কাজের দিন শুক্রবার বামপন্থী চার ছাত্র সংগঠনের সমাবেশের ফলে যানজটে নাভিশ্বাস উঠল মধ্য কলকাতার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাইক বাজানো বন্ধ করা নিয়ে উপাচার্য যখন ভাবনাচিন্তা করছেন, তখন কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটের বাইরে
মাইক বাজিয়ে বেলা ২ টো থেকে ৫টা পর্যন্ত সভা করল এসএফআই, এআইএসএফ, পিএসইউ এবং ছাত্র ব্লক।
শিক্ষায় বেসরকারিকরণ, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস-সহ কয়েকটি বিষয়ের প্রতিবাদে এবং ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে ওই সমাবেশের আয়োজন করেছিল ওই চার ছাত্র সংগঠন।
কিন্তু পড়ুয়া স্বার্থে আয়োজিত ওই সভার ফলে ভোগান্তি হল পড়ুয়াদেরই। বাদ পড়লেন না অন্যান্য সাধারণ মানুষও। ছাত্রছাত্রীদের অনেকে হাওড়া, শিয়ালদহ এবং সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে মিছিল করে সভায় যোগ দিতে আসায় ওই সব এলাকাতেও প্রবল যানজট হয়। কলেজ স্ট্রিটের যে অঞ্চলে সভা হয়, তার অদূরেই মেডিক্যাল কলেজ হাসপাতাল। ফলে রোগী ও তাঁদের পরিজনেরা যাতায়াতে সমস্যায় পড়েন।
সভায় এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “কলেজ, বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ভোটে লড়তে না দিলে আমরা সেখান থেকে বেরিয়ে রাস্তায় বসে পড়ব।” সিপিএমের রাজ্য কমিটির সদস্য শমীক লাহিড়ি বলেন, “প্রেসিডেন্সির মাথায় হার্ভার্ডের মাস্টারমশাই, আর অন্য সব কলেজে আরাবুল! প্রতিবাদ করলেই মার বা জেল। এর বিরুদ্ধে লড়াই ছাড়া উপায় নেই।” |