টুকরো খবর
পঞ্চায়েতের আসন বাড়ল
পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশিত হল সোমবার। ভোটার সংখ্যার নিরিখে আসন সংখ্যার নতুন বিন্যাস হয়েছে। এর ফলে জেলায় পঞ্চায়েতের আসন বেড়েছে ৫৩৭টি। একই ভাবে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদেও আসন সংখ্যা বেড়েছে। এই খসড়া তালিকা জেলাশাসকের অফিস, বিডিও অফিস ও গ্রাম পঞ্চায়েত অফিসগুলিতে টাঙিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরে ২৯০টি গ্রাম পঞ্চায়েত। ২০০০ সালে পঞ্চায়েতের আসন ছিল ৩৩০৯টি। এ বার তা বেড়ে হয়েছে ৩৮৪৬। ৯০০ জন ভোটার পিছু একজন করে সদস্য হিসাবে এই বিন্যাস করা হয়েছে। জেলার ২৯টি পঞ্চায়েত সমিতিতে আগে আসন ছিল ৭৫০টি। এ বার বেড়ে হয়েছে ৭৯৮টি। অর্থাৎ ৪৮টি আসন বেড়েছে। এই বিন্যাস হয়েছে সাড়ে ৪ হাজার ভোটার পিছু একটি আসন ধরে। আর জেলা পরিষদে আগে আসন ছিল ৬২টি। এ বার ৫টি আসন বেড়ে হয়েছে ৬৭টি। এ ক্ষেত্রে ৬০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার ভোটার পিছু একজন করে সদস্য নির্বাচিত হবেন। প্রশাসন জানিয়েছে, নিয়ম মেনে ৫০ শতাংশ আসন মহিলা প্রার্থীদের সংরক্ষণ করা হয়েছে। তফসিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংরক্ষণও হয়েছে নিয়ম মেনেই।

স্কুল নির্বাচনে পযুর্দস্ত তৃণমূল
প্রাক্তন মন্ত্রী তথা রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের বিধানসভা এলাকায় স্কুল নির্বাচনে সিপিএমের কাছে পযুর্দস্ত হল তৃণমূল। ৬টি আসনের সবক’টিতেই হার হয়েছে শাসক দল সমর্থিতদের। নারায়ণগড়ের রানিসরাই পঞ্চায়েত এলাকার নহপাড় বিদ্যাসাগর বিদ্যাভবনের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল রবিবার। ভোট ঘিরে দিনভর এলাকায় উত্তেজনা ছিল। সকাল থেকেই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। ভোটে হারের পরে তৃণমূলের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দের সাফাই, “সব আসনেই আমাদের সমর্থিত প্রার্থীরা কম ব্যবধানে পরাজিত হয়েছেন। দলের অন্দরে ফলাফল পর্যালোচনা হবে।” আর সিপিএমের মত, সাধারণ মানুষ আর তৃণমূলের সঙ্গে নেই। দলের বেলদা জোনাল কমিটির সম্পাদক ভাস্কর দত্ত বলেন, “তৃণমূলের কাজকর্মে মানুষ অসন্তুষ্ট। যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। স্কুল নির্বাচনের ফলে তারই প্রভাব পড়েছে।”

মিল কর্মীরা ফেডারেশনে
মেদিনীপুরের তাম্রলিপ্ত স্পিনিং মিলের প্রায় ৫০০ জন কর্মচারী তাঁদের সংগঠনে যোগ দিয়েছেন বলে দাবি করল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন (ইউনিফায়েড)। সোমবার মিলের সামনে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কার্যালয়ে এই উপলক্ষে এক সভার হয়। ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ, ফেডারেশনের জেলা সম্পাদক অরুণকান্তি প্রতিহার প্রমুখ। বিধায়ক জানান, স্পিনিং মিলের কর্মচারীরা সরকারি কর্মচারীর মর্যাদা পেয়েছেন। সেই মতো তাঁরা বেতনও পাবেন। তাঁরা নিজেরাই ফেডারেশনের সদস্য হতে চেয়ে আবেদন করেছিলেন। তাই সদস্য করা হয়েছে। এই সুতো কলে আগে সিটুর একাধিপত্য ছিল। পালাবদলের পর পরিস্থিতি পাল্টেছে। আইএনটিটিইউসির দাপট বেড়েছে। সভা শুরুর আগে এ দিন সুতোকলের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন মৃগেনবাবু। কর্মচারীদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা শোনেন। পরে মৃগেনবাবু বলেন, “দীর্ঘ লড়াই শেষে কর্মচারীদেরই জয় হয়েছে। তবে আরও কয়েকটি দাবি রয়েছে। সেগুলি পূরণে আন্দোলন চলবে।” শ্রমিকদের অধিকার রক্ষার লড়াইয়ে গণতান্ত্রিক পথেই আন্দোলন হবে বলে জানিয়েছেন বিধায়ক।

