অদিতির ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ |
অদিতি ঘটকের মৃত্যুর ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে তাঁর। শরীরে কোনও মাদকের প্রমাণ মেলেনি। বেপরোয়াভাবে গাড়ি চালানোয় এই বিপত্তি বলে প্রাথমিক অনুমান পুলিশের। এ ছাড়া, জ্ঞানজিত্ পটারের লাইসেন্স ছিল কি না বা সে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। শুধু তাই নয়, যে দু’জন তরুণী ওই গাড়িতে ছিলেন তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশসূত্রে খবর।
|
বনগাঁ-চাকদহ রোডে লরি-গাড়ির সংঘর্ষ, মৃত ৪ |
গত কাল রাত ২টো নাগাদ বনগাঁ-চাকদহ রোডে যাত্রীবাহী গাড়ির সঙ্গে লরির সংঘর্ষে মৃত্যু হল একই পরিবারের ৪ জনের। আহত আরও ৭। এঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানান্তিরত করা হয়েছে কলকাতার একটি হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিয়ে বাড়ি থেকে একটি স্করপিও গাড়িতে নদিয়ার দত্তফুলিয়ায় ফিরছিলেন ১১ জন। গোপালনগর থানার সন্তোষপুরে রাস্তায় টাকা আদায় করছিলেন এক দল পুলিশকর্মী। রাস্তার পাশে দাঁড়িয়েছিল যাত্রাবাহী গাড়িটি। পুলিশের হাত থেকে বাঁচতে গরু পাচারকারী লরিটি সোজা ধাক্কা মারে ওই গাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।
|
নিরাপত্তারক্ষীর রহস্যজনক মৃত্যু |
মুর্শিদাবাদ স্টেশন লাগোয়া জায়গা থেকে এক বেসরকারি সংস্থার নিরাপত্তাকর্মীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় বাসিন্দারা তাঁর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। জানা গিয়েছে, আজিমগঞ্জের কাছে একটি সেতু তৈরির কাজ চলছে। সেই ইমারতি দ্রব্যের রক্ষার দায়িত্বে ছিলেন তিনি। গত রাতে ওই রক্ষীর সঙ্গে আরও ৮ জন পাহারার কাজে নিযুক্ত ছিলেন। পুলিশের কাছে অন্য নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, প্রচণ্ড ঠাণ্ডার জন্য রাতে আগুন পোহাচ্ছিলেন ওই রক্ষী। তবে, কী ভাবে তাঁর আগুনে পুড়ে মত্যু হয়েছে তা জানাতে পারেরনি নিরাপত্তারক্ষীরা। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
|
সেচ কুয়োয় পড়ে হস্তি শাবকের মৃত্যু |
গত রাতে সেচকুয়োয় পড়ে মৃত্যু হয়েছে এক হস্তি শাবকের। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার ঝালদা থানার দুরকু গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেচ কুয়োর পাশ দিয়ে একটি পূর্ণবয়স্ক হাতি ও শাবক যাওয়ার সময় পিছলে পড়ে যায়। পড়ে যাওয়ার কিছু ক্ষণের মধ্যে গুরুতর আহত অবস্থায় মৃত্যু হয় শাবকটির। তবে পূর্ণবয়স্ক হাতিটিকে এখনও উদ্ধার করা যায়নি। ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বন দফতরের কর্মীরা।
|
বজবজের বিড়লাপুর জুটমিলের গুদামে আগুন লাগে আজ ভোররাতে। শ্রমিকরা প্রথমে দেখতে পেয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। আগুন ক্রমশ ছড়িয়ে পড়ায় খবর দেওয়া হয় দমকলে। ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গিয়েছে। গুদামে থাকা অতি দাহ্য পদার্থ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের।
|