দলীয় কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ |
আলাদা করে ফুলবাজার খোলার ঘটনায় দলীয় কাউন্সিলারকে অভিযুক্ত করে থানায় গেলেন পাঁশকুড়ার তৃণমূলের পুরপ্রধান জাকিউর রহমান খান। বৃহস্পতিবার তিনি কাউন্সিলার আনিসুর রহমান-সহ ১২ জনের বিরুদ্ধে চাষিদের সরকারি ফুলবাজারে যেতে বাধা দেওয়া, ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন পাঁশকুড়া থানায়। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। জাকিউর রহমান খানের অভিযোগ, ‘‘আনিসুর রহমান, তিন আড়তদার-সহ বেশ কিছু ব্যক্তি সরকারি ফুলবাজারে আসতে চাষিদের বাধা দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেছি।” যদিও আনিসুর রহমানের দাবি, “চাষিদের বাধা, হুমকি দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। পরিচালনার নীতির কারণে সরকারি ওই ফুলবাজার ফ্লপ করেছে। তা বুঝতে পেরেছেন পুরপ্রধান। তাই এই অভিযোগ।” আমিসুরের আরও অভিযোগ, “পুরপ্রধানই বরং নিজের ঘনিষ্ঠ লোকদের দিয়ে আমাদের হুমকি দিচ্ছেন। এই বিষয়ে দলের জেলা নেতৃত্বকে জানিয়েছি।”
|