|
|
|
|
রামপুরহাট কলেজ |
পরিকাঠামো নিয়ে অসন্তোষ |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
প্রয়োজনীয় শিক্ষক নেই। নিয়মিত হয় না প্র্যাক্টিক্যাল। নেই নির্দিষ্ট রুটিনও। তবু ক্লাস ‘চালু’ আছে। এমন সব অভিযোগ এনে শুক্রবার কলেজের অধ্যক্ষকে চিঠি লিখে বিভাগটিই তুলে দেওয়ার ‘আবেদন’ জানালেন রামপুরহাট কলেজের পদার্থবিদ্যা ও গণিত বিভাগের পড়ুয়াদের একাংশ! এ দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়দেব পানকে ঘিরে রীতি মতো বিক্ষোভ দেখাতেও শুরু করেন ওই পড়ুয়ারা।
পদার্থবিদ্যার স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র সুভাষ প্রামাণিক, আসিফ ইকবালদের দাবি, “আমাদের বিভাগকে নিয়ে চূড়ান্ত অবহেলা চলছে। কলেজ কর্তৃপক্ষ এখনও পর্যন্ত রুটিনটাও ঠিক ভাবে তৈরি করে উঠতে পারেননি!” অনিয়মিত ভাবে ক্লাস নেওয়ার পাশাপাশি প্র্যাক্টিক্যাল ক্লাস নিয়েও তাঁদের বহু অভিযোগ। তাঁদের দাবি, স্নাতক স্তরে বছরে ২৩টি প্র্যাক্টিক্যাল ক্লাস হওয়ার কথা হলেও এখনও পর্যন্ত হয়েছে ৩টি। অন্য দিকে, পাশকোর্সে ১২টি ক্লাস হওয়ার কথা থাকলেও বাস্তবে ২টি মাত্র ক্লাস হয়েছে বলেই জানিয়েছেন ওই পড়ুয়ারা। কলেজের ল্যাবের মান নিয়েও ছাত্রছাত্রীরা অসন্তুষ্ট। তাঁদের ক্ষোভ, “এখানে যথার্থ ও উন্নতমানের যন্ত্রপাতি-সরঞ্জাম নেই। ঠিক মতো প্রশিক্ষণ না মেলায় বাইরে পরীক্ষা দিতে গিয়ে পড়ুয়াদের ফল ভাল হচ্ছে না। অনেকেই অসফল হচ্ছেন।” কলেজের গণিত বিভাগের অব্যবস্থা নিয়েও এমন বিস্তর অভিযোগ রয়েছে ওই পড়ুয়াদের। রামপুরহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়দেব পান বলেন, “পদার্থবিদ্যায় শিক্ষকের অভাব দীর্ঘদিনের। পাঁচজনের পোস্ট থাকলেও বর্তমানে সেখানে স্থায়ী শিক্ষক আছেন মাত্র দু’জন। তাই দু’জনকে অতিথি শিক্ষক হিসেবে কিছুদিন আগেই নিয়োগ করা হয়েছে। আশা করি খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।” পাশাপাশি পড়ুয়াদের প্র্যাক্টিক্যাল ক্লাসের জন্য নতুন সরঞ্জামও কেনার আশ্বাস দিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। |
|
|
|
|
|