উচ্চ রক্তচাপের দাওয়াই
সংবাদসংস্থা • লন্ডন |
আপনি কি উচ্চ রক্তচাপের রুগি? তা হলে আপনি সচরাচর যে সময়ে ঘুমোতে যান, তার এক ঘণ্টা আগে শুয়ে পড়ুন। ছ’সপ্তাহের মধ্যেই ফল পাবেন। আমেরিকার হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষকদের করা এক সমীক্ষা থেকে এই তথ্য উঠে এসেছে। উচ্চ রক্তচাপের প্রাথমিক লক্ষণযুক্ত রুগিদের ছয় সপ্তাহ ধরে প্রতি রাতে এক ঘণ্টা বেশি ঘুমোতে বলেন গবেষকরা। দেখা যায়, তাঁদের রক্তচাপ আবার স্বাভাবিক মাত্রায় ফিরে এসেছে। উচ্চ রক্তচাপকেই হৃদ্রোগের অন্যতম মূল কারণ বলে মনে করা হয়।
|
আরও জমি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে |
সল্টলেকে ভগ্নস্তূপে পরিণত পুলিশ হাসপাতাল এবং লাগোয়া জমির অধিকার পেলেন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে এ কথা জানানো হয়। কয়েক বছর ধরে সল্টলেকের ডি-ডি ব্লকে এখনকার স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ভবনের পিছন দিকে ৩২৫০ বর্গমিটার জমিতে ভূতের বাড়ির মতো ভাঙাচোরা পুলিশ হাসপাতাল পড়ে আছে। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ জানান, ওই জমিতে বিশ্ববিদ্যালয়ের ১০তলা অ্যাকাডেমিক ভবন হবে। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের এখনকার বাড়িটি ভেঙে হবে আরও একটি ১০ তলা ভবন। সেটিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ চলবে। |