়িতেও জলের সংযোগ রয়েছে। জল সরবরাহের জন্য কয়েকটি জলাধারও রয়েছে। এছাড়া শহরে পানীয় জলের মাস্টার প্ল্যান প্রকল্পও চালু হয়েছে। যদিও এই প্রকল্প পুরোদমে চালু হয়নি।

ওয়ার্কশপে আগুন
আচমকা আগুন লেগে গেল খড়্গপুরের রেলওয়ে ওয়ার্কশপে। রেল কর্তৃপক্ষ জানান, শুক্রবার ইএমইউ ট্রেনের একটি কোচ সারানোর কাজ হচ্ছিল। ওয়েল্ডিং করার সময় হঠাৎই কোচটিতে আগুন লেগে যায়। কোচের অর্ধেকটা পুড়েও গিয়েছে। সঙ্গে সঙ্গেই দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আসে। কর্মীদের কোনও ক্ষতি হয়নি। পরে খবর পেয়ে রেলের পদস্থ আধিকারিকেরাও ঘটনাস্থলে যান। ঘটনার তদন্ত শুরু করেছে রেল। রেল সূত্রে জানা গিয়েছে, কর্মীদের যতটা সাবধানতা অবলম্বন করার কথা ছিল তা করা হয়নি। তবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সে জন্য কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ধান কেনা শুরু
শিবির করে ধান কেনা শুরু হল কেশিয়াড়িতে। শুক্রবার কেশিয়াড়ির কাঁটাগেড়িয়ায় আনুষ্ঠানিক ভাবে ধান কেনা শুরু হয়। উপস্থিত ছিলেন বিডিও অসীম নিয়োগী। প্রথম দিন ১৫১ কুইন্টাল ধান কেনা হয়েছে। আপাতত, শিবির করে চাষিদের কাছ থেকে ধান কেনা চলবে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

শহরে মিছিল
শনিবার লালগড়ের কংগ্রেসের সভার সমর্থনে মিছিল করলেন ছাত্র পরিষদের কর্মী-সমর্থকেরা। শুক্রবার এই মিছিল থেকে সভা সফল করার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ-সহ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের।

সচেতনতা সভা
সম্প্রতি খড়্গপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল বাল্যবিধবা রোধ এবং নারী ও শিশু কল্যাণ বিষয়ক সচেতনতা সভা। খড়্গপুর পুরসভার সভাগৃহে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী, পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.