|
|
|
|
ধৃত অকালি নেতা |
মেয়েকে বাঁচাতে গিয়ে খুন পুলিশকর্মী |
সংবাদসংস্থা • অমৃতসর |
মেয়েকে রাজনীতিকের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন পঞ্জাব পুলিশের অফিসার। অভিযোগ, প্রকাশ্যেই তাঁকে শাসক অকালি দলের তরুণ নেতা রণজিৎ সিংহ রানা গুলি করেছেন। রণজিৎ গ্রেফতার হলেও স্বস্তি পায়নি নিহত পুলিশ অফিসার রবীন্দ্রপল সিংহের পরিবার। রবীন্দ্রপলের মেয়ের দাবি, বাবার খুনিকে তাঁর সামনে হাজির করা হোক। তাকে তিনি নিজে গুলি করবেন।
|
রবীন্দ্রপল সিংহ |
অমৃতসরের পুলিশ কমিশনার রাম সিংহ জানিয়েছেন, ঘরিন্দা থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর রবীন্দ্রপল সিংহের মেয়ে অমৃতসরের একটি ব্যাঙ্কে চাকরি করেন। গত কয়েক দিন ধরে অফিসে যাওয়ার পথে তাঁকে উত্ত্যক্ত করতেন রণজিৎ ও তাঁর সঙ্গীরা। বিষয়টি জানতে পেরে বুধবার মেয়েকে নিয়ে রণজিতের বাড়ি যান রবীন্দ্র। মেয়েকে উত্যক্ত করা নিয়ে সেখানেই রণজিৎকে হুঁশিয়ারি দেন তিনি। অভিযোগ, মেয়ের সামনেই তাঁর বাবার পায়ে গুলি চালিয়ে দেন অকালি নেতা। রবীন্দ্রের মেয়েরও হাতে গুলি লাগে। রবীন্দ্রপলকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে অনেকের সামনে রাস্তাতেই তাঁর উপরে ফের হামলা চালান রণজিৎ। এ বার রবীন্দ্রের বুকে গুলি করেন তিনি। হাসপাতালে রবীন্দ্রকে মৃত ঘোষণা করা হয়। বার বার ফোন করা সত্ত্বেও অনেক দেরিতে আসে স্থানীয় পুলিশ। অমৃতসরের বাসিন্দাদের প্রশ্ন, এক জন পুলিশ অফিসার এ ভাবে খুন হলে সাধারণ মানুষের কী হবে।
বিষয়টি নিয়ে হইচই হওয়ার পরে অবশ্য গা ঢাকা দেন অকালি দলের অমৃতসর শাখার সাধারণ সম্পাদক রণজিৎ। পরে তারণ তারাণ জেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন তাঁর তিন সঙ্গীও। তাঁদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।ইভটিজিং নিয়ে সম্প্রতি কড়া অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট।
ইভটিজিং রুখতে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মস্থান, বাস স্ট্যান্ডের মতো জায়গায় সাদা পোশাকের পুলিশ মোতায়েন করতে সব রাজ্যকে নির্দেশ দিয়েছে কোর্ট। পঞ্জাবের এই ঘটনা ইভটিজিং নিয়ে ফের গুরুতর প্রশ্ন তুলে দিল। পুলিশ সূত্রে খবর, রণজিতের অতীত ইতিহাসও গোলমেলে। আগে বহু বার তাঁর বিরুদ্ধে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ উঠেছে। কিন্তু, অমৃতসরে তাঁর প্রভাবের ফলে রণজিৎকে দলের সম্পদ বলে মনে করতেন অকালি নেতৃত্ব। তিনি রাজস্বমন্ত্রী বিক্রম সিংহ মাজিথিয়া ও বিজেপি সাংসদ নভজ্যোৎ সিংহ সিধুর বিশেষ ঘনিষ্ঠ।
ঘটনাটি নিয়ে স্পষ্টতই অস্বস্তিতে অকালি দল। সম্প্রতি ফিরোজপুরে নাবালিকা-অপহরণের অভিযোগ উঠেছিল অন্য এক অকালি নেতার বিরুদ্ধে। তার পরেই অমৃতসরের এই ঘটনায় শাসক দলের কড়া সমালোচনা করেছে বিরোধী কংগ্রেস। এ ক্ষেত্রে অবশ্য দ্রুত ব্যবস্থা নেন অকালি নেতৃত্ব। রণজিৎকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অকালি নেতৃত্ব জানিয়েছেন, রণজিৎকে রেয়াৎ করা হবে না। |
|
|
|
|
|