টুকরো খবর |
ধর্ষণ, খুনে গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
দু’মাস আগে এক কিশোরী কে গণধর্ষণ ও শ্বাসরোধ করে খুনের ঘটনায় পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ধৃতদের নাম অমিত চারগা ও সুনীল এক্কা। দুজনের বাড়ি রায়ডাক চা বাগানের শ্রমিক মহল্লায়। এর মধ্যে প্রথমজনকে পাঞ্জাবের আম্বালা ও দ্বিতীয়জনকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গত ২ অক্টোবর শামুকতলা থানার রায়ডাক চা বাগানের মুন্সি লাইনের ফুলরিয়া মিনজ (১৬) নামে এক কিশোরী নিখোঁজ হয়। দুদিন পরে রায়ডাক চা বাগানের মধ্যে ওই কিশোরীর মৃতদেহ দেখতে পেয়ে বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তে পাঠায়র্। পুলিশ জানতে পারে ওই কিশোরীকে ধর্ষণ এবং শ্বাসরোধ করে খুন করা হয়েছে। আলিপুর দুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ওই কিশোরী মৃত্যুর ঘটনায় তদন্তে নেমে জানা যায়, গণধর্ষণের পরে প্রমাণ লোপাটের জন্য শ্বাসরোধ করে খুন করা হয়। এই ঘটনায় দুই যুবকের নাম উঠে আসে। অভিযুক্তরা ঘটনার পরেই পালিয়ে অন্য রাজ্যে গা ঢাকা দেয়। এর পরেই অভিযুক্তদের ধরতে পাঞ্জাব ও দিল্লীতে পুলিশের দল পাঠান হয় সেখান থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না তা জানতে তদন্ত করা হচ্ছে। ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে।
|
৫টি দোকান বন্ধ
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
সরকারি নিয়ম না মেনে ব্যবসা করায় পাঁচটি আলু বীজের দোকান বন্ধ করল কৃষি দফতর। মঙ্গলবার কৃষি দফতরের আধিকারিকরা ধূপগুড়ির বিভিন্ন দোকানে তল্লাশি চালান। চার মালিক সরকারের কয়েকটি নিয়ম মানছেন না বলে তাঁদের দোকান বন্ধ করে দেন। একটি দোকানের লাইসেন্স না থাকায় তা সিল করে দেওয়া হয়।
|
মৃত দুই ঠিকা-শ্রমিক
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
বিদুতের খুঁটিতে কাজ করতে গিয়ে মৃত্যু হল ২ জন ঠিকা শ্রমিকের। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে জয়গাঁ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিদুৎ দফতরের বিভাগীয় ম্যানেজার। আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বচাঁদ ঠাকুর জানান, মৃতদের নাম অমিত থাপা (২৫) ও মহম্মদ নাজিব আলি (২৪)।
|
রাস্তা আটক
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শ্মশানে যাওয়ার রাস্তা আটকে দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল ফাঁসিদেওয়া থানার ঘোষপুকুরের হেরোগাছে। মঙ্গলবার ঘটনাটি ঘটে। হেরোগছে এ দিন বসন্ত রায় (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়। তাঁকে স্থানীয় বাসিন্দারা শ্মশানে নিয়ে যাচ্ছিলেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার একটি মাঠের উপর দিয়ে শ্মশানে যান তাঁরা। সম্প্রতি ওই মাঠটি এলাকার এক ব্যক্তি বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে রেখেছেন। তাঁরা ওই বেড়া ভেঙে দেওয়ার দাবি করলে উত্তেজনা ছড়ায়। পরে ফাঁসিদেওয়ার বিডিও বীরুপাক্ষ মিত্র ঘটনাস্থলে যান। তিনি বলেন, “মৃতদেহ সৎকারের কাজে যাতে কোনও সমস্যা না হয় সে ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি নিয়ে বৈঠক ডাকা হয়েছে। তার পরেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
