নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
‘অসুস্থতা’র কারণ দেখিয়ে ফালাকাটা সুভাষ কলোনির বাসিন্দা এক শিক্ষক দম্পতি প্রায় দেড় বছর ধরে অনুপস্থিত থাকায় দু’টি স্কুলে সমস্যা দেখা দিয়েছে। জেলা শিক্ষা দফতর সূত্রের খবর, ফালাকাটা রাইচেঙ্গা বিদ্যানিকেতনের শিক্ষক আশিস দে এবং তাঁর স্ত্রী কামাক্ষাগুড়ি গার্লস হাই স্কুলের শিক্ষিকা সোমা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালের জুলাই মাস থেকে অনুপস্থিত। ক্লাস না নেওয়ায় নানা সমস্যা হচ্ছে স্কুল দু’টিতে। রাইচেঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার রায় বলেন, “শুনেছি নানা জায়গা প্রায় কয়েক লক্ষ টাকা ঋণ করার ফলে সমস্যায় পড়েছেন ওই শিক্ষক। তাঁর ঋণ নেওয়ার সময়ে যাঁরা জামিনদার ছিলেন তাঁদের কাছেও ব্যাঙ্কের নোটিশ আসছে। তা ছাড়াও কিছু সমস্যা হচ্ছে।”
একইভাবে কামাক্ষাগুড়ি গার্লস হাই স্কুলের সম্পাদক হরিমোহন সরকার জানান, সোমাদেবী স্কুলে একমাত্র অর্থনীতির শিক্ষিকা। তিনি দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পঠন পাঠন ব্যাহত হচ্ছে। আশিসবাবু কয়েকজন সহকর্মী জানান, ২০১১ সালে কামাক্ষাগুড়িতে আশিসবাবুর স্ত্রী জায়গা কিনে একটি ব্যাঙ্ক থেকে ১১ লক্ষ টাকা ঋণ নিয়ে বাড়ি বানাতে শুরু করেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষ সামান্য কয়েকটি কিস্তির টাকা পেলেও সেটাও বন্ধ হয়েছে। এক বছরের বেশি সময় ধরে ফালাকাটা স্টেট ব্যাঙ্ক থেকে ঘর মেরামতির নামে একে অপরের জামিনদার হয়ে ওই দম্পতি উভয় ২ লক্ষ ২০ হাজার টাকা ঋণ নেন। সুদে আসলে ওই ঋণ এখন অনেক। ব্যাঙ্ক ম্যানেজার এস আর নায়েক বলেন, “ওই দু’জনকে খোঁজা হচ্ছে। শীঘ্রই আইনি প্রক্রিয়া শুরু হবে।”
আশিসবাবুর ভাই দীপকবাবু ঋণের বোঝার জন্য স্কুলে গরহাজিরার অভিযোগ উড়িয়ে দেন। তিনি জানান, তাঁর দাদা-বৌদি কলকাতায় শ্বশুরবাড়িতে রয়েছেন। তাঁর দাবি। “শাশুড়ির অসুস্থতার কারণে দাদা কলকাতায় রয়েছেন।” |