টুকরো খবর
কর্ণজোড়ায় ঘোষণা দীপার, রায়গঞ্জে হাসপাতাল শুধু সময়ের অপেক্ষা
রাজ্য সরকার এইমসের ধাঁচে হাসপাতাল প্রথমে কল্যাণীতে করার পক্ষে মত দিলেও কেন্দ্র সরকারি আইন মেনে রায়গঞ্জেই হাসপাতাল তৈরি করবে। শুক্রবার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা পরিষদ ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেন রায়গঞ্জের কংগ্রেস সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। দীপাদেবী বলেন, “রাজ্য রাজনৈতিক ষড়যন্ত্র করে জমি অধিগ্রহণ না করলেও কেন্দ্র জমি অধিগ্রহণ সমস্যা তাড়াতাড়ি মেটানোর চেষ্টা করছে। কেন্দ্রীয় সরকার রায়গঞ্জেই ওই হাসপাতাল প্রথম তৈরি করবে। শুধু সময়ের অপেক্ষা।” বৃহস্পতিবার রায়গঞ্জে সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব জানিয়েছিলেন, হাসপাতাল তৈরির জন্য রাজ্য রায়গঞ্জে জোর করে জমি অধিগ্রহণ করবে না। কল্যাণীতে হাসপাতাল তৈরির পরিকাঠামো তৈরি রয়েছে। তাই কল্যাণীতেই আগে হাসপাতাল তৈরি হোক। সরকারি জমি পেলে রায়গঞ্জে ওই হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস তৈরির পক্ষে রয়েছে রাজ্য সরকার। পাশাপাশি, গৌতমবাবু হুমকির সুরে জানিয়ে দিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার অসাংবিধানিক উপায়ে জমি অধিগ্রহণ করে হাসপাতাল শিলান্যাস করলে তবে তা রাজ্য তা মেনে নেবে না। এই প্রসঙ্গে দীপাদেবীর বক্তব্য, “কী প্রক্রিয়ায় জমি অধিগ্রহণ করে হাসপাতাল তৈরি করা হবে তা আজ, শনিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেব। তবে এতটুকু বলতে পারি হাসপাতাল তৈরির প্রক্রিয়া এগিয়েছে। গৌতমবাবুর কথায় গুরুত্ব দিচ্ছি না।” এদিনের অনুষ্ঠানে রায়গঞ্জের প্রাক্তন সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির কথা বলতে গিয়ে আবেগ বিহ্বল হয়ে পড়েন দীপাদেবী। তিনি জানান, প্রিয়বাবুর হাত ধরে রাজনীতি শিখেছি। তাঁর অবদানে জেলায় কংগ্রেস শক্তিশালী হয়েছে। গত চার বছর ধরে অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন। প্রিয়বাবুর উদ্যোগেই রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তাঁর স্বপ্নকে পূরণ করতে রায়গঞ্জেই ওই হাসপাতাল তৈরি করব। এ দিন দীপাদেবী রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হন।

নতুন রূপে শিশু বিভাগ
শিশু বিভাগের উদ্বোধনে সুকুমার হাঁসদা। ছবি: দেবরাজ ঘোষ।
শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলা হাসপাতালের সংস্কার হওয়া শিশু বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা। ঝাড়গ্রাম হাসপাতালের ৬টি ওয়ার্ডের সংস্কার ও সৌন্দর্যায়নের জন্য মোট ৫০ লক্ষ টাকা বরাদ্দ করেছে পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর। এর আগে ফিমেল মেডিসিন ওয়ার্ডটির সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ হয়ে গিয়ে নবরূপে সেটি চালু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বাকি ৪টি ওয়ার্ডের সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ পর্যায়ক্রমে হবে।

হাসপাতালে প্রতিনিধি দল
শয্যা বাড়ানোর প্রস্তাব থেকে কর্মীর অভাব, আরও এক্স-রে, আলট্রাসোনোগ্রাফির যন্ত্রের কথা মাল্টি ডিসিপ্লিনারি এক্সপার্ট কমিটির সদ্যদের জানালেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার ওই বিশেষ কমিটির ৭ সদস্যের দল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল ঘুরে দেখেন। রাজ্য স্বাস্থ্য দফতরের সঙ্গে এই মেডিক্যাল কলেজ হাসপাতালের সমন্বয় বাড়াতে ওই প্রতিনিধিরা এসেছিলেন বলে জানা গিয়েছে।

ডেঙ্গি-তরজা
ডেঙ্গি নিয়ে লোকসভায় আলোচনা কার্যত কেন্দ্র-রাজ্য তরজায় পরিণত হল। আজ লোকসভার বলতে উঠে তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন পশ্চিমবঙ্গ সরকার এই রোগ মোকাবিলায় সবচেয়ে এগিয়ে। তিনি জানান, রাজ্য উপযুক্ত পদক্ষেপ করায় পশ্চিমবঙ্গে কোনও মৃত্যু ঘটেনি। পরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ বিবৃতি দিয়ে জানান, চলতি বছরে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.