|
স্কুলে জয়ী বামেরা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিক্ষক ও শিক্ষাকর্মী প্রতিনিধি নির্বাচনে জয়ী হলেন বাম মনোভাবাপন্ন প্রার্থীরা। সম্প্রতি শিলিগুড়ির ফণীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে ওই নির্বাচন হয়। তিনজন শিক্ষক প্রতিনিধি ও একজন শিক্ষাকর্মী প্রতিনিধি নির্বাচন হয়। তাতে ৪টি আসনে জয়ী হয় বামেরা। আগামী ৯ ডিসেম্বর স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে।
|
চোর সন্দেহে ধৃত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
চুরির অভিযোগে ২ যুবককে ধরল পুলিশ। সোমবার রাতে এনজেপি ফাঁড়ি ও প্রধানগর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের ধরে। নাম অনুপম দাস এবং সমীরণ শর্মা পাঠক। তাদের বাড়ি প্রধাননগরে। ধৃতদের কাছ থেকে ৪টি ল্যাপটপ, একটি মোটরবাইক উদ্ধার করা হয়।
|
৬ ঘণ্টা ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বীরপাড়া |
আশ্বাস মিললেও বিদ্যুৎ পৌঁছয়নি, এই অভিযোগে আরএসপি-র কর্মী-সমর্থকরা বিদ্যুৎ বন্টনের অফিসে বিক্ষোভ দেখালেন। মঙ্গলবার বেলা ১১ টা থেকে টানা ৬ ঘণ্টা ধরে ওই ঘেরাও চলে। বীরপাড়া গ্রাম পঞ্চায়েতের টুকরা খাস বস্তির বাসিন্দাদের অভিযোগ, বহু আবেদনের পর সেখানে ২০১০ সালে প্রশাসনের পক্ষে ২৫০ জনের বাড়িতে বিদ্যুৎ পৌঁছনোর আশ্বাস দেয় প্রশাসন। বিডিও পৌঁছলে ক্ষোভ আরও বাড়ে। পরে জেলাশাসকের নির্দেশে ৭ ডিসেম্বর মহকুমাশাসক বিষয়টি নিয়ে সব পক্ষকে নিয়ে আলোচনার আশ্বাস দিলে বিকালে অবরোধ তোলা হয়।
|
অবস্থান-বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
দুমাস ধরে মাইনে বন্ধ থাকায় বিএসএনএল অফিসে অবস্থান বিক্ষোভ করলেন ঠিকা শ্রমিকরা। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য টেলিফোন দফতরের বিদ্যুৎ বিভাগের শ্রমিকরা অবস্থান শুরু করেন। বিষয়টি উচ্চপদস্থ কর্তাদের জানিয়েছেন আধিকারিকরা।
|
‘আনন্দ-পাঠ’ |
|
এ যেন সত্যিকারের এক আদর্শ স্কুল। যেখানে প্রধান শিক্ষক নিজে হাতে-কলমে শিশুদের শেখান সব কিছুই। ছাত্রছাত্রীরা দেওয়ালে আঁকা ছবি দেখে কেমন করে চক্রাকারে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে তা বুঝে নেয়। আঁশ ও আঁশবিহীন মাছের রহস্য জেনে নেয় মাস্টার মশাইয়ের কাছ থেকে। মাছেদের সঙ্গে পরিচয় করাতে স্কুলে তৈরি হয়েছে দুটি বড় অ্যাকোরিয়ম। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পূর্ব কাঠালবাড়ি প্রাথমিক স্কুলে গেলে এমনই ‘আনন্দ-পাঠ’-এর দৃশ্য দেখা যাবে। তাই স্কুলের প্রধান শিক্ষক রতন চৌধুরী (ইনসেটে) পেয়েছেন ‘শিক্ষা রত্ন’ পুরস্কার। স্কুলটিকে ‘নির্মল বিদ্যালয়’ ও ‘শিশু মিত্র’ পুরস্কার দিয়েছে রাজ্য সরকার। জলদাপাড়া লাগোয়া ওই স্কুলে তিন গ্রামের মোট ২২৩ জন ছাত্র ছাত্রী ও চার জন শিক্ষক রয়েছেন সেখানে।
|
ছবি ও তথ্য: রাজকুমার মোদক। |
|