টুকরো খবর
জয়ী টিএমসিপি
বিনা প্রতিদ্বন্দ্বিতায় রঘুনাথপুর শিল্প প্রশিক্ষণকেন্দ্রের (আইটিআই) ছাত্র সংসদ ফের দখলে রাখল তৃণমূল ছাত্র পরিষদ। আজ, শুক্রবার ওই আইটিআইয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু, কোনও আসনেই প্রার্থী দিতে পারেনি এসএফআই। ছাত্র সংসদের ২৬টি আসনে শুধু প্রার্থী দিয়েছে টিএমসিপি। কলেজের অধ্যক্ষ অভিজিৎ কুণ্ডু জানান, ছাত্র সংসদের আসনগুলিতে এক জন করেই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্ক্রুটিনির পরেও দেখা গিয়েছে, আসন পিছু এক জন প্রার্থী রয়েছেন। এই আইটিআইয়ে দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ এসএফআইয়ের দখলে ছিল। কিন্তু, গত তিন বছর ধরে এখানে নির্বাচনে জিতছে টিএমসিপি। শেষ দু’বছরে প্রার্থীই দিতে পারেনি এসএফআই। ফলে এ বারও বিনা লড়াইয়ে জয়ী হয়েছে টিএমসিপি। এসএফআই নেতৃত্বের অভিযোগ, টিএমসিপির সন্ত্রাসের জন্যই তাঁরা প্রর্থী দিতে পারেননি। যদিও টিএমসিপির নেতা সুকুমার রায় বলেন, “রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই রঘুনাথপুর এলাকায় সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে পড়েছে এসএফআই। তাদের সদস্যরা বর্তমানে আমাদের সংগঠনে চলে এসেছে। কোনও প্রার্থী দিতে না পেরে এসএফআই ভিত্তিহীন অভিযোগ করছে।”

ভোট স্থগিত
ছাত্র সংসদ নির্বাচন স্থগিত পুরুলিয়ার কলেজগুলিকে সম্প্রতি নির্দেশ দিয়েছে সিধো-কানহু-বীরসা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যলয় সূত্রের খবর, সম্প্রতি রাজ্য উচ্চশিক্ষা দফতর থেকে বিশ্ববিদ্যলয়কে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের ছাত্র সংসদ বির্বাচন সংক্রান্ত মতামত জানানো হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক কন্ট্রোলার সুবলচন্দ্র দে জানান, অ্যাডভোকেট জেনারেল এই সময়ে কলেজগুলির ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখার পক্ষে মতামত দিয়েছেন। তিনি বলেন, “উচ্চশিক্ষা দফতরের ওই চিঠি পাওয়ার পরে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছিল। প্রশাসনও নির্বাচন স্থগিত রাখার বিষয়েই মত দিয়েছে।” ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই পুরুলিয়ার কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যায়। কিছু কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, এ মাসের প্রথম দিকেই নির্বাচন স্থগিত রাখা সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের নির্দেশ আসার পরে তা ছাত্র সংগঠনগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় মৃত দুই
লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে বিষ্ণুপুর-আরামবাগ রাস্তায়, জয়পুর বন দফতরের অফিসের সামনে। মৃতেরা হলেন নব দে (৫০) ও প্রতিমা পাল(৪০)। দু’জনেই জয়পুর থানার চাতরা গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, লরিটি আটক করা হয়েছে। চালক পলাতক। দেহ দু’টি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.