• রাসমেলা এসে স্ত্রীর জন্য কিছু নিয়ে যাবেন না এমন সাহস ক’জনের আছে! দিনহাটার বিধায়ক কোচবিহার জেলা ফরওয়ার্ড ব্লকের সম্পাদক উদয়ন গুহ অন্তত ওই সাহস দেখাতে পারলেন না। শুক্রবার মেলায় যান তিনি। এক ফাঁকে স্ত্রীর পচ্ছন্দের মিষ্টি আচারের খোঁজ করেন। পেয়েও যান। |
• পুলিশ ক্যাম্প রয়েছে। আছে অস্থায়ী থানা, হাজত। কিন্তু মেলা শুরুর চার দিন পরেও পুলিশের জালে কেউ ধরা পড়েনি। তাই হাজত ফাঁকা। কেন এমনটা! পুলিশ সুপার প্রণব বললেন, “মেলা জমতে দিন। হাজত আর ফাঁকা থাকবে না।” |
• অঙ্ক কষে অবাক করছে সাবিত্রী। সার্কাসের তাঁবুতে সাবিত্রীর কাণ্ড দেখে হাততালিও পড়ছে। কেনই বা উচ্ছ্বাস বাড়বে না! সাবিত্রী আদতে একটি হাতি। রিং মাস্টারের নির্দেশ মেনে ০ থেকে ৯ ঠিক লিখে যাচ্ছে। |
• পরীক্ষা শেষ হতে ছাত্রছাত্রীরা হাজির রাসমেলায়। প্রথম দিন থেকে এমনটাই চলছে। ছেলেমেয়েদের ভিড় দেখে খুশি বিক্রেতারা। তাঁরা বলছেন, “পড়ুয়ার ভিড় দেখে স্বস্তি ফিরেছে।” |