দাঁতনে শুরু হল বইমেলা
দাঁতন ভট্টর কলেজের উদ্যোগে দাঁতন কলেজ মাঠে শুরু হল তৃতীয় বইমেলা। সোমবার মেলার উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। দাঁতন কলেজের অধ্যক্ষ পবিত্র কুমার মিশ্র জানান, মোট ৪০টি প্রকাশক সংস্থা যোগ দিয়েছেন এই বইমেলায়। মেলা চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকসাহিত্যিক ও অধ্যাপক বরুণ চক্রবর্তী, কাঁথি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ কাঙালচন্দ্র দাস প্রমুখ। এছাড়াও কলেজের উদ্যোগে একটি ডায়াবিটিস সচেতনতা শিবিরের আয়োজিত হয়। কলেজের ছাত্র-ছাত্রী, অধ্যাপকরা ছাড়াও উপস্থিত ছিলেন দাঁতন-১ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক গোপালকৃষ্ণ নন্দ। আজ কলেজের এনএসএসের উদ্যোগে রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠাণ। বুধবার কলেজের বাৎসরিক অনুষ্ঠাণ ও পুরস্কার বিতরণী সভা।

আইটিআই ফের টিএমসিপির দখলে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেদিনীপুর আইটিআইয়ের ছাত্র সংসদ দখল করতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আসন ২০টি। সবক আসনে একমাত্র টিএমসিপি সমর্থিতরাই মনোনয়ন দিয়েছেন। নির্বাচনের দিন নির্দিষ্ট ছিল ১৪ ডিসেম্বর। ফলে ওই দিন আর নির্বাচনের প্রয়োজন হবে না। টিএমসিপির পশ্চিম মেদিনীপুর জেলা চেয়ারম্যান রমাপ্রসাদ গিরি বলেন, “২০টি আসনের সব ক’টিতেই আমাদের সমর্থকেরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসএফআই-সহ কোনও বিরোধী ছাত্র সংগঠনই মনোনয়ন জমা দেননি।” তাঁর কথায়, “ছাত্রছাত্রীরা যে আমাদের পাশে রয়েছেন, এ ঘটনা তারই প্রমাণ।”

আন্তঃকলেজ ক্রিকেট প্রতিযোগিতা
বিদ্যাসাগর বিশ্বদ্যালয়ের দ্বিতীয় আন্তঃমহাবিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী হল সেবাভারতী মহাবিদ্যালয়। সোমবার মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে ফাইনালে তারা খড়্গপুর কলেজকে ৬ রানে পরাজিত করে। প্রতিযোগিতার সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সেবা ভারতীর সমীরণ মহাপাত্র। ১৪টি কলেজকে নিয়ে গত মাসের ২২ তারিখ এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ বিভাগের ডিন জয়ন্ত কিশোর নন্দী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া আধিকারিক সুহাস কুমার বারিক।

বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবসে অনুষ্ঠান করল খড়গপুর শহরের নিমপুরার ‘প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র’। সোমবার পুনর্বাসন কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর অসিতবরণ মণ্ডল, শিক্ষক প্রসেনজিৎ দে, ক্রীড়াবিদ অমিতেশ কুণ্ডু প্রমুখ। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয় কেন্দ্রেরই প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা। ১৯৯১ সালে তৈরি এই পুনর্বাসন কেন্দ্রে সব মিলিয়ে ছাত্রছাত্রী রয়েছে ৪০০ জন। আর শিক্ষক-অশিক্ষক কর্মী রয়েছেন ৩১ জন।

স্কুলে অনুষ্ঠান
হোলি বাড স্কুলের বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল খড়গপুরের দেবলপুরে। শনিবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়। সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় সফলদের হাতে পুরস্কৃত করেন সাংসদ প্রবোধ পাণ্ডা। উপস্থিত ছিলেন বিবেকানন্দ প্রধান, কৌশিক ঘোষাল, ইন্দ্রনীল কুলাভী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় অনুরাধা সেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহাজাবিন চৌধুরী।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.