দিনভর দাপাল হাতি, বাইসন |
নিজস্ব সংবাদদাতা • বানারহাট |
সাত কিলোমিটার ব্যবধানে একটি চা বাগান এবং একটি গ্রামে দিনভর তাণ্ডব চালাল দলছুট হাতি ও বাইসন। দুই জন্তুর আক্রমণে দুই জায়গাতে জখম হয়েছেন দু’জন। সব মিলিয়ে ১০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। বাইসনের আক্রমণে চারটি গবাদি পশু জখম হয়েছে। বনকর্মীরা গ্রামে পৌঁছাতে দেরি করায় একাংশ গ্রামবাসী বাইসনটি’র শিং-এ ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। পরে সেটি ঘুমপাড়ানি গুলি করে জঙ্গলে নিয়ে যাওয়ার পথে সেটি মারা যায়। শুক্রবার ভোরে ডুয়ার্সের ধূপগুড়ি ব্লকের মরাঘাট বনাঞ্চল লাগোয়া কলাবাড়ি চা বাগান ও দুরামারি গ্রামে ঘটনাটি ঘটেছে। বাইসনটি গ্রামে ঢোকে আর চা বাগানে ঢোকে একটি হাতি।
বন দফতর সূত্রের খবর, আহতদের আঘাত তেমন গুরুতর নয়। এক সঙ্গে সাত কিলোমিটার দূরত্বের মধ্যে দুই দলছুট জন্তু হানা দেবার ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামলাতে বন কর্মীদের রীতিমত হিমসিম খেতে হয়। মরাঘাট থেকে ডায়না জঙ্গলে যাওয়ার করিডর হিসেবে হাতিরা মূলত কলাবাড়ি চা বাগানের রাস্তা ব্যবহার করে আসছে। |
|
কলাবাড়ি বাগানে হাতি ও দুরামারি গ্রামে মৃত বাইসন। —নিজস্ব চিত্র। |
গত বৃহস্পতিবার গভীর রাতে মরাঘাট থেকে ১২টি হাতির একটি দল বাগানের পথ ধরে খয়েরকাটার জঙ্গলে যাচ্ছিল। বাগানের পাশে ডায়না নদী পার হয়ে ১১ টি হাতি জঙ্গলে ঢুকে পড়ে। দলের একটি ১২ বছর বয়সী মাকনা হাতি দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেটি কলাবাড়ি বাগানের শ্রমিক লাইনে হানা দেয়। বাড়িতে ভাঙচুর চালায়। লোকজন সেটিকে তাড়ানোর চেষ্টা শুরু করেন।
হাতিটি চা বাগানে ঢুকে পড়লে ভোরে বাগানের কাজে না গিয়ে স্থানীয় বাসিন্দারা রীতিমত হাতি দেখতে ভিড় করেন। চিৎকার চেঁচামেচিতে হাতিটি দৌড় শুরু করে। বাগানের কিছু গাছ সেটি উপড়ে ফেলে। এরই মধ্যে নিম বাহাদুর গুরুঙ্গ নামের এক শ্রমিককে হাতিটি লাথি মেরে কয়েক ফুট দূরে ছিটকে ফেলে। এলাকার লোকজন তাঁকে বানারহাট হাসপাতালে নিয়ে যান। এ দিন সন্ধ্যা অবধি হাতিটি বাগানেই ছিল। রাতে সেটিকে জঙ্গলে ফেরানো সম্ভব হবে বলে বনকর্মীরা মনে করছেন।
অপর দিকে, দুরামারি গ্রামে ভোরে একটি বাইসন ঢুকে পড়ে। প্রথমে গবাদি পশুদের জখম করে কয়েকটি বাড়ি ভাঙচুর চালায় বাইসনটি। বাসিন্দাদের একাংশ কুড়ুল জাতীয় অস্ত্র দিয়ে জন্তুটির শিঙে আঘাত করে বলে অভিযোগ। শিংটি দুই খন্ড হয়। রক্তাক্ত জন্তুটি ঘুরতে থাকে। পরে বন কর্মীরা এসে সেটি ঘুমপাড়ানি গুলি করে। এর আগে বাইসনটি এক স্থানীয় বাসিন্দাকে আক্রমণ করায় তিনি জখম হন। |
|