ফের বিদ্যুতের মাসুল বাড়ল সিইএসসি এলাকায়। এই দফায় ইউনিট-পিছু গড়ে ছ’পয়সা করে মাসুল বাড়ছে। এর ফলে সিইএসসি-র গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ছ’টাকা তিন পয়সা থেকে বেড়ে হচ্ছে ছ’টাকা ন’পয়সা। সিইএসসি-র এক কর্তা সোমবার জানান, ডিসেম্বরে নতুন হারে বিদ্যুতের মাসুল দিতে হবে। চলতি আর্থিক বছরের এপ্রিল থেকে নভেম্বর গত আট মাসের ক্ষেত্রে এই বর্ধিত মাসুলও গ্রাহকদের কাছ থেকে আটটি কিস্তিতে বিলের সঙ্গে নেওয়া হবে।
২০১২-’১৩ অর্থবর্ষের জন্য রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতেই সিইএসসি-র বিদ্যুতের মাসুল বৃদ্ধির কথা জানানো হয়েছে।
রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার বিদ্যুতের মাসুলেরও উল্লেখ আছে কমিশনের ওই বিজ্ঞপ্তিতে। বণ্টন সংস্থার গ্রাহকদের জন্য সুখবর আছে তাতে। এই মুহূর্তে ওই গ্রাহকদের বিদ্যুতের দাম বাড়ছে না। ইউনিট-পিছু গড় মাসুল পাঁচ টাকা ৮২ পয়সাই বহাল থাকল। শুধু কয়লার দাম বাবদ বকেয়া কিছু পাওনা আগামী চার বছর ধরে ৪৮টি কিস্তিতে নেওয়া হবে গ্রাহকদের কাছ থেকে। বিদ্যুতের বিলে অবশ্য তার বিশেষ কোনও প্রভাব পড়বে না বলেই রাজ্যের বিদ্যুৎকর্তারা দাবি করছেন। তবে বড় বড় কল-কারখানা, শপিং মলের মতো যে-সব ক্ষেত্রে অনেক বেশি হাইভোল্টেজ বিদ্যুৎ ব্যবহৃত হয়, সেখানে সরকারি ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে। ফলে ওই ধরনের সংস্থার বিদ্যুতের বিল কিছুটা বাড়বে বলে সংস্থা সূত্রের খবর।
মাসুল না-বাড়ায় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্তারা অবশ্য কিছুটা হতাশ। তবে পুরনো হারে মাসুল নিলেও সংস্থার বিশেষ আর্থিক লোকসান হবে না বলেই জানাচ্ছেন তাঁরা। বিদ্যুৎকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী দিনে কয়লার দাম না-বাড়লে সরকারি বিদ্যুতের দামের কোনও হেরফের হবে না।
রাজ্যে ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, বিদ্যুতের মাসুল বাড়ানো যাবে না। তার জেরে বিপুল আর্থিক লোকসানের মুখে পড়ে গেলেও গত আর্থিক বর্ষে মাসুল বৃদ্ধির ব্যাপারে রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের কাছে কোনও আবেদনই করতে পারেনি বিদ্যুৎ বণ্টন সংস্থা। শেষে বাস্তব পরিস্থিতি বুঝতে পেরে রাজ্য সরকার ঘুরপথে বিদ্যুতের মাসুল বাড়ানোর অনুমতি দেয়। সেই অনুযায়ী গত অগস্টে বণ্টন সংস্থা ২০১২-’১৩ অর্থবর্ষের জন্য কমিশনের কাছে মাসুল সংশোধনের আবেদন জানানোর সুযোগ পায়। এ দিন সেই মাসুলেরই ইউনিট-পিছু দাম ঠিক করে দিয়েছে রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন। |