শুরু হল ইনফোকম |
মোবাইল-ইন্টারনেটের মিলনেই নয়া প্রজন্মের স্ক্রিনএজার |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অভিধানে যুক্ত হল নতুন একটি শব্দ। ‘স্ক্রিনএজার’। অনেকটা ‘টিনএজার’-এর মতো। প্রায় একই উচ্চারণ বিশিষ্ট দু’টি শব্দের মধ্যে যোগসূত্র তৈরি করে দিয়েছে প্রযুক্তি। হয় মোবাইল ফোনের স্ক্রিনে চোখ।
নয় ল্যাপটপ বা টেলিভিশনের পর্দায় চোখ। ‘টিন এজ’ বা বয়ঃসন্ধির সময়ে স্ক্রিনে চোখ রাখার টান প্রায় অদম্য হয়ে দাঁড়ায়।
|
র্যাল্ফ সাইমন |
বৃহস্পতিবার কলকাতায় বিজনেস ওয়ার্ল্ড আয়োজিত ইনফোকম ২০১২-র প্রথম দিনে নতুন এই শব্দ দিয়েই বক্তব্য শুরু করলেন মোবাইল রিং টোন-এর জনক র্যাল্ফ সাইমন। অনুষ্ঠানের থিম ‘মোবিলিটি’ নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে তিনি বলেন, “টেলিকম ও ইন্টারনেটকে পৃথক যোগাযোগ মাধ্যম হিসেবে ভাবা যাবে না। বিভিন্ন স্ক্রিন এখন মিলেমিশে যাচ্ছে।’’ এ প্রসঙ্গেই তিনি তুলে আনেন ‘স্ক্রিনএজার’ শব্দটি। শুধুই কথা বলা, শোনা বা মেসেজ পাঠানো নয়। ঘড়িতে সময় দেখা, ক্যামেরায় ছবি তোলা, গান শোনা বা সিনেমা দেখা সমস্ত স্ক্রিন বা পর্দা একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। হাতিয়ার মোবাইল ফোন ও ইন্টারনেটের মিলন। মোবিলিটি-র দুনিয়ায় উদ্ভাবনী শক্তি দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ কোন স্তরে নিয়ে যাওয়া যায়, তার উদাহরণ হিসেবে র্যাল্ফ টেনে আনেন অ্যাপলের কথা। |
|
ইনফোকমের উদ্বোধনে রাজ্যপাল এম কে নারায়ণন। |
এ দিন ইনফোকমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন। মোবিলিটি নিয়ে তাঁর ব্যাখ্যাও র্যাল্ফ সাইমনের সঙ্গে মিলে গেল। তিনি বলেন, “সব প্রযুক্তির সংহত প্রয়োগই মোবিলিটি। প্রযুক্তি ও ইন্টারনেট খুলে দিয়েছে নতুন নতুন সুযোগ। এর ফলে শিক্ষা জগতেও তৈরি হয়েছে নয়া সম্ভাবনা।” তথ্যপ্রযুক্তির দৌলতে দৈনন্দিন জীবনের বহু পরিষেবা হাতের নাগালে এসেছে। এ কথা জানানোর পাশাপাশি রাজ্যপাল তুলে আনেন তথ্যপ্রযুক্তির উল্টো পিঠও। তিনি জানান, তথ্যপ্রযুক্তির হাত ধরেই পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধির রমরমা দেখা গিয়েছে। একই সঙ্গে মনে করিয়ে দেন শুধু মাত্র তথ্যপ্রযুক্তির উন্নয়নই সব নয়। উৎপাদন ও পরিকাঠামো শিল্পের উন্নয়ন ছাড়া সাধারণ মানুষের কাছে সব পরিষেবা পৌঁছে দেওয়া অসম্ভব। |
|
বৃহস্পতিবার ইনফোকম প্রদর্শনী ঘুরে দেখলেন রাজ্যপাল
এম কে নারায়ণন। গেলেন রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার স্টলেও। |
তথ্যপ্রযুক্তি শিল্পে ভারত বিশেষ স্থান করে নিয়েছে। এই প্রশংসার পাশাপাশি নারায়ণনের দাবি, গবেষণায় নজর না-দিলে উন্নতমানের কাজে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে ভারত। এবং এই আশঙ্কার পাশাপাশি সাইবার দুনিয়ার বিভিন্ন সমস্যার কথাও উল্লেখ করেন তিনি। তথ্যপ্রযুক্তির দুনিয়ায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দিনের শুরুতে মোবিলিটি নিয়ে আলোচনা যে-দিকে হেঁটেছে সেই পথ ধরেই এগিয়েছে পরবর্তী আলোচনা পর্ব। ইনফোসিসের অন্যতম কর্তা রঘু কাভালে জানান, ব্যবসার ক্ষেত্রে ‘মোবিলিটি’কে পাখির চোখ করে এগোচ্ছে তাঁর সংস্থা। তিনি বলেন, “ভারতীয় ডাকঘরের দেড় লক্ষের বেশি শাখায় মোবাইল পেমেন্ট ব্যবস্থা তৈরি করছি আমরা। কারণ দেশের ৪০ শতাংশ মানুষ এখনও ব্যাঙ্কিং পরিষেবার আওতার বাইরে।”
|
—নিজস্ব চিত্র |
|