ট্রেনে অন্যের জন্য জায়গা রাখলেই ধরবে পুলিশ |
ট্রেনে উঠে নিজে বসলাম, এক বা একাধিক সঙ্গীর জন্যও জায়গা রাখলাম। দীর্ঘদিনের এই ব্যবস্থা এ বার শেষ হতে চলেছে। অন্যের জন্য ট্রেনে জায়গা রাখলেই কড়া ব্যবস্থা নিচ্ছে রেল পুলিশ। রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর নির্দেশে গত শনিবার থেকে বিভিন্ন ট্রেনে, বিশেষ করে লোকালে অভিযান শুরু করেছে আরপিএফ। শনিবার থেকে অভিযান চালিয়ে ৩০ জনকে ধরা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মামলাও করেছে রেল। পূর্ব রেলের জনসংযোগ দফতর সূত্রের খবর, এখন থেকে প্রতিদিনই এই অভিযান চলবে। ট্রেনে অন্যের জন্য জায়গা না-রাখার আবেদন জানিয়ে রেলের তরফে স্টেশনে স্টেশনে ঘোষণাও করা হচ্ছে।
|
রাজ্যের বিভিন্ন সরকারি নিগমের বাম-সমর্থিত কর্মীরা ১১ ডিসেম্বর বিধানসভা অভিযান করবেন। বিরোধী দলনেতা, সিপিএমের সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে এই অভিযান হবে। সিএসটিসি-র সিটু নিয়ন্ত্রিত কর্মী সমিতির সাধারণ সম্পাদক রামপ্রসাদ সেনগুপ্ত বলেন, “নিগমগুলো সম্পর্কে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত স্পষ্ট ভাবে জানার লক্ষ্যেই অভিযান হবে।”
|
পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিএম বাদে অন্য বামপন্থী শক্তিদের নিয়ে মঞ্চ গড়তে চায় সিপিআই (এমএল) লিবারেশন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য সোমবার বলেন, “শেষ পাঁচ বছর সিপিএম সিঙ্গুর, নন্দীগ্রাম কাণ্ড-সহ অনেক রাজনৈতিক অপরাধ করেছে। তার জন্য জনতার কাছে তারা এখনও ক্ষমা চায়নি। তাই এ রাজ্যে তাদের সঙ্গে নেওয়া যাচ্ছে না।”
|
ভাড়া বৃদ্ধির ব্যাপারে শেষ পর্যন্ত সরকারি সিদ্ধান্ত মেনে নিচ্ছেন মিনিবাস-মালিকেরা। কাল, বুধবার থেকে তাঁরা প্রতি পর্যায়ে আগের চেয়ে এক টাকা করে বেশি ভাড়া নেবেন। সোমবার সংগঠনের সাধারণ সম্পাদক অবশেষ দাঁ এ কথা জানান। সেই সঙ্গেই তিনি বলেন, “সরকারের একগুঁয়ে মনোভাবের ফলে মিনিবাস ক্রমেই কমে যাবে। ব্যাহত হবে যাত্রী পরিষেবা।” |