১৫০০ কোটি ডলারের দ্বিপাক্ষিক মুদ্রা বিনিময় চুক্তি সই করল আরবিআই ও ব্যাঙ্ক অফ জাপান। ডলারের জোগান স্থিতিশীল রাখতে পরস্পরকে সাহায্য করবে দু’দেশ। জাপান টাকার বিনিময়ে আরবিআইকে ১,৫০০ কোটি ডলার পর্যন্ত দিতে পারবে। আর রিজার্ভ ব্যাঙ্ক ইয়েনের বদলে ওই পরিমাণ ডলার দিতে পারবে জাপানকে। ডলার জোগানে ভারসাম্য এনে দু’দেশের মুদ্রা বিনিময় হারে স্থিতি বজায় রাখাই চুক্তির লক্ষ্য। আগের চুক্তির মেয়াদ শেষ হয় ২০১১-এ।
|
ইন্দো-জার্মান বাণিজ্যিক সর্ম্পক সুদৃঢ় করতে ভারতীয় ব্যবসায়ীদের দীর্ঘ মেয়াদি ভিসা দেবে জার্মানি। ১০ ডিসেম্বর জার্মান রাষ্ট্রদূত কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করবেন। মঙ্গলবার মহাকরণে জার্মান দলের সঙ্গে বৈঠকের পরে এ কথা জানান অর্থমন্ত্রী অমিত মিত্র। খনি বিষয়ক বৈঠকে যোগ দিতে জার্মান দলটি এসেছে শহরে। তথ্যপ্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং-সহ রাজ্যে নানা শিল্পে আগ্রহী তারা।
|
লগ্নিকারীদের ২৭ হাজার কোটি টাকা ফেরত দেওয়ার দিনক্ষণ জানাতে সহারাকে এক দিন বাড়তি সময় দিল সুপ্রিম কোর্ট। সহারা গোষ্ঠীর দুই অভিযুক্ত সংস্থাকে মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছিল প্রধান বিচারপতি আলতামাস কবীরের নেতৃত্বাধীন বেঞ্চ। কিন্তু তা বুধবার করার আর্জি জানায় তারা। যা মঞ্জুর করে বেঞ্চ।
|
ভারতে ব্যাঙ্কিং ব্যবস্থার ভবিষ্যৎ মূল্যায়ন নেতিবাচকই রাখল মুডিজ। কারণ, মন্থর আর্থিক বৃদ্ধি, চড়া সুদ ইত্যাদি ব্যাঙ্কের মুনাফা কমাতে পারে। অর্থ মন্ত্রকের সঙ্গে বৈঠক উপলক্ষে এ কথা জানিয়েছে সংস্থা। অর্থ সচিবের অবশ্য দাবি, রাজকোষ ঘাটতি ৫.৩% বেঁধে রাখতে কেন্দ্র কৃতসংকল্প।
|
ফিনল্যান্ডের এসপু-তে প্রধান কার্যালয়টি বিক্রি করছে নোকিয়া। এক্সিলিয়নকে ১৭ কোটি ইউরোতে সেটি বিক্রি করে বাড়িটি লিজে নিয়ে সেখান থেকেই কাজ চালাবে তারা। |