পর পর শিশুমৃত্যুর মোকাবিলা করতে ৪ শিশু বিশেষজ্ঞ-সহ ১২ জন চিকিৎসককে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাচ্ছে রাজ্য সরকার। সাত দিনের মধ্যেই ১২ জন চিকিৎসক কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ উচ্ছ্বল ভদ্র। শুক্রবার তিনি বলেন, “স্বাস্থ্য দফতরের টাস্ক ফোর্স চেয়ারম্যান ত্রিদিব বন্দোপাধ্যায় আমাকে জানিয়েছেন, মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪ শিশু বিশেষজ্ঞ, ৪ স্ত্রীরোগ বিশেষজ্ঞ-সহ ১২ জনকে পাঠানো হচ্ছে। |
এ দিনই শিশু মৃত্যুর ঘটনা নিয়ে অধ্যক্ষ, সুপার ও আধিকারিকদের ডেকে ভর্ৎসনা করেছেন মালদহ জেলা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা পযর্টন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী। তিনি আধিকারিকদের প্রতি দিন তিন বার করে প্রতিটি ওয়ার্ড পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে রোগীদের কী অসুবিধা হচ্ছে তা দেখতে বলেছেন। প্রতি দিন কত জন হাসপাতালে ভর্তি হচ্ছেন, কত জন মারা যাচ্ছেন তার তালিকা প্রকাশ্যে টাঙিয়ে রিপোর্ট সরকার এবং তাঁর কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন কৃষ্ণেন্দুবাবু। গত ১৯ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ১০ দিনে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৬টি শিশু মারা যাওয়ার ঘটনা উদ্বিগ্ন মন্ত্রী এ দিন বলেন, “সাধারণ মানুষ হাসপাতালে সাহায্য পাচ্ছেন না এই অভিযোগ কানে এলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।”
এদিকে দুপুরে শিশু মৃত্যু নিয়ে রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে রাস্তায় নামে মালদহ জেলা মহিলা কংগ্রেস। শতাধিক মহিলা শহরে মৌন মিছিল করেন এর প্রতিবাদ জানান। জেলা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ, শনিবার কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি মালদহে আসছেন। তার পরে তিনি এবং কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যাবেন। |