স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার নিয়ে সংঘর্ষ হয়েছে বাম ও তৃণমূল সমর্থকদের। শনিবার দুপুরে দিনহাটার আবুতারা এলাকার ঘটনা। তাতে উভয়পক্ষের অন্তত ২০ জন জখম হন। তাঁদের মধ্যে ৬ জন দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “মনোনয়ন প্রত্যাহারের ঘটনা নিয়ে দু’পক্ষের গোলমাল হয়। উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হন। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।”
দিনহাটার আবুতারা হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনে ৯ ডিসেম্বর ভোট হবে। সিপিএম ও ফরওয়ার্ড ব্লক সমর্থিতরা ছ’টি আসনে মনোনয়ন জমা দেন। তৃণমূল সমর্থিতরাও ওই আসনগুলিতে মনোনয়ন জমা দেন। শনিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের দিন। এ দিন তৃণমূল সমর্থিত কমল বর্মন মনোনয়ন প্রত্যাহার করে নেন। কমলবাবুকে বাম সমর্থকরা জোর করে মনোনয়ন পত্র প্রত্যাহার করিয়েছেন বলে চাউর হয়। এর পরেই উত্তেজনা ছড়ায়।
দু’পক্ষের সমর্থকরা লাঠিসোটা, অস্ত্র, ইট-পাথর নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “কমলবাবুকে জোর করে তুলে নিয়ে যান বাম সমর্থকরা। পরিস্থিতির জেরে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। ঘটনাটি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায়। আগে থেকে তৈরি থাকা বাম মদতপুষ্ট দুষ্কৃতীরা আমাদের লোকের উপর হামলা চালায়। ১২ জন জখম হয়েছেন।”
ফরওয়ার্ড ব্লকের দিনহাটা পূর্ব জোনাল সম্পাদক রুহিদাস সরকারের অভিযোগ, “ভুল বুঝিয়ে সই করিয়ে তৃণমূল যাঁদের নামে মনোনয়ন পত্র জমা দেয়, তাঁদের একজন মনোনয়ন প্রত্যাহার করেন। এর পরেই আচমকা আমাদের সমর্থকদের ওপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। সিপিএমের এক কর্মীর মাথায় দা দিয়ে আঘাত করা হয়েছে। সব মিলিয়ে ৮ জন জখম হন।” প্রসঙ্গত, এর আগে ওই স্কুল নির্বাচনে বামেরা জয়ী হয়। |