টুকরো খবর
নিগ্রহের অভিযোগ
স্মারকলিপি দিতে যাওয়া নিয়ে অধ্যক্ষের সঙ্গে ছাত্র পরিষদের সদস্যদের ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছে। সোমবার শিলিগুড়ি কলেজে ওই ঘটনাকে কেন্দ্র করে অধ্যক্ষ নিগ্রহের অভিযোগ তুলে সরব হয় তৃণমূল ছাত্র পরিষদ। খবর পেয়ে পুলিশ যায়। অধ্যক্ষ মলয় করঞ্জাই বলেন, “ছাত্র পরিষদের সদস্যরা দফতরের বাইরে কিছু বলার জন্য অপেক্ষা করছিলেন। কাজ আছে বলে তাদের হাত দিয়ে সরিয়ে যেতে গেলে সামান্য ধাক্কা লেগেছে। অন্য কিছু নয়।” পুলিশকে অবশ্য তিনি খবর দেননি বলে জানিয়েছে। কলেজে গণতন্ত্রের পরিবেশ নষ্ট হচ্ছে বলে এ দিন অধ্যক্ষকে স্মারকলিপি দিতে গিয়েছিল এসএফআই ছাত্র সংঠন। সে সময় ছাত্র পরিষদের তরফেও শৌচাগারের সুষ্ঠু ব্যবস্থা, প্রথম বর্ষের ছাত্রদের গ্রন্থাগার থেকে ২ দিন বই বিলি-সহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি দিতে যায়। এসএফআইয়ের সদস্যরা ভিতরে থাকায় অধ্যক্ষের ঘরের বাইরে অপেক্ষা করতে থাকে ছাত্র পরিষদের সদস্যরা। এসএফআইয়ের স্মারকলিপি দেওয়ার পর অধ্যক্ষ অন্য কাজে বাইরে বেরিয়ে যাওয়ার সময় ছাত্র পরিষদের সদস্যরা পথ আটকায়। অধ্যক্ষ কাজ আছে বলে হাত দিয়ে তাদের সরিয়ে যেতে গেলে ধাক্কাধাক্কি হয়। এর পর অধ্যক্ষ কাজেও চলে যান। ছাত্র পরিষদের ইউনিট সভাপতি সহদেব রাই বলেন, “আমরা বাইরে দাঁড়িয়ে ছিলাম। অধ্যক্ষ আমাদের কথা শোনেননি। তবে তাকে আমাদের কেউ ধাক্কা দেননি। এসএফআই স্মারকলিপি দিতে গিয়েছিল। তাদের সঙ্গে কিছু ঘটেছে কি না বলতে পারব না।” এসএফআইয়ের অভিযোগ, ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা জড়ো হয়ে থাকায় অধ্যক্ষের ঘর থেকে বার হতে গিয়ে নিরাপত্তার অভাব বোধ করেন তাঁদের সমর্থক পড়ুয়ারা। পুলিশ তাঁদের উদ্ধার করে।

উন্নয়ন চায় সিপিএম
সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, পানীয় জল সরবরাহ-সহ পাহাড়ের সার্বিক উন্নয়নের দাবিতে গোর্খা টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) কর্তৃপক্ষকে স্মারকলিপি দেবেন স্থানীয় সিপিএম নেতৃত্ব। সোমবার দার্জিলিঙে সাংবাদিক বৈঠক করে তাঁরা এ কথা জানান। দার্জিলিঙের অন্যতম সিপিএম নেতা কে বি ওয়াটার বলেন, “১২ ডিসেম্বর জিটিএ প্রধান বিমল গুরুঙ্গের সঙ্গে দেখা করে তাঁকে বিস্তারিত জানাতে চাই। তাঁকে না পেলে জিটিএ’র নির্বাচিত কোনও জন প্রতিনিধির সঙ্গে দেখা করে পাহাড়ে উন্নয়নের দাবি জানাব।” অনুমতি পেলে তারা পাহাড়ে ওই দিন জনসভাও করতে চান। জিটিএ’র মাধ্যমে আপাতত পাহাড়ে শান্তি ফেরানোর প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন তাঁরা। তবে সিপিএম নেতৃত্ব মনে করছেন, জিটিএ’র মাধ্যমে পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। জিটিএ’র হাতে বিভিন্ন দফতরের কাজ করার ক্ষমতা থাকলেও আরও বেশি স্বায়ত্ত্বশাসন দেওয়া দরকার। না হলে পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধান বাস্তবায়িত হবে না। বর্তমানে যে ক্ষমতা দেওয়া হয়েছে তার সাংবিধানিক নিশ্চয়তা নেই। তা ছাড়া জিটিএ গড়ার ক্ষেত্রে যে চুক্তি করা হয়েছে তাতে নানা ভুল রয়ে গিয়েছে। ‘নীতি’ তৈরির ক্ষমতা তাদের হাতে নেই। বাস্তবে সরকারই সব পরিচালনা করছে। সে কারণে আরও বেশি স্বায়ত্তশাসন পেতে কী করণীয় সে ব্যাপারে একটি খসড়া প্রস্তাব তৈরির সিদ্ধান্তও নিয়েছেন তারা। তা তৈরি হলে দলের রাজ্য কমিটির কাছেও পাঠানো হবে। কে বি ওয়াটার বলেন, “তাতে কর আদায় থেকে বিচার ব্যবস্থা, স্বরাষ্ট্র বিভাগের ক্ষমতা দেওয়ার প্রস্তাব থাকবে।”

