ডার্বি ম্যাচের আগে দু’রকম ছবি দুই শিবিরে। ইস্টবেঙ্গলে যখন ফুরফুরে মেজাজ পেন-মেহতাবদের, তখন কোচের নির্দেশে মুখে কুলুপ ওডাফাদের।
৯ ডিসেম্বরের মরসুমের প্রথম বড় ম্যাচে ওডাফাকে সামলানোর ভার মূলত থাকবে উগা ওপারার উপর। সে ভাবেই ডার্বির ছক কষছেন না কি ট্রেভর মর্গ্যান। কিন্তু মোহনবাগান গোলমেশিনকে আলাদা করে গুরুত্ব দিতে রাজি নন ওপারা। ম্যাচের তিন দিন আগে লাল-হলুদ স্টপার বলে দিলেন, “ওডাফা ভাল স্ট্রাইকার। সন্দেহ নেই। তবে আমি ওকে আলাদা গুরুত্ব দিচ্ছি না। ওডাফা আমার কোনও দিনই দুঃস্বপ্ন নয়।”
ডার্বির আগে ওডাফাকে কার্যত চ্যালেঞ্জই ছুড়ে দিচ্ছেন উগা। এই মুহূর্তে মোহনবাগানের একমাত্র ভরসা নাইজিরীয় স্ট্রাইকার। ওডাফাকে সামনে রেখেই রবিবারের জন্য নিজের ঘুঁটি সাজাচ্ছেন করিম। যদিও এ দিন সকালে পুরোদমে অনুশীলন করেননি মোহনবাগান সমর্থকদের আশার বাতি ‘কিং কোবরা’। করিম জানিয়েছেন, পাঁজরের ব্যথা এখনও সারেনি ওডাফার। শুক্রবার থেকে দলের সঙ্গে অনুশীলন করবেন তিনি।
অনুশীলনে পাল্টা চালও মর্গ্যান তৈরি করতে শুরু করছেন। অনুশীলন দেখে মনে হল ওডাফার কাছে বল যাওয়ার সাপ্লাই লাইনটাই কেটে দিতে চাইছেন ব্রিটিশ কোচ। আর এই ভারটা পড়েছে মেহতাব হোসেনের ওপর। লাল-হলুদ মিডিও বললেন, “ওডাফা একা নয়, পুরো মোহনবাগান দলকেই গুরুত্ব দিতে হবে।” ওপারা-মেহতাবদের কথার রেশ টেনেই পেন বললেন, “ওডাফাকে বাড়তি গুরুত্ব দেওয়ার কোনও মানে নেই।”
গত মরসুমে ডার্বিতে একটা ম্যাচেও জয় না পাওয়ার যন্ত্রণাটা ইস্টবেঙ্গলের রয়ে গিয়েছে ষোলো আনা। ওপারা তো বলেই ফেললেন, “যে কোনও মূল্যে রবিবার জিততেই হবে।” অন্যদিকে এডে চিডিও ডার্বিতে আরও একটা ইতিহাস গড়ার জন্য মুখিয়ে আছেন। বৃহস্পতিবার অনুশীলনের পর বললেন, “আমি জানি ডার্বির গুরুত্ব কী। আমার কাছে সবার প্রত্যাশাও অনেক বেশি। সেটা পূরণ করতেই হবে।” টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকায় স্বাভাবিক ভাবেই ইস্টবেঙ্গল আত্মবিশ্বাসী। অনুশীলনেও সেই ছাপ স্পষ্ট। ডার্বির আগে ফুটবলারদের চাপ কমাতে সচেষ্ট মর্গ্যান। তবে মোহন-কোচ করিম যখন নিজেদের আন্ডারডগ বলছেন তখন ফুটবলারদের কাছে মর্গ্যানের বার্তা, “বাড়তি চাপ নিও না। সব দায়িত্ব আমার। তোমরা শুধু নিজেদের খেলাটা খেল।”
আই লিগ টেবিলে খারাপ জায়গায় থাকার কারণেই সম্ভবত মোহনবাগান তেমন খোলামেলা নয়। টোলগে নেই। তার উপর চোট-আঘাত। সবুজ-মেরুনে চাপের পরিবেশ। ইচেকে বড় ম্যাচে পাওয়ার সম্ভাবনা নেই। তবে বাকি ফুটবলারদের চোট অনেকটাই সেরেছে। মরোক্কান কোচ অবশ্য চোট নিয়ে ধোঁয়াশা রাখছেন। বললেন, “এখনই এ ব্যাপারে কিছু বলা যাবে না। শনিবার সকলকে চূড়ান্ত ভাবে পরীক্ষার পরে দল বাছব।” |