বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেফতার যুবক |
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বসিরহাট থানার আই সি শুভাশিস বণিক বলেন, “কিশোরীর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে এ কাজে সাহায্য করার জন্য মিলি কর্মকার নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযুক্ত যুবক জাকির হোসেন গাজি পলাতক। কিশোরীটি অন্তঃসত্ত্বা বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, বসিরহাট থানা এলাকার বাসিন্দা ওই কিশোরী থানায় এসে জাকির হোসেন গাজি ও মিলি কর্মকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তার দাবি, এক সময় তাদের গ্রামে থাকত মিলি। এখন সে ভ্যাবলার বাসিন্দা। সেই-ই জাকিরের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। এর পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মিলির বাড়িতে তার সঙ্গে সহবাস করে জাকির। যার ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পুলিশ কিশোরীর মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করেছে। জেরায় মিলি অভিযোগ অস্বীকার করে জানায়, ওই কিশোরী ও জাকিরের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। শীঘ্রই তারা বিয়ে করবে বলেও জানিয়েছিল। এর বেশি সে কিছু জানে না। জাকিরের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
|
স্টেশনের দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন বসিরহাটের দেবীপুর গ্রামের মানুষ। শুক্রবার সকালে পূর্ব রেলের হাসনাবাদ-বারাসাত শাখায় এক ঘণ্টার ওই অবরোধের জেরে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। নাকাল হন নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীরা। পরে পুলিশ গিয়ে তাঁদের দাবির ব্যাপারে রেলকে জানানোর প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। বসিরহাটের ভ্যাবলা হল্ট ও চাঁপাপুকুর স্টেশনের মধ্যে দেবীপুরে নতুন একটি স্টেশন তৈরির জন্য এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। এ ব্যাপারে তাঁরা সাংসদ নুরুল ইসলাম ও রেল দফতরের প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরীর কাছে লিখিত দাবিও জানিয়েছেন। কয়েক মাস আগে রেল দফতরের আধিকারিকরা এসে ঘুরে যান দেবীপুরে। কিন্তু তার পরে আর কোনও পদক্ষেপ না হওয়ায় বাসিন্দারা ক্ষুব্ধ। তা থেকেই এ দিন সকাল ৯টা নাগাদ রেল অবরোধ করেন তাঁরা।
|
পুর-চেয়ারম্যানকে নিগ্রহের অভিযোগ উঠল হালিশহরে। হালিশহর পুরসভার চেয়ারম্যান সিপিএমের রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, “শুক্রবার চারটের সময় বোর্ড মিটিং ছিল পুরসভায়। পুরসভায় ঢোকার সময় তৃণমূলের লোকেরা বাধা দেয়। সাইকেল কেড়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ ডাকলে পুলিশের সামনেই বাম কাউন্সিলরদের ধাক্কা দেওয়া হয়।” চেয়ারম্যানের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পুরসভার বিরোধী নেত্রী তৃণমূলের কল্যাণী বসু বিশ্বাস। তিনি বলেন, “ওটা সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্ব।”
|
লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে বসিরহাটের খোলাপোতা-বাদুড়িয়া রোডে। পুলিশ জানায়, মৃতের নাম গোবিন্দ চক্রবর্তী (৪৫)। বাড়ি ঘোড়ারস গ্রামে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
|
বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনরা কুলপির খাঁপুর গ্রামে সেলিমা বিবি (২২) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর বাবা জামাই ও শাশুড়ির বিরুদ্ধে বধূহত্যার অভিযোগ এনেছেন। অভিযুক্তেরা সকলেই পলাতক।
|
পাচারে বাধা, জখম ৩ জওয়ান |
গরু পাচারকে কেন্দ্র করে পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে জখম হলেন তিন বিএসএফ জওয়ান। শুক্রবার ভোরে স্বরূপনগরের কৈজুড়ি সীমান্তের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে বিএসএফের ১৫২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্তে পাহারা দিচ্ছিলেন। সেই সময়ে কয়েক জন বাংলাদেশি অন্তত ৪০টি গরু-মোষ নিয়ে সীমান্ত পেরনোর চেষ্টা করছিল। জওয়ানরা বাধা দিলে দুষ্কৃতীরা দা, বল্লম, লাঠি নিয়ে তাঁদের উপরে হামলা চালায়। ১০টি গরু-মোষ ফেলে পাচারকারীরা পালায়।
|
সার-ডিজেল,রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি এবং এফডিআই-এর বিরুদ্ধে স্বরূপনগরে মিছিল করল তৃণমূল। উপস্থিত ছিলেন দলের রাজ্য পঞ্চায়েত সেলের আহ্বায়ক নারায়ণ গোস্বামী, রমেন সর্দার সহ অন্যান্য নেতারা। শুক্রবার মালঙ্গপাড়া স্কুলমাঠ থেকে মিছিল শুরু হয়। শেষ হয় তেঁতুলিয়ায়।
|
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে শুক্রবার একটি পুকুরের পাশের ঝোপে এক যুবকের গুলিবিদ্ধ, ক্ষতবিক্ষত দেহ পাওয়া গিয়েছে। নিহতের নাম তাপস সর্দার (৩৫)। জুলপিয়ার ওই যুবকের মাথায় গুলি করা হয়েছে। |