পুরসভার অডিটে ত্রিফলা আলো লাগানোয় অনিয়ম ধরা পড়তেই ফের ঠিকাদারদের বিল দেওয়া বন্ধ রাখছে পুর প্রশাসন। আপাতত আটকে রাখা হবে ঠিকাদারদের ‘আর্নেস্ট মানি’ বা কাজের বরাত পাওয়ার আবেদনপত্রের সঙ্গে প্রদেয় অগ্রিম টাকাও।
পুরসভার এক পদস্থ আধিকারিক সোমবার বলেন, “প্রায় ৩০ কোটি টাকা বিলের মধ্যে ১১ কোটি টাকা ঠিকাদারেরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন।” তিনি জানান, অডিট সংস্থার খসড়া রিপোর্ট অনুযায়ী বাতিস্তম্ভ বসানোর খরচ-সহ এক-একটি ত্রিফলা আলোর জন্য ঠিকাদারদের যে-পরিমাণ টাকা দেওয়া হয়েছে, তা বাজারদরের থেকে বেশি। ওই রিপোর্ট পেয়েই প্রশাসন এখন আর ঠিকাদারদের কোনও বিল মেটানোর ঝুঁকি নিতে চাইছে না।
পুর সচিবালয় সূত্রের খবর, শুধু ইন্টারনাল বা অভ্যন্তরীণ অডিট রিপোর্ট নয়, বিষয়টি নিয়ে জনস্বার্থের মামলা হওয়ায় পুর প্রশাসন নিজেরা স্বচ্ছ থাকতে চাইছে। ওই দফতরের এক অফিসার জানান, মোট কাজের ৩৩% বিল মেটানো হয়েছে। কিছু ঠিকাদার ৭৫% টাকা পেয়ে গিয়েছেন। অডিট রিপোর্টে গরমিল ধরা পড়ার পরে চিন্তিত পুর প্রশাসন আর্নেস্ট মানি আটকে রাখার সিদ্ধান্ত নিচ্ছে।
পুর কমিশনার গরমিলের কারণ জানার নির্দেশ দিয়েছেন আলো বিভাগের ডিজি মনোব্রত চৌধুরীকে। নির্দেশ পেয়ে ১৫টি বরোর এগ্জিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন মনোব্রতবাবু। ডিজি-র জবাবের পরে রিপোর্টের কোনও পরিবর্তন হবে কি? এক পুর অফিসার জানান, ত্রিফলা সংক্রান্ত ফাইল দেখেই অডিট সংস্থা রিপোর্ট দিয়েছে। তাতে পরিবর্তনের সম্ভাবনা নেই।
|
তিন কিলো সোনা-সহ এক যুবককে গ্রেফতার করলেন শুল্ক বিভাগের অফিসারেরা। রবিবার, শিয়ালদহ স্টেশন থেকে। শুল্ক বিভাগের কমিশনার (প্রিভেনটিভ) অমিতকুমার রায় জানান, ব্যাগে সোনা নিয়ে দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে ছিলেন যশমিত সিংহ নামে ওই যুবক। শুল্ক বিভাগের অভিযোগ, ৯৭ লক্ষ টাকা মূল্যের ওই সোনা ব্যাঙ্কক থেকে দিল্লিতে পাচারের চেষ্টা হচ্ছিল। এ দিন ধৃতকে আদালতে তোলা হয়। তাঁর কাছে এক কোটি টাকার কম মূল্যের সোনা থাকায় বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন।
|
মহেশতলার বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দিচ্ছে রাজ্য। সোমবার মহাকরণে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসকের তদন্তে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন ২২ জন রিকশাচালক, ১৭ জন দর্জি। নষ্ট হয়েছে বাসনপত্র ও একটি মার্বেল কাটার যন্ত্র। এঁদেরকে যথাক্রমে ৯ হাজার ও ৫ হাজার টাকা এবং বাকি দুই ক্ষেত্রে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। অন্য দিকে, এ দিনই ভোরে আগুন লাগে বিড়লাপুর জুটমিলের একটি ইউনিটে। চার ঘণ্টায় তা নিয়ন্ত্রণে আসে। শর্ট-সার্কিট থেকেই দুর্ঘটনা বলে অনুমান দমকলের। মিলের জনসংযোগ আধিকারিক বিশ্বজিৎ মতিলাল বলেন, “ক্ষয়ক্ষতির হিসেব করা হচ্ছে।”
|
বাসের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। সোমবার, গার্ডেনরিচ ফাঁড়ির সামনে। মৃতের নাম মহম্মদ ইয়ানুর (১৭)। পুলিশ জানায়, ইয়ানুর রাস্তা পেরোনোর সময়ে দুর্ঘটনা ঘটে। চালক-সহ বাসটি আটক করেছে পুলিশ। |