টুকরো খবর
সক্রিয় জঙ্গি শিবির
সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিকাঠামো অটুট রয়েছে পাকিস্তানে। সীমান্তের শিবিরগুলিতে রয়েছে আড়াই হাজারের বেশি জঙ্গি। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এম রামচন্দ্রন লোকসভায় এ কথা জানান। তিনি জানান, পাক অধিকৃত কাশ্মীরে ২৫টি ও পাকিস্তানে ১৭টি জঙ্গি শিবির চলছে বলে ভারত খোঁজ পেয়েছে। কড়া নজরদারি থাকায় চলতি বছরে ২৪৯ বার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রোখা হয়েছে। গত বছর সংখ্যাটা ছিল ২৪৭।

লাল মসজিদ অভিযান কাণ্ডে নয়া কমিশন
লাল মসজিদে সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে সেনা-অভিযান নিয়ে তদন্তের জন্য একটি বিচারবিভাগীয় কমিশন গঠন করার সিদ্ধান্ত নিল পাকিস্তান সুপ্রিম কোর্ট। ২০০৭ সালের জুলাই মাসে তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের নির্দেশে এই সেনা-অভিযান ঘটেছিল। অভিযোগ, সন্ত্রাসবাদীদের ঘাঁটি হয়ে উঠেছিল লাল মসজিদ। নতুন এই কমিশনের কাজ হবে, অভিযানের সঠিক কারণ নির্ধারণ করা এবং নিহতদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া। তাঁদের মধ্যে কত জন পুরুষ ও কত জন মহিলা ছিলেন, কত জনের মৃতদেহ শনাক্ত করা গিয়েছে, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না, সে বিষয়েও বিস্তৃত তথ্য চেয়েছে আদালত। তার সঙ্গে সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, মৃতেরা সকলেই সন্ত্রাসবাদী ছিল কি না।

যমজ সন্তান নিয়ে জল্পনা
তবে কি যমজ সম্তানই আসতে চলেছে ব্রিটেনের রাজ পরিবারে? মঙ্গলবার সারাদিন এ নিয়েই চলল জোর জল্পনা। সোমবার বিকেলে ডাচেস অফ কেমব্রিজ ক্যাথরিন হাসপাতালে ভর্তি হওয়ার পরই জানাজানি হয়, প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন উইলিয়াম পত্নী কেট। এখন একেবারেই প্রাথমিক অবস্থা। তবে ‘মর্নিং সিকনেসে’ রীতিমতো কাবু হবু মা। এত বেশি বমি হচ্ছে যে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে প্রচুর জল। এমন কী খেতেও পারছেন না কিচ্ছুটি। চিকিৎসকেরা জানিয়েছেন, এই ‘মর্নিং সিকনেস’ যমজ বা এক সঙ্গে তারও বেশি সম্তান হওয়ার একটা ইঙ্গিত। হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে কেটের। আপাতত আরও কিছু দিন সেখানেই কাটাতে হবে তাঁকে।

উল্টো সুর
বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তদের নাম প্রকাশ করবেন বলে মন্তব্য করেও পিছু হটলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। ২০০৭-এর ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে নির্বাচনী প্রচারে আত্মঘাতী হামলায় নিহত হন বেনজির। রেহমানের মন্তব্য সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি এই মন্তব্য অস্বীকার করে টুইট করেন।

ভিসা সহজ
তিন বছর পর পর্যটন ভিসা নিয়ে বিধিনিষেধ কিছুটা শিথিল করল ভারত। বর্তমান নিয়মে দু’মাসের কম ব্যবধানে ভারতে আসার ভিসা পান না বিদেশি পর্যটক। সে নিয়ম আর থাকছে না। এখন যত বার খুশি আসা যাবে এ দেশে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.