সময় মতো রান্নার গ্যাস দেওয়া ও গ্যাস নিয়ে সমস্তরকম বেনিয়ম বন্ধের দাবিতে সোমবার শাসকদল তৃণমূলের পক্ষ থেকে সাঁইথিয়া শহরে একটি মিছিল হয়। পরে ৮ দফা দাবিতে গ্যাস ডিস্ট্রিবিউটরকে স্মারকলিপি দেওয়া হয়। সাঁইথিয়ার গ্যাস ডিস্ট্রিবিউটর দেবাশিস সাহা বলেন, “গ্যাস নিয়ে সদর মহকুমাশাসকের কার্যালয়ে বৈঠকের পরে যে সিদ্ধান্ত হয়েছিল তা সম্পূর্ণ বাস্তবায়িত করা যায়নি। তার প্রধান কারণ, পুজোর আগে গ্যাস সাপ্লাইয়ে ঘাটতি। তাই বাধ্য হয়ে পরিস্থিতি অনুযায়ী কিছু সিদ্ধান্ত নিতে হয়েছিল। ভুয়ো কানেকশন অবশ্যই বাতিল করে দেওয়া হবে। দুর্নীতি বা কালোবাজারির অভিযোগ ঠিক নয়। এ দিনের স্মারকলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।”
|
জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি গুদামে মজুত উদ্বৃত্ত চাল বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকাগুলিতে বিলি করবে রাজ্য সরকার। রবিবার রাতে তারাপীঠে পুজো দিতে এসে এমনটাই জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি তিনি বলেন, “ফড়ে বা দালালদের মাধ্যমে নয়, সরকার নির্ধারিত সহায়ক মূল্যে বীরভূম জেলায় ১২টি শিবির করে সরাসরি প্রকৃত চাষিদের কাছ থেকেই ধান কিনবে রাজ্য সরকার।” তবে ধান কেনার ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর সহায়তা নেওয়া হবে না বলেই তিনি জানিয়েছেন। তাঁর দাবি, “স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ধান কেনার ক্ষেত্রে টাকা পয়সা লেনদেনে সমস্যা আছে।” সমস্যার বিষয়ে অবশ্য খুলে বলতে চাননি মন্ত্রী।
|
এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে থেকে সাইকেল চুরি করতে গিয়ে গিয়ে ধরা পড়ে গেল এক যুবক। পরে বাসিন্দাদের কাছ থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে রামপুরহাট গাঁধী পার্ক স্টেডিয়াম লাগোয়া এলাকায়। |