দলের শ্রমিক নেতা ও সরকারি মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছেন তৃণমূল নেতৃত্ব। শুক্রবারই বিধানসভায় শোভনদেববাবুর সঙ্গে বৈঠক করেন তৃণমূলের মহাসচিব তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবুর কক্ষে বৈঠক হয়। বৈঠক নিয়ে দু’জনেই মুখ খুলতে চাননি। তবে পার্থবাবুর আশা, দু-একদিনের মধ্যেই সমস্যা মিটবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের পতাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিতে দিতে শোভনদেববাবুকে নিগৃহীত করা হয়। শোভনদেববাবু তো বটেই, তাঁর অনুগামীদের দাবি, দলীয় নেতৃত্বকে ঘটনার নিন্দা করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দল এখনও নিন্দা না করায় শোভনদেববাবু ক্ষুব্ধ। পুরুলিয়া ও বাঁকুড়া সফর শেষে শহরে ফিরে মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে কথা বলবেন বলে শোভনদেববাবু তাঁর অনুগামীদের বলেছিলেন। কিন্তু এ দিন পর্যন্ত নেত্রীর ডাক পাননি তিনি। তিনি নেত্রীর ডাকের জন্য অপেক্ষা করছেন। ইতিমধ্যে দলীয় বিধায়কদের একাংশ তৃণমূল নেতৃত্বের কাছে, সমস্যা মেটানোর আবেদন করেছেন বলে দলীয় এক সূত্রে জানা গিয়েছে।
|
শুধু লিখিত পরীক্ষার উত্তরপত্র নয়, পরীক্ষার্থী প্র্যাক্টিক্যাল পরীক্ষার উত্তরপত্র দেখতে চাইলেও তাঁকে তা দেখাতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে শুক্রবার এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু। শ্রদ্ধা বসু নামে মনোবিদ্যা অনার্সের এক ছাত্রী প্র্যাক্টিক্যাল পরীক্ষার উত্তরপত্র দেখতে চেয়ে বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। কর্তৃপক্ষ জানান, প্র্যাক্টিক্যালের খাতা দেখানো হয় না। ওই ছাত্রী হাইকোর্টে মামলা করেন। শ্রদ্ধা পার্ট-১ পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। পার্ট-২ পরীক্ষায় সব বিষয়ে প্রথম শ্রেণি পাওয়ার মতো নম্বর পেয়েছেন। শুধু প্র্যাক্টিক্যাল পরীক্ষায় কম পাওয়ায় তিনি অকৃতকার্য হয়েছেন। তাঁর আর্জির ভিত্তিতেই হাইকোর্ট ওই উত্তরপত্র দেখানোর নির্দেশ দিয়েছে।
|
বিদ্যুৎ বিল বাবদ পুরসভার কাছে ২৩৩ কোটি টাকা পাওনা রয়েছে সিইএসসি-র। অভিযোগ, তা মেটানো হচ্ছে না। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে সিইএসসি-র ভাইস চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্কা জানান, তাঁদের কিছু করার নেই। পুর-কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তাঁর আশা, বিষয়টি মিটে যাবে। মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব পাওনা মিটিয়ে দেওয়া হবে।”
|
পুলিশি হেফাজতে হাসপাতালে শারীরিক পরীক্ষা করাতে এসে পালাল এক আসামি। শুক্রবার, দমদম মিউনিসিপ্যাল হাসপাতালে। পুলিশ জানায়, মহম্মদ শামিম নামে ওই ব্যক্তি খড়দহ থানা এলাকার একটি খুনের মামলার আসামি। শুক্রবার তার শারীরিক পরীক্ষার পরে কর্তব্যরত দুই কনস্টেবল দেখেন, শামিম নেই। উত্তম মণ্ডল ও পূর্ণচন্দ্র বিশ্বাস নামে ওই দুই কনস্টেবল সাসপেন্ড হয়েছেন। বিধাননগর কমিশনারেটের এডিসি সন্তোষ নিম্বলকর বলেন, “শামিমের খোঁজ চলছে।”
|
রাস্তার ধারে এক ব্যক্তির দেহ মিলল। শুক্রবার, নিউটাউনের একটি শপিং মলের পাশে। মৃতের নাম কার্তিক পাত্র। পুলিশ জানায়, মৃতদেহে আঘাতের চিহ্ন নেই। ওই ব্যক্তির পকেটে ড্রাইভিং লাইসেন্স মিলেছে।
|
বড়বাজারের নন্দরাম মার্কেটের লাগোয়া একটি বহুতলে শুক্রবার রাতে আগুন লাগে। দমকল জানায়, তিনটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। |