কলেজের টিচার ইনচার্জ দিনের পর দিন কলেজে না এসে হাজিরা খাতায় সই করেছেন, কিছু ব্যক্তিকে আর্থিক সুযোগ-সুবিধা পাইয়ে দিয়েছেনএই সব নানা অভিযোগ তুলেছেন সাঁইথিয়ায় অভেদানন্দ কলেজের ছাত্রপরিষদ পরিচালিত ছাত্র সংসদের সদস্যরা। শুক্রবার এই সব অভিযোগে তাঁরা সাঁইথিয়ায় মিছিলও করেন। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শেখ সাহাবুদ্দিনের দাবি, “আমাদের অভিযোগপত্র কলেজের পরিচালন সমিতির সভাপতি, শিক্ষামন্ত্রী, জেলাশাসক, রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে।” কলেজর পরিচালন সমিতির সভাপতি দেবাশিস সাহা বলেন, “অভিযোগপত্র পেয়েছি। খতিয়ে দেখা হবে।” গত ৩০ নভেম্বর কলেজের টিচার ইনচার্জ উত্তম মণ্ডল অভিযোগ করেছিলেন, ছাত্র সংসদের ছেলেরা তাঁকে হেনস্থা করেছেন। উত্তমবাবুর দাবি, “সব অভিযোগ ভিত্তিহীন। ওই দিনের ঘটনা থেকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে ওরা এসব করেছে।”
|
পাম্পচালককে বেঁধে প্রায় লক্ষাধিক টাকার মালপত্র নিয়ে চম্পট দিল বেশ কিছু দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে বোলপুর থানা এলাকার মির্জাপুরে অবস্থিত ইন্দো-জার্মান জল প্রকল্পের দফতরের ঘটনা। ওই প্রকল্পের পশ্চিমাঞ্চলের নির্বাহী বাস্তুকার এ সরকার বলেন, “প্রায় ৩০-৪০ জন দুষ্কৃতী এসে ওই হামলা চালায় বলে রক্ষীরা জানিয়েছেন। তারা তিন প্রহরী ও এক পাম্পচালককে বেঁধে রেখেনতুন পাইপ ও যন্ত্রাংশ-সহ মোট ১ লক্ষ ২১ হাজার টাকার মালপত্র চুরি করেছে।” পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন কর্তৃপক্ষ। চুরির ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
|
লেভেলক্রসিং পার হওয়ার সময়ে যত্রাংশ ভেঙে রেললাইনের উপরে পাথর বোঝাই লরি দাঁড়িয়ে পড়ে। এর ফলে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হল সাহেবগঞ্জ-বর্ধমান লুপ লাইনে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে রামপুরহাট থানার মাঝখণ্ডে। শহিদ, কাঞ্চনজঙ্ঘা-সহ নানা এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। |