ইংরেজবাজার থানা ও বৈষ্ণবনগর থানার পুলিশ হানা গিয়ে সাড়ে ছয় লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে। ঘটনায় জড়িত সন্দেহে দুই বেঙ্গালুরুর বাসিন্দা-সহ তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। মালদহ জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “বাংলাদেশ থেকে জাল টাকা এ পারে ঢুকেছে। সেই টাকা রাজ্যের বাইরে পাচারের সময় তিন জনকে ধরা হয়েছে।” ধৃতদের নাম হাজিকুল শেখ, বিজয় কুমার এবং নরেন্দ্র প্রসাদ। বৃহস্পতিবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ মালদহ শহরের রথবাড়ি উড়ালপুলের কাছে হানা দিয়ে কালিয়াচকের ছোট মহদিপুরের বাসিন্দা হাজিকুলকে আটক করে তাঁর কাছ থেকে ২ লক্ষ টাকার জালনোট উদ্ধার করে। শুক্রবার দুপুরে বৈষ্ণনবনগর থানার পুলিশ লক্ষীপুর কাটা বাঁধের কাছে হানা দিয়ে কর্নাটকের দুই বাসিন্দাকে ধরে। তাঁদের কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকার জালনোট পুলিশ উদ্ধার করে। ধৃতেরা বেঙ্গালুরু থেকে ট্রেনে ধুলিয়ানে নেমে সড়কপথে দৌলতপুরে যায়। জালনোট নিয়ে ফেরার সময় পুলিশ তাদের ধরে।
|
ডিসেম্বরে ধান কেনা শুরু হবে |
মালদহের চাঁচল মহকুমার চাষিদের থেকে শিবির করে সরকারি সহায়ক দামে ধান কিনতে উদ্যোগী প্রশাসন। শিবিরে প্রকৃত চাষিরা যেন ধান বিক্রির সুযোগ পায় সে জন্য শুক্রবার দুপুরে মহকুমা প্রশাসনের তরফে বৈঠক করা হয়। ওই বৈঠকে ছিলেন মহকুমার ৬ ব্লককর্তা, পঞ্চায়েত সমিতি সভাপতি, পুলিশ আধিকারিক, চাল কল মালিক, কৃষি ও খাদ্য দফতরের প্রতিনিধিরা। ডিসেম্বরে ৬টি ব্লকে শিবির করে সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ১২৫০ টাকা দামে ধান কেনা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ১৩ ডিসেম্বর প্রথম শিবির হবে রতুয়া-২ ব্লকে। রতুয়া-১ ব্লকে ২৪ ডিসেম্বর, হরিশ্চন্দ্রপুর-১ ব্লকে ১৫ ডিসেম্বর, হরিশ্চন্দ্রপুর-২ ব্লকে ১৯ ডিসেম্বর, চাঁচল-১ ব্লকে ১৮ ডিসেম্বর এবং চাঁচল-২ ব্লকে ২৮ ডিসেম্বর শিবির হবে। একজন চাষি সর্বাধিক ১০ কুইন্টাল ধান বেচতে পারবেন। প্রতি শিবিরে ধান কেনার লক্ষ্যমাত্রা য়েছে ৩ হাজার কুইন্টাল।
|
হলদিবাড়ি এবং জলপাইগুড়ির মধ্যে চলাচলকারী বাসগুলির অতিরিক্ত ভাড়া ফেরতের দাবি-সহ ৪ দফা দাবিতে স্মারকলিপি দিল এসইউসি। শুক্রবার হলদিবাড়ি বিডিওর কাছে ওই স্মারকলিপি দেওয়া হয়। এর আগে গত বুধবার দলের পক্ষ থেকে মিছিলও করা হয়। দলের তরফে জানানো হয়, বর্তমান বাস ভাড়া বৃদ্ধির আগে ১৪ দিন যাত্রীদের থেকে যে বেশি হারে ভাড়া নেওয়া হয় তা ফেরত দিতে হবে।
|
বৃহস্পতিবার রায়গঞ্জ থানার মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের টেনহরি এলাকার এক যুবককে গুলি করে দুই দুষ্কৃতী পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। জখম ওই যুবকের নাম সুমন চক্রবর্তী। তাঁর বা পায়ে গুলি লেগেছে। রায়গঞ্জ থানার আইসি সমীরকুমার পাল বলেন, “সুমনবাবুকে কয়েক বছর আগে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার মামলায় ধরা হয়েছিল। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে কোনও বেআইনি আগ্নেয়াস্ত্র থেকেই আচমকা গুলি ছিটকে সুমনবাবু জখম হন। |