রায়গঞ্জে এইমস-এর ধাঁচের হাসপাতাল গড়ার দাবিতে শেষ পর্যন্ত মহাকরণ অভিযানে নামতে চলেছে কংগ্রেস।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সি শনিবার জানান, ওই হাসপাতাল গড়তে জমি অধিগ্রহণের প্রশ্নে আগামী বছরের গোড়ায়, ৩ অথবা ১০ জানুয়ারি তাঁরা ‘মহাকরণ চলো’ অভিযান করবেন।
তিনি এ দিন বলেন, “হাসপাতাল তৈরি নিয়ে তৃণমূল ও রাজ্য সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে। রাজনৈতিক ষড়যন্ত্র করে রাজ্য সরকার রায়গঞ্জে জমি অধিগ্রহণ করছে না। তাই জমি অধিগ্রহণের দাবিতে আগামী ৩ অথবা ১০ জানুয়ারি প্রদেশ কংগ্রেসের তরফে মহাকরণ চলো অভিযান আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি জানান, ওই দিন কংগ্রেসের কয়েক হাজার কর্মী-সমর্থক মহাকরণের সামনে বিক্ষোভ দেখিয়ে জমি অধিগ্রহণের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা দেবেন। কংগ্রেসের ওই আন্দোলন আদপেই সরকারের অনুমোদন পাবে কি না তা নিয়ে তাঁর যে সংশয় রয়েছে, দীপা তা কবুল করেছেন। তবে তাঁর হুঁশিয়ারি, “রাজ্য সরকার অনুমতি না দিলেও আন্দোলন থেমে থাকবে না।”
পক্ষান্তরে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের কটাক্ষ, “উনি তো কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে মার্চ মাসে হাসপাতালের শিলান্যাস হবে বলে ঘোষণা করে দিয়েছেন। তা হলে আবার এই আন্দোলন কেন?” গৌতমবাবুর অভিযোগ, এইমস নিয়ে দীপাদেবী ‘রাজনীতি’ করতে চাইছেন। তাঁর পাল্টা হুমকি, “‘মহাকরণ চলো’ অভিযানের মোকাবিলা রাজনৈতিক ভাবে করব আমরাও।”
এইমস-এর ধাঁচের হাসপাতাল গড়তে রায়গঞ্জে রাজ্য সরকার যে জমি অধিগ্রহণ করবে না সম্প্রতি তা স্পষ্ট করে দিয়েছেন গৌতমবাবু। তাঁর দাবি ছিল, কল্যাণীতে হাসপাতাল তৈরির জন্য পরিকাঠামো তৈরি রয়েছে। ফলে, সেখানেই আগে হাসপাতাল তৈরি করতে চায় রাজ্য সরকার। পরে, জমি পেলে রায়গঞ্জে এইমসের দ্বিতীয় ক্যাম্পাস তৈরির প্রশ্নে অবশ্য আপত্তি নেই সরকারের। তবে সেখানে কংগ্রেস ‘গায়ের জোরে’ জমি অধিগ্রহণ করে হাসপাতালের শিলান্যাস করলে তা সরকার মেনে নেবে না। তাঁর প্রশ্ন ছিল, রায়গঞ্জের চাষিরা যদি স্বেচ্ছায় জমি দিতে ইচ্ছুক হন, তবে সেই ইচ্ছুক চাষিদের নিয়ে কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন না দীপাদেবী।
এ ব্যাপারে দীপাদেবীর বক্তব্য, রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে দিলে ভাল। কিন্তু ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ করে জমি অধিগ্রহণ না করলে কেন্দ্রীয় সরকার সংবিধান মেনেই আগামী মার্চে জমি অধিগ্রহণ করে হাসপাতালের শিলান্যাস করবে। কী প্রক্রিয়ায় জমি অধিগ্রহণ করা যায়, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
তাঁর অভিযোগ, “কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রায়গঞ্জে এইমস-এর ধাঁচে হাসপাতাল তৈরি হওয়ার কথা। চাষিরা স্বেচ্ছায় জমি দিতেও প্রস্তুত। কিন্তু জেলায় কংগ্রেস শক্তিশালী হওয়ায় রাজ্য সরকার জমি অধিগ্রহণে আর আগ্রহ দেখাচ্ছে না।” |