কংগ্রেস উপপ্রধানের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে চাপান-উতোর তৈরি হল পূর্বস্থলীতে। রবিবার পূর্বস্থলীর পাটুলিতে একটি সভায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন বেশ কয়েক জন। সেই তালিকায় নাম ছিল পূর্বস্থলী ২ ব্লকের পিলা পঞ্চায়েতের উপপ্রধান সাবির দফাদারের। তৃণমূলের দাবি, তিনি সভায় এসেছিলেন। কিন্তু সোমবার ওই উপপ্রধানের দাবি, “রবিবার ব্যক্তিগত কাজে সারা দিন ব্যস্ত ছিলাম। তৃণমূলে যোগদানের কথা ঠিক নয়।” কেন তিনি এমন মন্তব্য করলেন, তা খোঁজ নিয়ে দেখা হবে বলে জানান পূর্বস্থলীর (উত্তর) তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়।
|
‘উইমেন্স ইন পাবলিক সেক্টর’-এর ইসিএল শাখার উদ্যোগে মহিলা কর্মীদের ‘কেরিয়ার গ্রোথ’ শীর্ষক অনুষ্ঠান আয়োজিত হল ইসিএলের বাঁকোলায়। ডাম্পার থেকে হোলপ্যাক চালান এমন ১৫ জন মহিলা কর্মীকে পুরস্কৃত করা হয় ওই সভায়। এই কাজের জন্য আরও দশ জন মহিলা কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ছিলেন ইসিএলের ডিরেক্টর পার্সোনেল সুশীল শ্রীবাস্তব, সিএমডি-র কারিগরি সচিব নীলাদ্রি রায়।
|
আট মাস ধরে অনিয়মিত জল সরবরাহ হচ্ছে পরাশিয়া এলাকায়। তার প্রতিকারের দাবিতে যুব তৃণমূলের নেতৃত্বেকেন্দা খনিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের নেতা উদিপ সিংহ জানান, আট মাস ধরে সপ্তাহে দু’দিন জল মিলছে না। এরিয়ার এডিএম শেখর সুমন অবিলম্বে প্রতিকারের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়।
|
বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে অন্ডালের খান্দরায় বিধানচন্দ্র প্রতিবন্ধী কেন্দ্রের উদ্যোগে একটি মিছিল করলেন ১৫০ জন প্রতিবন্ধী পড়ুয়া। এদিন তাদের জন্য একটি ‘বসে আঁকো’ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
|
দুর্গাপুর
বিরষা মুন্ডা সংহতি মেলা। পলাশতলা কলোনি। উদ্যোগ: পলাশতলা আদিবাসী উটনাও গাঁওতা।
সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। গ্যামন ব্রিজ মাঠ। দুপুর আড়াইটা। উদ্যোগ: দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা।
ফুটবল প্রতিযোগিতা। ক্লাবের মাঠ। দুপুর আড়াইটা। উদ্যোগ: এরিয়া ২ ও মিলন চক্র ক্লাব। |