বালিপাথর তোলা বন্ধ
উত্তেজনা নিয়ন্ত্রণের জন্য রায়ডাক নদী থেকে বালি পাথর তোলার কাজ বন্ধ করল পুলিশ। বালি ও পাথর তোলার এলাকা দখল নিয়ে গত শুক্রবার সিপিএম এবং তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় ওই নদী এলাকায়। দুই পক্ষের ২৪ জন জখম হন। দুই দলের তরফে পুলিশের কাছে একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করা হয়। সোমবার থেকে সেখানে বালি ও পাথর তোলার কাজ বন্ধ। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই ব্যবস্থা নেওয়া হয়েছে।” যদিও পুলিশের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সিপিএম এবং তৃণমূল নেতৃত্ব। এ দিন দুই দলের কর্মী সমর্থকরা প্রতিবাদে আন্দোলনে নামেন। ফাড়িতে সিপিএম ভূমি রাজস্ব দফতরে তৃণমূল।

পঞ্চাশ বছরে ভূগোল বিভাগ
পঞ্চাশ বছরে পা রাখল শিলিগুড়ি কলেজের ভূগোল বিভাগ। এই উপলক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে সুবর্ণ জয়ন্তী পালন করতে উদ্যোগী হয়েছে কলেজ কর্তৃপক্ষ। সোমবার সাংবাদিক বৈঠক করে কলেজের অধ্যক্ষ মলয় করঞ্জাই জানান, কলেজে ভূগোল বিভাগের ৫০ বছর আগামী ১৬-১৭ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে পালন করা হবে। কলেজ সূত্রে জানা গিয়েছে, ১৯৬২ সালে কলেজে অনার্সের পাঠ্যক্রম দিয়েই ওই বিভাগ চালু হয়েছিল। বর্তমানে কলেজে ভূগোল বিভাগের প্রধান অরবিন্দ মুখোপাধ্যায় জানান, সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমীর দাস।

শংসাপত্র দেওয়ার দাবি
মহকুমার সমস্ত প্রতিবন্ধীদের সনাক্ত করে মেডিক্যাল কলেজের শংসাপত্র দেওয়ার দাবি জানাল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দার্জিলিং জেলা কমিটি। সোমবার শিলিগুড়ির মহকুমাশাসককে স্মারকলিপি দিয়ে ওই দাবি জানায় তারা। প্রতিবন্ধীদের সহায়ক সরঞ্জাম বিনামূল্যে দেওয়ার দাবিও জানানো হয়। সংস্থার পক্ষে দাবি, ২০০১ সালের জনগণনায় দার্জিলিং জেলায় প্রতিবন্ধীর সংখ্যা ৫২ হাজার দেখানো হলেও তা সঠিক নয়। ওই সংখ্যার থেকে অনেক বেশি প্রতিবন্ধী জেলায় রয়েছে।

প্রতিক্রিয়া চাইল কোর্ট
গোর্খা লিগের প্রেসিডেন্ট মদন তামাংয়ের হত্যা মামলার নতুন তদন্ত চেয়ে একটি আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিক্রিয়া চাইল সুপ্রিম কোর্ট। মদনের স্ত্রী নতুন তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন। তাঁর অভিযোগ, রাজ্য পুলিশ ও সিবিআইয়ের তদন্ত ‘পক্ষপাতদুষ্ট।’ সোমবার এই আবেদনের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট এই মত জানায়। সুপ্রিম কোর্টের তরফে সিবিআই, সিআইডি ও দার্জিলিং পুলিশকেও এ প্রসঙ্গে নোটিস পাঠানো হয়েছে। ২০১০-এর ২১ মে দার্জিলিঙে দুষ্কৃতীদের হাতে খুন হন মদন তামাং।

স্কুলের উদ্বোধন
আজ, মঙ্গলবার নিউ জলপাইগুড়ি এলাকায় একটি হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের দাবি রয়েছে। ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ নন্দী জানান, আপাতত একজন শিক্ষক দিয়ে স্কুল চালু হবে। তিনি বলেন, “মন্ত্রী স্কুলের জন্য স্থায়ী ভবনের শিলান্যাস করবেন।”

প্রতিষ্ঠা দিবস
ছবি: রাজা বন্দ্যোপাধ্যায়।
বিএসএফের প্রতিষ্ঠা দিবসে সোমবার বেরুবাড়ি সীমান্তে অনুষ্ঠিত হল সাইকেল র্যালি। বেরুবাড়ি বাজার থেকে সাকাতি সীমান্ত পর্যন্ত সীমান্ত সড়কের ১২ কিমি সাইকেল র্যালি হয়। বিএসএফের সদস্যরা ছাড়াও শতাধিক স্থানীয় যুবক এই র্যালিতে অংশ নেন। সোমবার বেরুবাড়ি বাজারে এই র্যালির উদ্বোধন করেন বিএসএফের জলপাইগুড়ি-শিলিগুড়ি সেক্টরের ডিআইজি রিয়াজ আহমেদ খান।

দুর্ঘটনায় মৃত্যু
বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার ৩১ নম্বর জাতীয় সড়কের শহিদ মোড়ে। মৃতের নাম শিবজি রায় (৭০)। বাড়ি প্রকাশনগরে। শহিদ মোড়ে তাঁর ফলের দোকান আছে। উত্তেজিত জনতা মিনিট পনেরো পথ অবরোধ করে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। পিকআপ ভ্যানটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.