টুকরো খবর
রঞ্জি ট্রফি তে আজ বঙ্গ ব্যাটিংয়ের অগ্নিপরীক্ষা
দ্বিতীয় ইনিংসে হিকেন শাহের ঝকঝকে সেঞ্চুরির দৌলতে ব্রেবোর্নে বাংলার সামনে সরাসরি জেতার জন্য ৩৯১ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল মুম্বই। দিনের শেষে বাংলা ৪৭-০। ক্রিজে অরিন্দম দাস (১৯) এবং রোহন বন্দ্যোপাধ্যায় (২৩)। জিতে ছ’পয়েন্ট পেতে হলে মঙ্গলবার শেষ দিনে বাংলাকে ন্যূনতম ৯০ ওভারে করতে হবে আরও ৩৪৪ রান। ড্র হলে মনোজদের জুটবে মাত্র এক পয়েন্ট। সরাসরি হারলে শূন্য। প্রথম ইনিংসে ৯৬ রানে এগিয়ে ছিল মুম্বই। সোমবার দিনের শুরুতেই ওয়াসিম জাফর (১৯) এবং কৌস্তভ পাওয়ার (৩১)-এর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ৩৯ বারের রঞ্জি চ্যাম্পিয়নরা। ফের বড় রান পেলেন না অধিনায়ক রোহিত শর্মা (১৪)। তাঁকে ফেরান লক্ষ্মীরতন। সামি প্রথম ইনিংসে কোনও উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে জাফর-সহ দু’উইকেট নিয়ে বাংলা শিবিরে সাময়িক আশা জাগিয়েছিলেন। লক্ষ্মী-সামিরা যখন চেপে ধরেছেন মুম্বইকে ঠিক তখনই চাপ সামাল দিয়ে দলকে স্বস্তি দেন হিকেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন অভিষেক নায়ার (৭৩ নঃআঃ)। ২০৯ বলে সাজানো হিকেনের ১০৮ রানের ইনিংসে ছিল ১৬টি চার। রঞ্জিতে এটা তাঁর তৃতীয় সেঞ্চুরি। পাঁচ উইকেট হারিয়ে ২৯৪ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। বাংলার দ্বিতীয় ইনিংসে ১৬ ওভার খেলা হয়ে গেলেও দুই ওপেনারকে অস্বস্তিতে ফেলতে পারেননি মুম্বইয়ের বোলিং আক্রমণ। মনোজদের ড্রেসিংরুমে আপাতত এটাই আশার কথা।
সংক্ষিপ্ত স্কোর
মুম্বই
২৯৭ ও ২৯৪-৫ ডিঃ (হিকেন ১০৮, নায়ার ৭৩ নঃআঃ, সামি ২-৩৯)।
বাংলা ২০১ ও ৪৭-০।

টোলগের মাঠে নামতে আরও পাঁচ সপ্তাহ
মোহনবাগান কোচ করিম বেঞ্চারিফার হিসেব অনুযায়ী আই লিগের দ্বিতীয় পর্বের আগে দলে ফেরার কোনও সম্ভাবনাই নেই টোলগে ওজবের। সোমবার গভীর রাতে দেশে ফিরছেন বাগানের অস্ট্রেলীয় স্ট্রাইকার। তবে টোলগের পুরো ফিট হতে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ গড়াবে বলছেন মরক্কান কোচ। টোলগের ফেরার আগেই তাঁর জন্য বিশেষ ট্রেনিংয়ের ভাবনা-চিন্তা করে রেখেছেন করিম। আগামী তিন-চার সপ্তাহ রিহ্যাব স্পেশ্যালিস্ট ও ফিজিওদের কাছে বিশেষ ট্রেনিং করার পর বল নিয়ে অনুশীলন শুরু করবেন অস্ট্রেলীয় ফরোয়ার্ড। মোহনবাগান কোচ বললেন, “টোলগে ফেরার পর তাঁকে দ্রুত ফিট করার যাবতীয় পরিকল্পনা আমি ছকে রেখেছি। ওকে দিয়ে মিনি প্রি-সিজন ক্যাম্প করানোর ভাবনাও রয়েছে আমার।” শুধু টোলগের চোট নয়। ডার্বির আগে মোহনবাগানের দুই স্টপার আইবরের হ্যামস্ট্রিং পুল ও ইচের হাঁটুর চোট নিয়ে বেশ চিন্তায় করিম। ইচে তো বলেই ফেললেন, “আমার পক্ষে বড় ম্যাচ খেলা সম্ভব নয়।” এই চোট-আঘাত সমস্যার কারণে এখন করিমের একমাত্র ভরসা ওডাফা নন, বাগানের ফিজিও জোনাথন। হাসতে হাসতে কোচ বলেই বসলেন, “জোনাথনই এখন ‘কি ম্যান’। ওই আমাকে বাঁচাতে পারে।” এ দিকে ডার্বির আগেই মোহনবাগান কোচ ও অধিনায়ক ইস্টবেঙ্গলের প্রশংসায় পঞ্চমুখ। ওডাফা বললেন, “বড় ম্যাচ অবশ্যই স্পেশ্যাল। ইস্টবেঙ্গল ভাল ছন্দে আছে। ম্যাচটা অবশ্যই কঠিন চ্যালেঞ্জ।” ইস্টবেঙ্গলকে নিয়ে এত প্রশংসা হয়তো বাগানের ডার্বিরই কোনও স্ট্রাটেজি!

জুনিয়র বডি বিল্ডিং এ বার মেদিনীপুরে
পশ্চিমবঙ্গ রাজ্য বডি বিল্ডিং সংস্থার উদ্যোগে ২৫তম রাজ্য জুনিয়র বডি বিল্ডিং প্রতিযোগিতা ও জাতীয় নির্বাচন মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হবে। তরুণ সঙ্ঘ ব্যায়ামাগারের সহযোগিতায় শহরের স্পোটর্স কমপ্লেক্সে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। ইতিমধ্যে প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হয়েছে বলে বডি বিল্ডিং সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে ৫১ তম রাজ্য সিনিয়র বডি বিল্ডিং প্রতিযোগিতাও মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হয়েছিল। এ বার জুনিয়র বডি বিল্ডিং প্রতিযোগিতা হবে দু’দিন ধরে। ১১ ও ১২ ফেব্রুয়ারি। রাজ্য বডি বিল্ডিং সংস্থার সম্পাদক বিশ্বনাথ মালাকার জানিয়েছেন, সুষ্ঠ ভাবে প্রতিযোগিতা আয়োজনে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইএফএ একাদশে লিয়েন্ডার
ফুটবল খেলবেন লিয়েন্ডার পেজ। ব্রাজিল মাস্টার্সের বিরুদ্ধে আইএফএ একাদঢ়ের হয়ে। লিয়েন্ডার ছাড়াও এক ঝাঁক প্রাক্তন ও বর্তমান অংশ খেলবেন ৮ ডিসেম্বর। সুব্রত ভট্টাচার্য, হোসে ব্যারেটা, অলোক মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু রায়, গৌতম সরকার, অসীম বিশ্বাস, জয়ন্ত সেন, অতনু ভট্টাচার্য, দেবজিৎ ঘোষ, ডি’কুনহা সহ ২৯ জনের নাম আছে তালিকায়। দল বেছেছেন সুব্রত ভট্টাচার্য, গৌতম সরকার, মানস ভট্টাচার্য ও প্রসূন বন্দ্যোপাধ্যায়।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.