মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু-মৃত্যু সংক্রান্ত তথ্য আড়ালের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান ও নগরোন্নয়ন মন্ত্রী দীপা দাশমুন্সি হাসপাতালে যান। দুই মন্ত্রী মেডিক্যাল কলেজে দাঁড়িয়ে শিশু-মৃত্যুর তথ্য দেখিয়ে বলেন, “২০১১-এ মালদহ মেডিক্যাল কলেজে ৬৪৯টি শিশুর মৃত্যু হয়। চলতি বছরের নভেম্বর পর্যন্ত ৯৮৬টি শিশু মারা গিয়েছে। শুধু নভেম্বরেই ৯১টি শিশুর মৃত্যু হয়েছে। অথচ রাজ্য বলছে মালদহ মেডিক্যাল কলেজে শিশু-মৃত্যু কমেছে। এটা তথ্য আড়ালের সামিল।” মালদহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ উচ্ছ্বল ভদ্র অবশ্য দাবি করেন, হাসপাতালের ফি বছর অসুস্থ শিশু ভর্তির সংখ্যা বাড়ছে। তিনি বলেন, “গত বছরের চেয়ে এবছর মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু বিভাগে বেশি রোগী ভর্তি হয়। স্বাভাবিক ভাবে শিশু মৃত্যুর সংখ্যাও বেড়েছে।” স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসপাতাল ঘুরে দাবি করেন, রাজ্যের স্বাস্থ্য দফতর তাঁকে পাঠানো রিপোর্টে জানিয়েছিল, মালদহ মেডিক্যাল কলেজে যে সমস্ত শিশু মারা যাচ্ছে তাদের বেশিরভাগই বিহার ও ঝাড়খন্ডের। তিনি বলেন, “পরিদর্শনে গিয়ে জানলাম, মৃত শিশুদের বেশিরভাগই মালদহের। কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট করব ও মেডিক্যাল কাউন্সিলকে জানাব।” দীপাদেবীর কথায়, “হাসপাতালের ছবিটা হতাশার। করিডরে রোগীরা পড়ে রয়েছেন। সরকার সাধারণ মানুষের চোখে ধুলো দিতে চাইছে।”
|
অন্তত এক বছর পর দার্জিলিঙে পঞ্চায়েত নির্বাচন হবে বলে জানিয়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শনিবার দার্জিলিং পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে ওই কথা জানান মন্ত্রী। তাঁর কথায়, “এখনই নয়, এক বছর পর দার্জিলিঙের পঞ্চায়েত নির্বাচন হবে। তার আগে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন হবে। সেই মোতাবেক সরকার ব্যবস্থা নেবে।” তবে নির্বাচন ত্রিস্তরীয় হবে না অন্য দ্বিস্তরীয় ব্যবস্থায় করা হবে তা নিয়ে কোনও মন্তব্য করেননি মন্ত্রী। তিনি শুধু বলেছেন, “আইন মেনে সব করা হবে।” সম্প্রতি গোর্খা জনমুক্তির মোর্চার তরফে পাহাড়ে দ্রুত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দাবি তোলা হয়। সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মোর্চা নেতারা ওই দাবি জানান। প্রশাসনিক সূত্রের খবর, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) গঠনের পর মোর্চার দাবি মেনে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন করতে সংবিধান বদলের বিষয়ও রয়েছে। সেই ক্ষেত্রে তা যে দ্রুত করা সম্ভব নয় তা রাজ্যের তরফে মোর্চা নেতাদের জানিয়ে দেওয়া হয়। এদিন মন্ত্রীর বক্তব্যের পর মোর্চা নেতা তথা জিটিএ-র তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্বপ্রাপ্ত সদস্য বিনয় তামাং বলেন, “পঞ্চায়েত নির্বাচন আমরাও চাই। কিন্তু করতে কিছু সময় তো লাগবেই। মন্ত্রী সেই জন্যই সময়ের কথা হয়ত বলেছেন।” মন্ত্রী জানান, পাহাড়ের উন্নয়নের জন্য রাজ্য সরকার সব সময় সচেষ্ট।
|
ছিনতাইয়ের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে প্রধাননগর থানার পুলিশ চম্পাসারি ও জনতানগর থেকে তাদের গ্রেফতার করে। ধৃতদের নাম নির্মল দাস, পঙ্কজ রাজমল, এবং রাজু রায়। পঙ্কজের বাড়ি চম্পাসারিতে, বাকি দু’জনের বাড়ি জনতানগরে। ধৃতদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও কানের অলঙ্কার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, গত ২৪ নভেম্বর রাতে দাগাপুর চা বাগানে ঘুরতে যান ব্যবসায়ী রাজেন্দ্র সা এবং তাঁর এক আত্নীয়া। সে সময় তিন যুবক তাদের ধারাল অস্ত্র দেখিয়ে ৮ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও মহিলার কানের অলঙ্কার ছিনিয়ে নেয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ওই দিনই প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন রাজেন্দ্রবাবু। মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। ধৃত নির্মল ও পঙ্কজের বিরুদ্ধে এর আগেও ছিনতাইয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাদের খুঁজছিল। শিলিগুড়ির ডেপুটি পুলিশ সুপার ও জি পাল বলেন, “ছিনতাই হওয়া জিনিসের কিছুটা উদ্ধার হয়েছে। ধৃতদের মধ্যে দু’জনের বিরুদ্ধে এর আগেও ছিনতাইয়ের মামলা হয়েছে বলে প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি। ঘটনার তদন্ত চলছে।”
|
সিপিএম সমর্থক শ্রমিকদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে কুমারগ্রামের চকচকায় রায়ডাক নদী থেকে বালি-পাথর তোলার সময় ওই ঘটনা ঘটে। অভিযোগ, তৃণমূল সমর্থকেরা দলীয় পতাকা নিয়ে শ্রমিকদের উপরে হামলা চালায়। ওই ঘটনায় দু’পক্ষের ২৪ জন জখম হয়েছেন। সিপিএমের কুমারগ্রাম জোনাল কমিটির সম্পাদক গরেন রায় বলেন, “তৃণমূলের সমর্থকরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। জখম শ্রমিকদের মধ্যে ১৮ জন আমাদের সমর্থক।” তৃণমূলের কুমারগ্রাম ব্লক সভাপতি দুলাল দে বলেন, “সিপিএমের কিছু নেতা শ্রমিকদের সামনে রেখে নদী থেকে অবৈধ ভাবে বালি-পাথর তুলে টাকা রোজগার করছে। প্রতিবাদ জানাতে গেলে সিপিএম সমর্থকরা হামলা চালায়।” আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে দু’টি মামলা রুজু করা হয়েছে।”
|
শুক্রবার গভীর রাতে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, উৎসস্থল ছিল পশ্চিম সিকিম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। উৎসস্থল থেকে ১০ কিলোমিটার এলাকা জুড়ে কম্পনের তীব্রতা ছিল সবচেয়ে বেশি। সিকিম-সহ উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় কম্পন টের পাওয়া গিয়েছে। ভূমিকম্পের ফলে পশ্চিম সিকিমের বেশ কিছু রাস্তা ধস নেমে বন্ধ হয়ে যায়। শনিবার সকাল থেকে সব রাস্তার ধস সরানোর কাজ শুরু হয়েছে বলে পশ্চিম সিকিমের জেলা শাসকের দফতর সূত্রে জানানো হয়েছে। বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই বলেই জানা গিয়েছে।
|
ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার ঘটনা। মৃতের নাম প্রদীপ সরকার (৩৩)। বাড়ি ইসলামপুরের মিলনপল্লিতে। |