টুকরো খবর
তেহট্ট-কাণ্ডে ঐক্যের সুর সূর্যকান্তের
তেহট্টে পুলিশের গুলি চালনার ঘটনায় সরাসরি দুই তৃণমূল নেতাকেই দায়ী করলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সোমবার সেখানে গিয়ে হত অশোক সেন, আহত সুধাময় ঘোষ ও অখিলেশ ঘোষের বাড়ি যান তিনি। সঙ্গে ছিলেন আনিসুর রহমান ও সিপিএমের জেলা ও স্থানীয় নেতৃত্ব। অশোক সেনের বাড়িতে গিয়ে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে। স্থানীয় মহিলারা প্রশ্ন তোলেন যে জায়গা নিয়ে এতকিছু গোলমাল হল সেটা নিয়ে তো কেউ কিছুই বলছেন না। সেখানে সূর্যকান্তবাবু অবশ্য সে প্রশ্নের কোন উত্তর দেন নি। অশোক সেনের স্ত্রী ও ছেলেদের তিনি বলেন,‘‘ ছেলেরা পড়াশোনা করুক। আমরা আপনাদের সঙ্গে আছি। সরকারের সঙ্গেও আমরা কথা বলব। কেউ কিছু না করলে আমরা করব।’’ আহত সুধাময় ঘোষের স্ত্রী সুর্যকান্তবাবুকে জানায়,‘‘ স্বামীর রোজগারেই সংসার চলত। এখন সে তো আর কোন কাজ করতে পারবে না। আমরা কি করব?’’ সূর্যকান্তবাবু বলেন,‘‘ আপনাদের একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিই যে, আমরা তেহট্টে ভোটভিক্ষার জন্য আসিনি। এটা আমাদের সবার ঐক্যের লড়াই। আমাদের পূর্বসূরীরা স্বাধীনতার আগেও এই লড়াই করেছেন।’’

জঙ্গিপুরে জনতার সঙ্গে খন্ডযুদ্ধ, জখম ৫ পুলিশ
জঙ্গিপুরে আহত পুলিশকর্মী। —নিজস্ব চিত্র।
এক মহিলার বাড়িতে চড়াও হয়ে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় সোমবার সন্ধ্যায় রণক্ষেত্রের চেহারা নেয় জঙ্গিপুর। দফায় দফায় জনতা-পুলিশ সংঘর্ষ বাধে। উত্তেজিত জনতা জঙ্গিপুর পুলিশ ফাঁড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পাল্টা লাঠি চালায়। কাঁদানে গ্যাসও ছোঁড়ে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী নিয়ে ছুটে আসেন জঙ্গিপুরের এসডিপিও ওয়াংদেন ভুটিয়া। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে রাতেই জেলা সুপার হুমায়ুন কবীর আসেন। তিনি বলেন, “ক্ষিপ্ত জনতা পুলিশ ফাঁড়িতে হানা দেয়। এই ঘটনায় ফাঁড়ির ইনচার্জ রাজেশ গুপ্ত-সহ ৪ পুলিশকর্মী জখম হয়েছেন। ঘটনাস্থলে বেশ কিছু বোমা পাওয়া গিয়েছে। কাঁদানে গ্যাসের সেল ফাঁটিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” রঘুনাথগঞ্জের কংগ্রেস বিধায়ক আখতারুজ্জামান বলেন, “কেন পুলিশ এক মহিলাকে মারধর করল তা খতিয়ে দেখতে হবে। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে আরও সংযত হওয়া উচিৎ ছিল।” এ দিন গভীর রাত পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে। এসডিপিও ওয়াংদেন ভুটিয়া বলেন, “পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ ফোর্স আনা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।”

ট্র্যাক্টরের তলায় মৃত্যু
ট্র্যাক্টর চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। নাম সাহাবুদ্দিন মণ্ডল (৩৫)। বাড়ি চাপড়ার শোনপুকুর এলাকায়। সোমবার সকাল নাগাদ হাতিশালায় নদীর ধার বেয়ে ট্রাক্টর চালাচ্ছিলেন ওই ব্যক্তি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। চালক সাহাবুদ্দিন ট্রাক্টরের নীচে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান।

