|
|
|
|
উপদল নয়, কৌশলে কর্মীদের বার্তা বিমানের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের গোষ্ঠী-দ্বন্দ্ব এড়িয়ে ঐক্য মজবুত করার বার্তা দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু।
রবিবার বারুইপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা দফতরে পি সুন্দরাইয়ার জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ধিত জেলা কমিটির সভায় বক্তৃতা করেন বিমানবাবু। সেখানে সুন্দরাইয়ার জীবনের নানা দিক ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “পি সুন্দরাইয়া দল করতেন। উপদল করতেন না।” তাঁর মন্তব্যকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে জেলা সিপিএমের একাংশ। তাদের মতে, ২০০৮ সালের পঞ্চায়েত ভোটে গোষ্ঠী-দ্বন্দ্বের প্রভাব পড়েছিল। তার কিছু রেশ থেকে গিয়েছে লোকসভা ও বিধানসভা ভোটেও। পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের সজাগ করতেই ওই মন্তব্য করেছেন রাজ্য সম্পাদক।
বারুইপুরে এ দিনই দক্ষিণ ২৪ পরগনা জেলা ও জোনাল কমিটির সদস্যদের সঙ্গে আসন্ন পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা সেরেছেন উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক গৌতম দেব। বড় সভার বদলে বাড়ি বাড়ি ঘুরে মানুষের মতামত এবং আর্থিক সাহায্য নেওয়ার পরামর্শ দেন তিনি। প্রতি এলাকায় পাঁচ-সাতটি বাড়ির সদস্যদের নিয়ে ছোট ছোট বৈঠক করার নির্দেশও দেন। জেলা সিপিএমের একাংশের ব্যাখা, বড় সভার খরচ বেশি। দল ক্ষমতায় না থাকায় বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগেই জোর দিয়েছেন তিনি।
সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ‘বিদ্রোহী’ নেতা রেজ্জাক মোল্লা সভায় যাননি। তিনি বলেন, “ক্যানিংয়ে খেলার মাধ্যমে জনসংযোগ করা হচ্ছে। কম বয়সী ছেলেরা আমন্ত্রণ করেছে। ওরাই ভবিষ্যৎ। তাই ওদের সঙ্গে ছিলাম। আমার আর পঞ্চায়েত নির্বাচন নিয়ে কী বোঝার আছে?” রেজ্জাকের অনুপস্থিতি নিয়ে জল্পনা ঠেকাতে দলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তী বলেন, “রেজ্জাকদা সংগঠনের কাজেই রয়েছেন। এই ধরনের বৈঠকে সকলের উপস্থিতি আবশ্যক নয়।” কিছু দিন আগেই জেলায় দলের একটি সাধারণ সভায় একই ভাবে অনুপস্থিত ছিলেন রেজ্জাক। সেই সভায় বক্তা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। |
|
|
|
|
|