আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত ২ |
আগ্নেয়াস্ত্র-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে বাসন্তীর চুনাখালি এলাকা থেকে ধৃতদের নাম সমীর বর্মণ ও নিমাই নায়েক। তারা এলাকারই বাসিন্দা। বুধবার দুপুরে স্থানীয় চুনাখালি বাজারে নির্মল ধর নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে ধৃতদের বিরুদ্ধে। নির্মলবাবুর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকেই গ্রেফতার করে। তাদের বাড়িতে তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় ৩টি পাইপগান ও ১১ রাউন্ড গুলি। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে। ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১। গৃহবধূকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম কামাল মোল্লা বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসন্তীর ভরতগড়ের আনন্দবাদের বাসিন্দা ওই গৃহবধূর স্বামী বুধবার রাতে বাড়িতে ছিলেন না। ওই গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। সেই সময় ঘরে ঢুকে কামাল মোল্লা ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
বকেয়া টাকা নিয়ে দেরির জেরে সুসংহত শিশু বিকাশ কেন্দ্রে ভাঙচুর করলেন প্রায় ৬০০ অঙ্গনওয়াড়ি কর্মী। বৃহস্পতিবার, মধ্যমগ্রামে। পুরকর্মীদের অভিযোগ, মাইকেলনগরের অঙ্গনওয়াড়ি কর্মী দীপিকা পঞ্চানন অসুস্থ থাকাকালীন তাঁর বেতনের জন্য এক জনকে ‘অথরাইজ’ করেন। তবু বেতন পাননি। তাঁর মৃত্যুর পরেও বেতন নিয়ে টালবাহানা চলে। কেন্দ্রের প্রকল্প আধিকারিক মিত্রা দত্ত অবশ্য বলেন, “যথাযথ উপায়ে আবেদন হয়নি বলে টাকা দেওয়া যায়নি।” |