বেতন বিপাকে অতিথি শিক্ষক
শিক্ষা দফতরের জারি করা নির্দেশে বিপাকে পড়েছেন রাজ্যের আপার প্রাইমারি স্কুলগুলির অতিথি শিক্ষকেরা। প্রত্যেক উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে নিয়মানুসারে ৩ জন করে অবসরপ্রাপ্ত হাই স্কুলের শিক্ষক থাকবেন। মুর্শিদাবাদ জেলায় প্রায় ১১০০ জন অতিথি শিক্ষক রয়েছেন। এই শিক্ষকেরা প্রায় ২৫-২৬ হাজার টাকা করে বেতন পেয়ে আসছিলেন। কিন্তু শিক্ষা দফতর চলতি বছরের ১৬ অক্টোবর যুগ্ম সচিব এসসি ঘোষের স্বাক্ষরিত এক নির্দেশ জারি করে স্পষ্ট জানিয়েছে, অতিথি শিক্ষকদের বেতন স্নাতকদের ক্ষেত্রে ৫০০০ ও সাম্মানিক স্নাতকদের ক্ষেত্রে ৭০০০ টাকা ধার্য হয়েছে।

প্রধানকে গ্রেফতার
রবিবার রাতে ডোমকলের ভেলুরচক থেকে পুলিশ আন্দুলবোড়িয় ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের মহসিন শেখকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে ২০০৯ সালের একটি খুনের অভিযোগ আছে। ২০০৯ সালের নির্বাচনের পর রেজিনগরের নাজিরপুরে ইয়াসিন শেখ খুন হয়। সিপিএমের দাবি ইয়সিন শেখ তাঁদের কর্মী ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচন পরবর্তী ঘটনায় এবং ইয়াসিন শেখ হত্যার পিছনে ওই মহসিন শেখ জড়িত বলে অভিযোগ।

প্রতিবাদ মিছিল
জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাতিবাগান মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পুর্ণাবয়ব মূর্তিতে কেউ কালো রঙ লেপে দিয়েছিল। সোমবার সকালে রবীন্দ্রমূর্তির ওই দশা দেখে জিয়াগঞ্জ শহরে হৈ চৈ পড়ে যায়। স্থানীয় পুরপ্রধান সিপিএমের শঙ্কর মণ্ডল বলেন, “নতুন করে রং করা হয়েছে। প্রতিবাদে এ দিন বিকালে সর্বদলীয় একটি মিছিল শহর পরিক্রমা করবে।”

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু
রবিবার রাতে মুর্শিদাবাদ স্টেশন লাগোয়া এলাকায় একজন আগুনে পুড়ে মারা গিয়েছেন। নাম ফজলে রব্বিন। (৬০)। তিনি একটি ঠিকাদার সংস্থার নৈশপ্রহরী ছিলেন। বাড়ি রানিতলার নারায়ণপুর গ্রামে। রবিবার রাতে ঠিকাদার সংস্থার গুদামঘর পাহারা দেওয়ার সময় কাঠ জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলন তিনি।

জয়ী বামফ্রন্ট
রেজিনগরের সোমপাড়া ও বেলডাঙা থানার ভাবতা হাসিনা মেমোরিয়াল গার্লস স্কুলে পরিচালন সমিতির নির্বাচনে বামফ্রন্ট জয়লাভ করেছে। ওই দু’টি নির্বাচনে তৃণমূল, কংগ্রেসও প্রতিদ্বন্দ্বিতা করে। সোমপাড়া উচ্চ বিদ্যালয়ে বামফ্রন্ট ও ভাবতা হাসিনা গার্লস স্কুলে ক্ষমতায় ছিল কংগ্রেস।

জয়ী কংগ্রেস
সলুয়াডাঙা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির ৬টি আসনই দখল করল কংগ্রেস। বহরমপুর থানার ওই বিদ্যালয়ে গত রবিবার নির্বাচন হয়। কংগ্রেস প্রভাবিত শিক্ষক সংগঠন ডব্লিউ বিটিএ-এর মুর্শিদাবাদ জেলা সভাপতি মহফুজ আলম ওই বিদ্যালয়ের প্রধানশিক্ষক।

ট্রেনের ধাক্কায় মৃত্যু
প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে মালদাগামী একটি প্যাসেঞ্জার ট্রেন গরুর গাড়িকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই দুটি গরু-সহ গাড়ির চালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম কাজল শেখ (৪৮)। বাড়ি ভগবানগোলার সুন্দরপুর গ্রামে।

পথ দুর্ঘটনায় জখম ৪
নিয়ন্ত্রণ হারিয়ে কন্যাযাত্রীর গাড়ি গাছে ধাক্কা মারলে ৪ জন জখম হন। আহতেরা শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার গোবরাপোতা গ্রামে স্বপন কর্মকারের বিয়ের ভোজ খেয়ে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।

স্কুল নির্বাচন
পূর্ব জগদানন্দপুর সাহাপাড়া হাইস্কুলে পরিচালন সমিতি অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনেই জয়ী হয়েছে সিপিএম। চাপড়ার হাটখোলা হাই মাদ্রাসায় ৬টি আসনেই জয়ী হয় কংগ্রেস। দু’টি নির্বাচনই হয় রবিবারে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.