দুই তরুণীকে ধর্ষণ, খুনের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ধর্ষণের পর দুই তরুণীকে খুন করে ক্যানালের জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার বিকালে ফাঁসিদেওয়ার মহানন্দা ক্যানাল থেকে ওই দুই তরুণীর দেহ উদ্ধার করা হয়। তাঁদের নাম মোমিনা খাতুন (১৯) ও সাইনা খাতুন (১৪)। তাঁরা খুড়তুতো বোন। বাড়ি চটহাটের বহির্গজ এলাকায়। ২ ডিসেম্বর রবিবার থেকে তাঁরা নিখোঁজ ছিলেন। মৃতের পরিবারের পক্ষ থেকে ফাঁসিদেওয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দার্জিলিংয়ের পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও খুনের মামলা হয়েছে। ওই গ্রামের দুই যুবকের নামে অভিযোগ জমা পড়েছে। পুলিশ গ্রামে গিয়েছিল। তারা পলাতক। দ্রুত তাদের ধরা হবে।” দেহ দুটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের এক কর্তা জানান, সম্ভবত দু’দিন আগে তাঁদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে বিষয়টি স্পষ্ট হবে। মোমিনার বিয়ে হয়েছিল মাটিগাড়ায়। তিন মাস আগে মোমিনার স্বামীর মৃত্যু হয়। তার পর থেকে সে বহির্গজে তাঁর দাদা মহম্মদ মকসেদের বাড়িতে থাকত। তাঁদের প্রতিবেশী সাইনা। সে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত। পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে, এলাকার দুই যুবকের সঙ্গে তাঁদের সম্পর্ক ছিল। পুলিশ জানতে পেরেছে, তা নিয়ে মাঝে মধ্যে অশান্তি হত। গত ২ ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় দুই তরুণী। পরিবারের লোকেরা ফাঁসিদেওয়া থানায় অভিযোগ দায়ের করেন। মহম্মদ মকসেদের অভিযোগ, এলাকার দুই যুবক ওই দুই তরুণীকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। ফাঁসিদেওয়ার কংগ্রেস নেতা আইনুল হক বলেন, “পুলিশ যাতে দ্রুত তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয় সে ব্যপারে কথা বলব।” |
২ লক্ষ টাকা লুঠে ধৃত তিন অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় এক গাড়ি চালক সহ ৩ জনকে পুলিশ গ্রেফতার করে। বৃহস্পতিবার কালচিনি থেকে ওই ৩ জনকে পুলিশ ধরে। বুধবার বিকেল ৫টা নাগাদ জয়গাঁ থেকে গাড়ি ভাড়া নিয়ে নকশালবাড়ি যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। নকশালবাড়ির ব্যবসায়ী মহম্মদ মুস্তাক দলসিংপাড়ার কাছে মোটরবাইকে চেপে দুই যুবক গাড়ির সামনে দাঁড়ায়। ধমক দিয়ে তাঁর কাছ থেকে ২ লক্ষ টাকা কেড়ে পালায়। রাতে মহম্মদ মুস্তাক জয়গাঁ থানায় ছিনতাইয়ের অভিযোগ জানান। মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বচাঁদ ঠাকুর জানান, পুলিশ ভাড়া গাড়ির চালককে জেরা করে। বৃহস্পতিবার চালক ইউসুফ আলি, মোবারক শেখ ও সমীর বড়াইককে ধরা হয়েছে। |
মোর্চার সভা
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
আগামী ১৫ ডিসেম্বর দার্জিলিঙের গোর্খা জনমুক্তি মোর্চা একটি জাতীয় পর্যায়ের আলোচনা সভা আয়োজন করছে। বৃহস্পতিবার পাহাড়ের জামুনিতে দলীয় দফতরের বিশেষ বৈঠক হয়েছে। মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি জানিয়েছেন, গোর্খাদের সামাজিক অবস্থান, পরিচিতি, সমস্যা নিয়ে সেমিনার হবে। ২২ টি রাজ্যের প্রতিনিধিরা এতে অংশ নেনে। |
দ্ধার অপহৃতা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অপহরণের ২০ দিনের মাথায় বেনারস থেকে দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে তাকে শিলিগুড়ি থানায় নিয়ে আসা হয়। অভিযুক্তকে ধরেছে পুলিশ। ধৃতের নাম অমরনাথ প্রসাদ। বাড়ি ভক্তিনগর থানার সূর্য সেন কলোনিতে। অমরনাথের মেয়ের সঙ্গে পড়াশোনা করত ওই ছাত্রী। সেই সুযোগকে কাজে লাগিয়ে অমরনাথ তাঁকে ফুঁসলিয়ে অপহরণ করে। |
মিরিকে বন্ধের ডাক
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
এক দলীয় কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে মিরিক ব্লকে বন্ধ ডাকল গোর্খা জনমুক্তি যুব মোর্চা। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে আচমকা ওই অনির্দিষ্টকালের বন্ধের ঘোষণা করা হয়েছে। |