১৩ জুলাই ২০১১, সারেঙ্গা
• বাঁকুড়ায় তথ্য প্রযুক্তি হাব: ঘোষণার ৯ মাস পরে বড়জোড়ায় শিলান্যাস।নির্মাণ শুরু হয়নি এখনও।
•খাতড়া মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক: কাজ চলছে।
• ৭ টি ইন্টিগ্রেটেড আবাসিক স্কুল: ২টির কাজ শুরু হয়েছে। ৪টি-র ওয়ার্ক অর্ডার, ১টি-র টেন্ডার হয়েছে।
• ১৫ টি ছাত্রী আবাস: ওয়ার্ক অর্ডার হয়েছে।
• জঙ্গলমহলে কাজে আসা চিকিৎসকদের নতুন আবাসন: নির্মাণ চলছে।
• প্রতি ব্লকে কৃষক বন্ধু নিয়োগ: হয়নি।
• কোতুলপুর ও ইন্দাসে মহিলা কলেজ: কাজ এগোয়নি।
• বৈতল ও জয়রামবাটিতে দু’টি কলেজ: রাজ্য সরকারের কাছে প্রস্তাব গিয়েছে। |
১১ নভেম্বর ২০১১, বাঁকুড়া সাকির্ট হাউস
• চারটি ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা ইউনিট: রাইপুর, সারেঙ্গা, রানিবাঁধ ও সিমলাপাল ব্লকে চালু হয়েছে।
• ৩৫৬ টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় নির্মাণ: ৩২৪টির অনুমোদন মিলেছে। ২৫৫টি তৈরি হয়ে পড়াশোনা শুরু হয়েছে।
• ৮টি মডেল স্কুল: নির্মাণ চলছে।
• ৪১টি উচ্চ মাধ্যমিক স্কুল: ৩৮টি স্কুল মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীত। |
১৩ এপ্রিল ২০১২, বড়জোড়া
• জেলায় কয়েকটি সুপার স্পেশালিটি হাসপাতাল: ওন্দা ও ছাতনার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। বাকিগুলি কোথায় হবে পরিষ্কার নয়।
• শালতোড়া ও শুশুনিয়ায় ইকো ট্যুরিজম: শুশুনিয়ার কাজ কিছুটা এগোলেও শালতোড়ায় থমকে।
• শুশুনিয়ায় কৃষি কলেজ: জমি চিহ্নিত হয়েছে।
• তিনটি কিষাণমান্ডি: বড়জোড়া ও কোতুলপুরে প্রাথমিক কাজ শুরু। বরাদ্দ ১১ কোটি টাকা। ছাতনায় জমি চিহ্নিত। |
তথ্য সূত্র: জেলা প্রশাসন। |
১১ নভেম্বর ২০১১, পুরুলিয়া
• ছড়রায় পরিত্যক্ত বিমানবন্দর পুননির্মাণ: কাজ এগোয়নি।
• অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড় ও পঞ্চকোট (গড় পঞ্চকোট) পাহাড়কে ঘিরে পর্যটন কেন্দ্র: অযোধ্যা পাহাড় ও জয়চণ্ডীর জন্য প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ। পঞ্চকোট পায়নি।
• ২০টি মডেল স্কুল: ২০টি ব্লকেই জমি চিহ্নিত। আড়শা, বলরামপুর ও মানবাজার ২ ব্লকের জন্য কিছু অর্থ মিলেছে।
• ৮টি ছাত্রী-আবাস: কোটশিলায় নির্মাণ শেষ। নির্মাণ চলছে আড়শা, পাড়া, রঘুনাথপুর ও বাঘমুণ্ডিতে। সাঁতুড়িতে নির্মাণ শুরু হবে। ঝালদা, মানবাজার ১ ব্লকের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে।
• বাঘমুণ্ডিতে পলিটেকনিক কলেজ: জমি সমতল চলছে। ১০ কোটি টাকার মধ্যে মিলেছে ২ কোটি।
• স্পোর্টস অ্যাকাডেমি: খেলোয়াড়দের আবাসন ও মাঠ তৈরির জন্য প্রাথমিক ভাবে ২ কোটি ৭ লক্ষ টাকার প্রস্তাব গিয়েছে। বরাদ্দ হয়েছে ৫০ লক্ষ টাকা।
• ঝালদায় বৃত্তিমূলক প্রশিক্ষণকেন্দ্র: গত এপ্রিলে উদ্বোধন হয়েছে। প্রশিক্ষণও চলছে। |
তথ্য সূত্র: জেলা প্রশাসন। |