প্রতিবেশীকে খুনের অপরাধে যাবজ্জীবন |
প্রতিবেশীকে কুপিয়ে খুন করার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। গত রবিবার হারু মিদ্দেকে দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালতের ফাস্ট ট্র্যাক (ফাস্ট) কোর্ট। সোমবার ওই কোর্টেরই বিচারক শ্যামলকুমার বিশ্বাস এই সাজা ঘোষণা করেন। সেই সঙ্গে ২৫০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও দু’বছরের কারাবাসের নির্দেশ দেন বিচারক। আসামী জরিমানার টাকা আদালতে জমা দিলে তার অর্ধেক টাকা মৃত ব্যক্তির স্ত্রীকে দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।সরকার পক্ষের আইনজীবী কালীপ্রসাদ সিংহ রায় জানান, ২০০৬ সালের ১২ অগস্ট দাদপুর থানার হারিট পঞ্চায়েতের হরিপুর মিদ্দেপাড়ার বাসিন্দা হারু মিদ্দে তারই প্রতিবেশী বিজয় দুলের বাড়িতে গিয়েছিল। রাত তখন প্রায় ১০টা। নিজেদের মধ্যে কথাবার্তা চলাকালীন হঠাৎই একটি কাটারি দিয়ে হারু বিজয়কে উঠোনের মধ্যে এলোপাথারি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজয়বাবুর। তাঁর স্ত্রীর উপরেও চড়াও হয় হারু। বিজয়বাবুর মেয়েদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এলে পালায় হারু। পুলিশ ঘটনাস্থলে আসে। বিজয় দুলের স্ত্রী সরলা থানায় হারুর বিরুদ্ধে অভিযোগ করেন। পালায় হারু। পরে তাকে গ্রেফতার করে খুনের মামলা শুরু হয়।
|
শিক্ষক-ছাত্রের ঝুলন্ত দেহ |
শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারের খবর পাওয়ার কিছু ক্ষণের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু হল ছাত্রেরও।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে গলায় দড়ির ফাঁসে শ্রীরামপুরের চাতরার এ পি ঘোষ লেনের বাসিন্দা, নাচের শিক্ষক রাজকুমার চক্রবর্তীকে (৪০) তাঁর ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।রাজকুমারবাবুর রবিবারই নাচের অনুষ্ঠান করে নেপাল থেকে ফেরেন। শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে শোকে ভেঙে পড়েন তাঁর ছাত্রছাত্রীরা। ঘটনার কিছু ক্ষণ পরেই রাজকুমারবাবুর ছাত্র প্রদীপ রায়ের (২২) ঝুলন্ত দেহ উদ্ধার হয় শ্রীরামপুরের ঠাকুরবাটি স্ট্রিটে তাঁর বাড়ি থেকে। নেপালে প্রদীপও গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। ওই ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, শিক্ষকের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন প্রদীপ। মাকে প্রদীপ শিক্ষকের মৃতদেহ দেখে আসতে বলেন। তাঁর মা চলে যাওয়ার পরই প্রদীপ আত্মঘাতী হন বলে পরিবারের দাবি। কী কারণে এই দু’টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। দু’টি দেহই ময়না-তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ারশ হাসপাতালে পাঠানো হয়।
|
হাওড়া জেলার বাগনান-শ্যামপুর রোডের দেওড়াতে যাত্রী-প্রতীক্ষালয় তৈরি করল শ্যামপুর ২ ব্লকের বাছরি পঞ্চায়েত। দিন কয়েক আগে এটির উদ্বোধন করেন উলুবেড়িয়ার সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুলতান আহমেদ। পঞ্চায়েত প্রধান শ্যামসুন্দর মেটিয়া বলেন, “আইএসজিপি প্রকল্পে প্রায় ৩ লক্ষ টাকা খরচ করে প্রতীক্ষালয়টি তৈরি করা হয়েছে। যাত্রীদের এতে সুবিধা হবে।” |