টুকরো খবর
শরিকি বিবাদে যুবক খুন
জমি দখল কেন্দ্র করে শরিকি বিবাদে এক যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বুধবার রাতে রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। বাড়ির সামনে রাস্তার ধারে গুলিবিদ্ধ দেহ পড়েছিল। নিহতের নাম সাজাহান আলি (৩২)। তাঁর ঘাড়ে গুলির ক্ষত আছে। বৃহস্পতিবার হতের বাবা সামসের আলি ছেলেকে খুনের অভিযোগে প্রতিবেশি এক ব্যক্তি ও তার দুই ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। গত ১৫ দিনে রায়গঞ্জ থানা এলাকায় সংঘর্ষ, খুনের চেষ্টা, বোমাবাজি আর খুনের ঘটনার মতো মোট ৬টি ঘটনা ঘটল। পুলিশের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার জেরেই পর পর অপরাধের ঘটনা ঘটে চলেছে। বিভিন্ন অপরাধের ঘটনায় অভিযুক্তদের পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। পুলিশের নজর এড়িয়ে রায়গঞ্জে বোমা ও আগ্নেয়াস্ত্র কী ভাবে ঢুকছে তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। উত্তর দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডেভিড ইভান লেপচা বলেন, “পুলিশের নামে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার অভিযোগ ভিত্তিহীন। বেশির ভাগ অপরাধের ঘটানায় অভিযুক্তদের ধরা সম্ভব হয়েছে। তবে কয়েক জন এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে তাঁদের গ্রেফতার করতে দেরি হচ্ছে।” পুলিশ জানিয়েছে, ২২ বিঘা জমির দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সাজাহান আলির পরিবারের সঙ্গে প্রতিবেশী কাশেম আলির পরিবারের বিরোধ চলছিল। অভিযুক্তরা পলাতক।

ধর্ষণের চেষ্টায় নেতা গ্রেফতার
পড়শিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সিপিএম লোকাল কমিটি সম্পাদককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ভোরে দিনহাটার আবুতারা এলাকায় ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম মণীন্দ্র দেবনাথ। তিনি সিপিএমের আবুতারা লোকাল কমিটি সম্পাদক। ১ ডিসেম্বর আবুতারা হাইস্কুলে পরিচালন সমিতি অভিভাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার নিয়ে সিপিএম-তৃণমূলের সংঘর্ষ হয়। উভয়পক্ষের ২০ জন জখম হন। তৃণমূলের তরফে মণীন্দ্রবাবু-সহ ৩১ জনের নামে নালিশ জানানো হয়। অন্যদিকে সিপিএমের তরফে ৪১ তৃণমূল কর্মী সমর্থকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিপিএমের ওই নেতাকে গ্রেফতার করে। কোচবিহার জেলা পুলিশ সুপার প্রণব দাস বলেন, “সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই ব্যক্তিকে ধরা হয়। পরে দেখা যায় ধৃতের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ আছে। মামলা রুজু হয়েছে।” সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বেণুবাদল চক্রবর্তী বলেন, “৯ ডিসেম্বর স্কুল নির্বাচনের আগে পুলিশ দিয়ে কর্মীদের সন্ত্রস্ত করতে ভিত্তিহীন অভিযোগে ওঁকে ধরা হয়েছে। এ আমাদের ৫ জনকে ধরা হল। কিন্তু আমরা যে ৪১ জনের নামে অভিযোগ করি তাদের কাউকে ধরা হয়নি।” তৃণমূলের কোচবিহার জেলা সম্পাদক রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “পুলিশ নিরপেক্ষ ভাবে কাজ করছে।” ধৃতকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে এসিজেএম ধৃতের জামিন নামঞ্জুর করে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন।

কাজ না করলে টাকা নয়: কৃষ্ণেন্দু
হাসপাতালে কাজ না করলে সাফাই সংস্থার বিল আটকে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের পযর্টন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী। বৃহস্পতিবার পর্যটন মন্ত্রী তথা জেলা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হাসপাতালের সুপারকে ওই নির্দেশ দিয়েছেন। এদিন দুপুর ১২ টা নাগাদ কাউকে না জানিয়েই নিজের প্রাইভেট গাড়ি চালিয়ে রাজ্যের পর্যটন মন্ত্রী হাজির হন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালের শৌচাগার থেকে শুরু করে ওয়ার্ডের ভেতরে-বাইরে আবর্জনায় ভরে রয়েছে। সবই দেখেন তিনি। সকলের সামনেই সুপারকে ধমক দিয়ে মন্ত্রী বলতে থাকেন, “এসব নোংরা কেন? কারা দেখবে? আমি কিছু বুঝব না। কাজ না করলে সরে যেতে হবে। সরকার হাসপাতাল পরিস্কার করার জন্য লক্ষ লক্ষ টাকা দেবে। হাসপাতাল ঠিকমতো পরিস্কার না হলে বিল আটকে দিন।”

জমি চেয়ে বিক্ষোভ
৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণে জমি অধিগ্রহণের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদহ পুরসভার ১৭ নম্বর ওর্য়াডের ৪০ টি পরিবার জেলা প্রশাসনের সদর দফতরে বিক্ষোভ দেখানো হল। তাঁদের দাবি, জমির বদলে জমি চাই। সহকারী ভূমি আধিকারিক ধনঞ্জয় মণ্ডল বলেন, “ওই জমি নিয়ে মামলা চলছে। এখনই তা অধিগ্রহণের প্রশ্ন নেই।”

শেডের দাবি
শহর লাগোয়া ফুলবাড়ি এলাকায় বাসের শেডের দাবি তুলেছেন বাসিন্দারা। অভিযোগ, ৩১-ডি জাতীয় সড়কের লাগোয়া ফুলবাড়িতে দীর্ঘদিনের দাবি থাকলেও যাত্রী শেড তৈরি হয়নি। বছরের অন্য সময় সমস্যা না হলেও বর্ষায় তা বাড়ে। ফুলবাড়ি ২ পঞ্চায়েত প্রধান পূর্ণিমা রায় বলেন, “তিনটি শেড তৈরির সিদ্ধান্ত হয়েছে। রাস্তা চওড়ার প্রক্রিয়া শুরু হবে বলে শোনা যাচ্ছে। রাস্তা চওড়া হলে শেডগুলি হবে।”

মৃতদেহ উদ্ধার
এক ব্যক্তিকে শ্বাসরোধ করে খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ইসলামপুরে আগুরসিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত ওই ব্যক্তির নাম মহম্মদ নৌসাদ (৩০)। বাড়ি ওই এলাকায়। সকালে বাড়ি থেকে দূরে বাঁশঝাড়ে দেহ উদ্ধার হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.