|
|
|
|
কর সংস্কারে ভরসা বাঙালি |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
অর্থ মন্ত্রকে আগামী বছরের বাজেটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কয়েক দিনের মধ্যেই শিল্প মহলের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন পি চিদম্বরম। তার আগে অর্থনীতিবিদ পার্থসারথি সোমকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হল। অর্থ মন্ত্রকের কর্তারা বলছেন, আর্থিক সংস্কার বা উদারনীতি নিয়ে চিদম্বরমের সঙ্গে
|
পার্থসারথি সোম |
পার্থসারথির মতাদর্শগত পার্থক্য নেই। আবার প্রধানমন্ত্রীরও পছন্দের মানুষ পার্থসারথি। ফলে প্রধানমন্ত্রীর সচিবালয় ও অর্থ মন্ত্রকের মেলবন্ধনে সংস্কারের প্রক্রিয়া এ বার আরও গতি পাবে বলেই মনে করা হচ্ছে।
ইউপিএ-সরকারের প্রথম জমানাতেও চার বছর চিদম্বরমের উপদেষ্টা ছিলেন পার্থসারথি। এ বার অবশ্য তাঁকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রক সূত্রের বক্তব্য, সংশোধিত প্রত্যক্ষ কর বিধি এবং ভারতের বাইরে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে কর কাঠামো নিয়ে শিল্পমহলের প্রতিক্রিয়া বাজেটের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। গত বাজেটে প্রণব মুখোপাধ্যায় ভোডাফোন-হাচিনসের মতো ব্যবসায়িক লেনদেনকে করের আওতায় আনতে আয়কর আইনে সংশোধন করেছিলেন। নতুন নিয়মাবলি (জেনারেল অ্যান্টি-অ্যাভয়ডেন্স রুল্স) তৈরি করে বলা হয়েছিল, ভারতে ব্যবসা থাকলে ভারতীয়, অনাবাসী বা বিদেশি সবাইকেই ব্যবসায়িক লেনদেনের জন্য কর জমা করতে হবে। লেনদেন বিদেশের মাটিতে হলেও তা করের আওতায় আসবে। শিল্পমহলে তীব্র প্রতিক্রিয়ায় তা স্থগিত করা হয়।
এ বিষয়ে বিনিয়োগকারীদের অনিশ্চয়তা কাটাতে পার্থসারথিকেই বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই সোম কমিটির রিপোর্ট জমা পড়েছে। অর্থ মন্ত্রকের কর্তারা বলছেন, মূল্যযুক্ত কর ও পণ্য-পরিষেবা কর চালু করার ক্ষেত্রেও পার্থসারথির ভূমিকা রয়েছে। কারণ তিনি রাজ্যের অর্থমন্ত্রীদের এমপাওয়ার্ড কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য। অসীম দাশগুপ্ত ওই কমিটির চেয়ারম্যান থাকাকালীনই পণ্য-পরিষেবা কর নিয়ে আলোচনা শুরু হয়। তখনই এই কর ব্যবস্থা নিয়ে প্রথম রিপোর্ট জমা পড়ে অর্থ মন্ত্রকে। আবার প্রধানমন্ত্রীর বাণিজ্য ও আর্থিক সম্পর্ক বিষয়ক কমিটিরও স্থায়ী সদস্য পার্থসারথি।
অর্থ মন্ত্রকের কর্তারা বলছেন, এক দিকে প্রত্যক্ষ কর বিধি, অন্য দিকে পণ্য-পরিষেবা কর চালু করে কর ব্যবস্থার সংস্কার করতে চাইছে সরকার। আবার কর আদায়ের ক্ষেত্রে অতিরিক্ত কঠোর মনোভাব নিতে গিয়ে শিল্প মহলের আস্থাও হারাতে চাইছেন না মনমোহন সিংহরা। তাই তাঁরা মনে করছেন, গোটা বিষয়টিই পার্থসারথির নখদর্পণে হওয়ায় এ ক্ষেত্রে তিনিই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন। |
|
|
|
|
|