নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এক রাতে একাধিক চুরির অভিযোগ উঠেছে প্রধাননগরে। বুধবার রাতে ঘটনাগুলি ঘটে প্রধানগরের ডিভিডি কলোনিতে। পুলিশ সূত্রের খবর, ওই এলাকায় একটি অ্যাপার্টমেন্টের তালা ভেঙে দুটি বাইক নিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। তারা একটি দোকানের সাটার ভেঙে চুরির চেষ্টাও করে। ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সিপিএমের শিলিগুড়ি জোনাল কমিটির সম্পাদক মুকুল সেনগুপ্তের অভিযোগ, ওই তিনটি জায়গায় ছাড়াও একটি মুদির দোকান ও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা। শিলিগুড়ি থানা, এনজেপি এলাকাতেও চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে।
মুকুলবাবু বলেন, “বেশ কিছুদিন ধরেই এলাকায় চোরের উপদ্রব শুরু হয়েছে। পুলিশের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। পুলিশ কর্তাদের কাছে আর্জি জানানো হয়েছে।” পুলিশ জানিয়েছে, দু’টি বাইক চুরির অভিযোগ জমা পড়েছে। একটি দোকানেও চুরির চেষ্টার অভিযোগ হয়েছে। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার ও জি পাল বলেন, “দিন কয়েক আগে চুরির ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়। বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। আরও যারা চুরির ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।” পুলিশ সূত্রের খবর, যে অ্যাপার্টমেন্ট থেকে দুটি বাইক চুরি হয়েছে সেখানে একজন নিরাপত্তারক্ষী রয়েছেন। ওই নিরাপত্তরক্ষী পুলিশকে জানিয়েছে, রাত আড়াইটা পর্যন্ত তিন নজরদারি করেছেন। সে সময় বাইক দুটি সেখানে ছিল। তার পরে তিনি একটি ঘরে ঘুমোতে যান। সকালে চুরির ঘটনা বুঝতে পারেন। পুলিশের সন্দেহ, ভোর রাতের দিকে দুষ্কৃতীরা গ্রিলের তালা ভেঙে অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে বাইক দুটি চুরি করে। ওই দুষ্কৃতী দলটি দোকানের সাটার ভাঙার চেষ্টা করে। দিন কয়েক আগে প্রধাননগর থেকে অনুপম দাস এবং সমীরণ শর্মা পাঠক নামে দুই যুবককে গ্রেফতার করে প্রধাননগর ও এনজেপি ফাঁড়ির পুলিশ। তাদের সঙ্গে আরও কিছু দুষ্কৃতীর যোগাযোগ রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। তারা এ দিনের চুরিতে জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ। |