নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাস-মিনিবাস বা ট্যাক্সি-ট্রাম-লঞ্চের মতো এ বার অটোরিকশার ভাড়াও তারা ঠিক করে দেবে বলে কলকাতা হাইকোর্টকে জানিয়ে দিল রাজ্য সরকার। মঙ্গলবার হাইকোর্টে অটোর ভাড়া সংক্রান্ত একটি মামলায় যোগ দিয়ে সরকার পক্ষের আইনজীবী এ কথা জানান। তবে তাঁর বক্তব্য, সরকারের পক্ষে এখনই গোটা রাজ্যে অটোর ভাড়া ঠিক করে দেওয়া সম্ভব নয়। আদালত রাজ্য সরকারকে ১৭ ডিসেম্বর হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে।
দীর্ঘদিন ধরেই এ রাজ্যে অটোর ভাড়া ঠিক করে আসছে অটোচালক বা মালিকদের ইউনিয়ন। ফলে এক-একটি এলাকায় অটোর ভাড়া এক-এক রকম। যখন-তখন ভাড়াও বাড়িয়ে দেওয়া হয় মর্জিমাফিক। অথচ মোটরযান আইন অনুযায়ী গণপরিবহণের ভাড়া ঠিক করার কথা রাজ্যের। যেমনটা হয় অন্যান্য বাস, ট্যাক্সি, ট্রামের মতো গণপরিবহণের ক্ষেত্রে।
ভাড়া নিয়ে অটোর স্বেচ্ছাচারের বিরুদ্ধে হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা অসীম দাস-সহ কয়েক জন হাইকোর্টে আর্জি জানান, রাজ্যই যাতে অটোর ভাড়া ঠিক করে দেয়, আদালত তার ব্যবস্থা করুক। রমাপ্রসাদ সরকার নামে এক আইনজীবী একই মর্মে পৃথক একটি মামলা করেন। হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি প্রতাপ রায় গত সপ্তাহে প্রথম মামলাটির শুনানির সময় জানিয়ে দিয়েছিলেন, আইনগত ভাবে অটোর ভাড়া ঠিক করার দায়িত্ব রাজ্য সরকারেরই। তা ঠিক করার জন্য সরকারি আইনজীবীর আর্জি মেনে সরকারকে দু’দিন সময় দেন তিনি।
এ দিন সেই মামলা এবং নতুন মামলাটির শুনানির সময় সরকারি আইনজীবী পল্টু দেবরায় জানান, কিলোমিটার অনুযায়ী অটোর ভাড়া ঠিক করতে সরকারের কোনও আপত্তি নেই। তারা কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার অটোভাড়া কয়েক দিনের মধ্যেই ঠিক করে ফেলতে পারে। কারণ, ওই চার জেলায় অটো রুট, প্রতি রুটে দৈর্ঘ্য সংক্রান্ত যাবতীয় তথ্য সরকারের হাতে আছে। কিন্তু অন্য জেলাগুলির ক্ষেত্রে সরকারের কাছে সামগ্রিক অটো-চিত্র নেই। কারণ, অনেক জেলায় অটোর রুট বলে কিছু নেই। অনেক জেলা শহর বা আধা-শহরে কিছু অটো চললেও তাদের ব্যাপারে কোনও বাঁধাধরা নিয়ম নেই। তাই সরকারকে সব জেলায় অটোর ভাড়া ঠিক করতে হলে কিলোমিটার অনুযায়ী রুট চিহ্নিত করতে হবে। এই কাজ সময়সাপেক্ষ। সরকারের এই বক্তব্য শোনার পরে অস্থায়ী প্রধান বিচারপতি প্রতাপ রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ১৭ ডিসেম্বরের মধ্যে হলফনামা দিয়ে সরকারকে নিজেদের বক্তব্য জানাতে হবে। পরবর্তী শুনানি ১৮ ডিসেম্বর। |