নির্ধারিত সময়ের আগেই পঞ্চায়েত ভোট হবে ধরে নিয়ে ঘর গোছাতে নেমে পড়ল সিপিএম এবং বিজেপি। পঞ্চায়েত ভোটের জন্য ২৫ ডিসেম্বরের মধ্যে প্রার্থী ঠিক করার নির্দেশ দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু। বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহও দলের জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করে দ্রুত প্রার্থী বাছাই এবং বুথ কমিটি গড়ে জনসংযোগের নির্দেশ দিলেন। পঞ্চায়েত ভোট এগিয়ে এলেও দল যাতে প্রস্তুত থাকতে পারে, সে জন্যই বিমানবাবু এবং রাহুলবাবুর এই নির্দেশ। চলতি সপ্তাহেই দলের প্রতিটি জেলা কমিটিকে ভোট-প্রস্তুতি শুরুর নির্দেশ দেবে আলিমুদ্দিন।
শুক্রবার দলের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভায় বিমানবাবু বলেন, আইনগত কিছু অসুবিধা থাকলেও নির্দিষ্ট সময়ের আগে পঞ্চায়েত ভোট হতে পারে। এটা ধরে নিয়েই দলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে। ডিসেম্বর মাসের মধ্যেই গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থী বাছাই সেরে ফেলতে হবে। ১৭-১৮ ডিসেম্বর আলিমুদ্দিনে সিপিএমের রাজ্য কমিটির সভা। সেখানে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে রিপোর্ট করবেন জেলা সম্পাদকরা।
এ বারের পঞ্চায়েত ভোটে ৫০% মহিলা প্রার্থী। মহিলা সংরক্ষণ কী পদ্ধতিতে হবে, তা নিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। ব্যালট পেপারের জন্য তিনটি পৃথক রঙের কাগজ কিনতে রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই টেন্ডার ডেকেছে। ভোট নিয়ে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও তাঁর সক্রিয়তা বাড়িয়েছেন। এই সব ঘটনা থেকেই সিপিএমের একাংশ মনে করছে, নির্দিষ্ট সময়ের আগে ভোট হতেও পারে।
বস্তুত, শুক্রবারই পঞ্চায়েত দফতরের একটি সূত্র জানিয়েছে, এপ্রিলের মাঝামাঝি একটি দিন স্থির করে ভোট করানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই সংক্রান্ত প্রস্তাবটি ইতিমধ্যেই মহাকরণে পৌঁছেছে।
রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে এ ব্যাপারে সম্মতি পাওয়া গেলে দিন চূড়ান্ত করার চিঠিটি রাজ্য নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে।
বিমানবাবু এ দিন জানান, গত নির্বাচনে প্রায় ৬ হাজার আসনে বামফ্রন্টের মধ্যে ঐক্য হয়নি। সেই সঙ্গে আরও প্রায় সাড়ে তিন হাজার আসনে বামেদের গোঁজ প্রার্থী ছিল। এ বার সার্বিক বামফ্রন্টের ঐক্য বজায় রাখতে এবং আসন নিয়ে শরিকি বিবাদ মেটাতে জেলা ও ব্লক স্তরে শরিকি বৈঠকে বসার উপরে জোর দেন বিমানবাবু।
সাংগঠনিক কাজের সুবিধার জন্য উত্তর ২৪ পরগনা জেলায় ১৯টি জোনাল কমিটি ভেঙে ৩০টি করেছে সিপিএম। জেলা নেতৃত্বের দাবি, বিভিন্ন এলাকায় তাঁদের সভায় ভাল ভিড় হচ্ছে। জেলায় প্রায় সব আসনে প্রার্থী দিতে পারবেন বলেও আশা তাঁদের। অন্য দিকে, এ দিন বিজেপি-র রাজ্য নেতৃত্বের সঙ্গে জেলা সভাপতিদের বৈঠকে ঠিক হয়েছে, পঞ্চায়েত ভোটে দল একা লড়বে। বামেদের ‘নির্দল’ প্রার্থীকে সমর্থন করা হবে না। তবে সব আসনে প্রার্থী দেওয়ার মতো সাংগঠনিক শক্তি যে তাঁদের নেই, বৈঠকে তা-ও কবুল করেছেন বিজেপি-র জেলা নেতৃত্ব। |